টুকরো খবর |
চুক্তি প্রকাশের দাবি প্রাক্তন ইসরো কর্তার
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বাণিজ্যিক শাখা অ্যানট্রিক্সের সঙ্গে ডেভাস মাল্টিমিডিয়ার চুক্তির যাবতীয় বিষয় প্রকাশ্যে আনার দাবি জানালেন অ্যানট্রিক্সের প্রাক্তন প্রধান কে আর শ্রীধর মূর্তি। এস ব্যান্ড স্পেকট্রাম বণ্টন সংক্রান্ত ওই চুক্তির সময় অ্যানট্রিক্সের প্রধান ছিলেন মূর্তি। চুক্তিতে ‘অনিয়মের’ অভিযোগে ইসরোর যে চার প্রাক্তন কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন্দ্র, তাঁদের মধ্যে রয়েছেন মূর্তিও। এ সপ্তাহের গোড়ার দিকে ইসরোর বর্তমান প্রধান কে রাধাকৃষ্ণন জানিয়েছিলেন, যে দু’টি সরকারি কমিটির রিপোর্টের ভিত্তিতে চার জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলি প্রকাশ্যে আনা হবে। এর পরিপ্রেক্ষিতেই আজ মূর্তি বলেন, “শুধু দু’টি রিপোর্ট নয়, কী কারণে এই চুক্তি করা হয়েছিল, কী ধরনের নীতি অনুসরণ করা হয়েছিল তার সবটাই প্রকাশ্যে আনা উচিত। তা হলে বিষয়টা নিরপেক্ষ ভাবে বোঝা যাবে।” তাঁর মতে, চার জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা যথাযথ প্রমাণ করতেই সম্ভবত রিপোর্টগুলি প্রকাশ করতে চাইছে ইসরো। নিরপেক্ষতা বজায় রাখতে তাই চুক্তির সমস্ত দিক সামনে আনার দাবি জানান তিনি। তবে তাঁদের শাস্তির পিছনে বর্তমান ইসরো-প্রধানের ‘হাত আছে’ বলে যে অভিযোগ করেছেন প্রাক্তন প্রধান মাধবন নায়ার, তা নিয়ে মন্তব্য করতে তিনি অস্বীকার করেন। |
মণিপুরে পুনরায় ভোট গ্রহণ শান্তিতে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
চারটি আইইডি উদ্ধার ও মায়ানমার সীমান্তে গুলি চলার ঘটনা বাদ দিলে মণিপুরের ৩৪টি বুথে ফের ভোট গ্রহণ পর্ব নির্বিঘ্নেই মিটল। হিংসা ও বুথ দখল সংক্রান্ত ঘটনার জেরে মণিপুরের ৩৪টি বুথে আজ পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যের উপ-মুখ্য নির্বাচনী অফিসার এন প্রবীণ জানান, ভোটের হার সকালের দিকেই বেশি ছিল। রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কমবেশি ৭০ শতাংশ ভোট পড়েছে। ২৮ জানুয়ারি, মূল নির্বাচনের দিন ৭৯.৩৫ শতাংশ ভোট পড়েছিল।এ দিকে আজ মোরের মায়ানমার সীমান্তে আসাম রাইফেল্স শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। তবে এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক
ছিল না। স্থানীয় এক অপরাধীকে গ্রেফতার করার সময় স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ায় জওয়ানরা গুলি চালিয়েছিলেন। অন্য দিকে, আসাম রাইফেল্স ও পুলিশের এক যৌথ অভিযানে আজ সকালে পূর্ব ইম্ফল থেকে জি খুগামণি নামে এক পিএলএ জঙ্গিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চারটি আইইডি, দুটি ডিটোনেটর ও একটি রিমোট যন্ত্র মিলেছে। |
ব্ল্যাকমেলার ‘প্রেমিক’ ধৃত
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
প্রেমিকই হয়ে উঠল ব্ল্যাকমেলার। প্রণয়পর্ব চলাকালীন গুয়াহাটির এক ছাত্রীর অশ্লীল ছবি তোলে কমলপুরের বাসিন্দা সহিদুর শইকিয়া ওরফে মুন্না। সে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষেয় ছাত্র। মোবাইলে দু’জনের আলাপ। মোবাইলে মেয়েটির ছবি তোলার পরেই প্রেমিকের মুখোশ খুলে মুন্না মেয়েটিকে ব্ল্যাকমেল করতে শুরু করে। লক্ষাধিক টাকা দাবি করে সে। টাকা না দিলে ছবিগুলি অর্কুট, ফেসবুকে আপলোড করে দেবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে মেয়েটি পুলিশে অভিযোগ জানায়। আজ কমলপুর থেকে সিআইডির সাইবার অপরাধ দমন শাখা মুন্নাকে গ্রেফতার করে। |
মুলায়মকে লক্ষ করে চটি মহিলার
সংবাদসংস্থা • বান্দা |
এ বার চটির নিশানায় সমাজবাদী দলের প্রধান মুলায়ম সিংহ যাদব। শনিবার বাবেরু এলাকায় বক্তৃতা দিয়ে বেরোনোর সময়ে মূর্তি সিংহ নামে এক মহিলা তাঁকে লক্ষ করে চটি ছোড়েন। যদিও সেটি মুলায়মের গায়ে লাগেনি। মহিলাকে গ্রেফতার করে পুলিশ। মূর্তির দাবি, কয়েক বছর আগে তাঁকে ধর্ষণ করা হয়। সেই ঘটনার পর ২০০৯ সালে মুলায়ম সিংহ যাদব তাঁকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি রাখেননি বলে মহিলার অভিযোগ। |
ট্রাক দুর্ঘটনায় মৃত ৫ যুব কংগ্রেস কর্মী
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাসের রেলিং-এ ধাক্কা মারল মিনি ট্রাক। ঘটনাস্থলেই মারা যান ৫ জন। জখম ২১। ঘটনাটি ঘটেছে নগাঁও বাইপাসে। আজ নগাঁওয়ে যুব কংগ্রেসের বুথ নির্বাচন ছিল। কাঠিয়াতলি শকুনবাড়ি এলাকার ৩০ জন যুব কংগ্রেস সদস্য বরহমপুরে ভোট দিতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে, চকোরিগাঁও এলাকায় ট্রাকটি একটি রেলিং-এ ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান যদুমণি রৌতিয়া, গইনা নায়ক, দীপক গোঁসাই, মন্টু নায়ক, রামলাল রৌতিয়া। জখম ২১ জনকে নগাঁও সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। বন ও গ্রামোন্নয়ণমন্ত্রী রকিবুল হুসেন গুরুতর জখমদের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। |
কুয়োয় মিলল তরুণ-তরুণীর গুলিবিদ্ধ দেহ
নিজস্ব সংবাদাতা • রাঁচি |
দু’দিন নিখোঁজ থাকার পর গতকাল একটি কুয়ো থেকে উদ্ধার হয়েছে আদিবাসী তরুণ-তরুণীর মৃতদেহ। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, ওই তরুণ-তরুণীর মধ্যে ছিল ভালবাসার সম্পর্ক। দু’জনের দেহেই গুলির চিহ্ন মেলায় পুলিশের ধারণা, এটি জোড়া খুনের ঘটনা। ঘটনাটি ঘটেছে খুঁটি জেলার সোয়ারন গ্রামে। খুঁটির মহকুমা পুলিশ অফিসার অশ্বিনীকুমার সিংহ জানিয়েছেন, মৃত ওই প্রেমিক-প্রেমিকার নাম সুমন সঙ্গা (২২) এবং সোমারি মুন্ডা (১৮)। সোয়ারন গ্রামের বাসিন্দা ওই দু’জনই গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এটি পরিকল্পিত হত্যা। খুনে নিহতদের পরিচিত কয়েক জনের মদত থাকার সন্দেহও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। |
রবীন্দ্র-শিবির
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
প্রবাসে বসবাসকারী কিশোর-কিশোরীদের জন্য রবীন্দ্রচর্চার আসর বসেছে জামশেদপুরের টেগোর সোসাইটি প্রাঙ্গণে। আজ থেকে শিবির চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের। বিশ্বকবির চিন্তা ভাবনা কিশোর-কিশোরীদের সামনে তুলে ধরাই এই অনুষ্ঠানের লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অনুষ্ঠান মঞ্চে কবির সমাজ চিন্তা, শিল্প ভাবনা-সহ নানান বিষয়ে নিয়ে চলবে আলোচনা। প্রদর্শিত হবে কাবুলিওয়ালা চলচ্চিত্র। |
বালিকার দগ্ধ মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নদীর ধারে মিলল এক বালিকার দগ্ধ মৃতদেহ। ঘটনাটি ঘটেছে চিরাং জেলার রৌমারিতে।পুলিশ জানায়, আজ সকালে আই নদীর ধারে বছর বারো-তেরোর মেয়েটির দগ্ধ দেহটি দেখা যায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, মেয়েটিকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। মৃতার পরিচয় এখনও জানা যায়নি। |
অপহৃত চা-দোকানি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দোকান মালিককে অপহরণ করল গারো জঙ্গিরা। গত কাল পশ্চিম খাসি পাহাড়ের বরসোরায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, হরি ছেত্রী নামে ওই চা-দোকানের মালিকের কাছ থেকে টাকা চেয়ে জিএনএলএ চিঠি পাঠিয়েছিল। তিনি টাকা দেননি। দোকান চালাবার পাশাপাশি, কয়লা খনিতেও কাজ করেন হরিবাবু। গত কাল খনিতে কর্মরত অবস্থায় তাঁকে তুলে নিয়ে যায় জঙ্গিরা। পুলিশ হরিবাবুর খোঁজে তল্লাশি চালাচ্ছে। |
|