খাদিম কর্তা অপহরণ মামলায় আরও দুই অভিযুক্তকে কলকাতায় নিয়ে এল সিআইডি। গোয়েন্দারা জানান, অভিযুক্তদের নাম তারিক মাহমুদ ও ইশাক আহমেদ। শনিবার তাদের আলিপুর আদালতে হাজির করানো হয়। বিচারক ধৃতদের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হাজতের নির্দেশ দেন। ২০০১ সালে তিলজলা থেকে অপহৃত হয়েছিলেন খাদিম কর্তা পার্থ রায়বর্মন। সেই মামলার মূল চক্রী হিসেবে গ্রেফতার করা হয়েছিল মাফিয়া ডন আফতাব আনসারিকে। সিআইডি জানায়, তারিক এবং ইশাককে উত্তরপ্রদেশ থেকে ২০০৪ সালে দিল্লি পুলিশ পোটা আইনে গ্রেফতার করেছিল। আইজি (সিআইডি) অধীর শর্মা জানান, ওই দুই অভিযুক্ত খাদিম কর্তা অপহরণের মূল চক্রী আফতাবের ঘনিষ্ঠ। মামলার চার্জশিটেও এই দু’জনের নাম রয়েছে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আগেই দিল্লি পুলিশের কাছে আবেদন করেছিল সিআইডি। কিন্তু দিল্লি পুলিশের মামলার শুনানি চলার জন্য তাদের এত দিন কলকাতায় আনা যায়নি। দিল্লি পুলিশের একটি দল ওই ২ অভিযুক্তকে কলকাতায় এনে সিআইডি-র হাতে তুলে দেয়। আইজি জানান, তারিক, ইশাক ছাড়াও আরও এক অভিযুক্ত গুজরাত পুলিশের হাতে রয়েছে। সেখানে মামলাটি শেষ হলে তাকেও কলকাতায় আনা হবে। সিআইডি জানায়, খাদিম কর্তা অপহরণ মামলায় কিছু ফেরার অভিযুক্তকে আগে মুম্বই ও উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছে। মূল মামলার শুনানি শেষ হলেও যাদের পরে আনা হয়েছে, তাদের বিচার বাকি রয়েছে।
|
লোহাচুর দুর্নীতির মামলায় ধৃত দেবাদিত্য চক্রবর্তী এবং আর এম জামিরকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। সিআইডি সূত্রের খবর, এই মামলায় অভিযুক্ত আইএএস অফিসার দেবাদিত্য চক্রবর্তী এবং অবসরপ্রাপ্ত আইএএস আর এম জামিরকে শনিবার পুলিশি হেফাজত থেকে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করানো হয়। অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে তাঁদের জেল হেফাজতে পাঠান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ১ ফেব্রুয়ারি ওই দুই অফিসারকে গ্রেফতার করা হয়। সিআইডি-র গোয়েন্দারা এ দিন দাবি করেন, ধৃতেরা জানিয়েছেন, লোহাচুর রফতানি নিয়ে যে দুর্নীতি হচ্ছে তা তাঁরা আঁচ করেছিলেন। তাঁদের ফাঁসিয়েছেন অত্যাবশ্যকীয় পণ্য নিগমের অধস্তন অফিসারেরা। তবে গোয়েন্দারা জানান, ধৃতেরা যে দাবিই করুন, তাঁদের ওই দুর্নীতিতে জড়িত থাকার একাধিক প্রমাণ রয়েছে।
|
৩০ রাউন্ড কার্তুজ-সহ এক মণিপুরী ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের নাম ধীরেন সিংহ (৩৬)। তাঁর বাড়ি অসমের শিলচরে। সম্প্রতি তিনি কলকাতায় আসেন। ওয়াটগঞ্জের একটি হোটেলেও তিনি কিছু দিন ছিলেন। শনিবার ধীরেনকে ১২ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
|
স্ট্র্যান্ড রোডের একটি বাজার এলাকায় শনিবার আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি ঘর। তবে হতাহতের খবর নেই। দমকল জানায়, এ দিন সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ চিড়েপট্টির পিছন দিকে একটি ঘরে আগুন লাগে। |