ভোডাফোনে শেয়ার বাড়াল পিরামল গোষ্ঠী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভোডাফোন ইন্ডিয়ায় অংশীদারি বাড়াল পিরামল হেলথ্ কেয়ার। ৩,০০৭ কোটি টাকায় ব্রিটিশ টেলিকম বহুজাতিকটির ভারতীয় শাখার আরও ৫.৫% শেয়ার হাতে নিল তারা। ফলে সেখানে তাদের মালিকানা দাঁড়াল ১১%। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে প্রায় ১২ হাজার কোটি টাকা কর বাঁচানোর মামলায় ভোডাফোন জেতার পরই এই পদক্ষেপ করল পিরামল।
|
ব্যবসা সম্প্রসারণে এ বার চিনের দিকে নজর দিচ্ছে টাটা গোষ্ঠীর ইন্ডিয়ান হোটেলস। প্রতি বছরই দক্ষিণ চিনের ইউনান প্রদেশে বাড়ছে পর্যটকের সংখ্যা। সে কথা মাথায় রেখেই সেখানে তাজ হোটেল তৈরি করতে ইউনান ট্যুরিজম কোম্পানির সঙ্গে চুক্তি সই করল সংস্থা। সেই অনুযায়ী ইউনানের কুনমিং এক্সপো গার্ডেন-এ দু’টি হোটেল তৈরি ও পরিচালনার সমস্ত ভারই থাকবে ইন্ডিয়ান হোটেলস-এর হাতে।
|
অন্নপ্রাশনের জন্য গয়নার সম্ভার ‘ছোট্ট সোনা’ বাজারে আনল গোল্ড ফ্যাক্টরি। দাম ১,৮০০ থেকে ১৫ হাজার টাকা। |