টুকরো খবর
সেনা-গিলানি বিরোধ দানা বাঁধছে জমি নিয়েও
মেমোগেট কেলেঙ্কারির পর এ বার নতুন প্রসঙ্গে গিলানি সরকারের সঙ্গে সেনার বিরোধের ইঙ্গিত দিল পাক সংবাদমাধ্যম। এ বারের প্রশ্ন দেশের ৪৩টি ক্যান্টনমেন্ট বোর্ড ও সব সামরিক জমির নিয়ন্ত্রণ হাতে রাখা নিয়ে। এ ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রক রয়েছে সেনাবাহিনীর পক্ষে। ফলে বলা যেতে পারে বিরোধটা দানা বাঁধছে সরকারের অন্দরেই। পাকিস্তানে ‘মিলিটারি ল্যান্ডস অ্যান্ড ক্যান্টনমেন্টস গ্রুপ’ গঠিত হওয়ার পর থেকে আমলারাই তার দায়িত্ব সামলেছেন। কিন্তু সামরিক শাসক পারভেজ মুশারফই প্রথম, ১৯৯৯ সালে দফতরটির শীর্ষে এক জন সেনা মেজরকে বসান। তার পর থেকে এ পর্যন্ত সেনাকর্তাদেরই হাতে থেকেছে পদটি। এই মুহূর্তে ওই পদে যে মেজর জেনারেল রয়েছেন, তাঁর কাজের মেয়াদ শেষ হচ্ছে ২০ ফেব্রুয়ারি। প্রতিরক্ষা মন্ত্রক ওই পদে নিয়োগের জন্য আর এক মেজর জেনারেল, তাহির মাসুদের নাম সুপারিশ করেছে প্রধানমন্ত্রীর কাছে। সরকারি ভাবে না জানালেও গিলানির সচিবালয়ের তরফে বলা হচ্ছে, “পদটি পুরোপুরি অসামরিক। তাতে কোনও সেনা অফিসারকে বসানোর প্রস্তাবকে প্রশয় দেওয়া হবে না।”‘মিলিটারি ল্যান্ডস অ্যান্ড ক্যান্টনমেন্টস গ্রুপ’-এর অধীনে রয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। জড়িয়ে আছে ৫৫ লক্ষ সাধারণ নাগরিকের ভবিষ্যতও। ফলে সেনাবাহিনীও সহজে এর নিয়ন্ত্রণ ছেড়ে দেবে, তেমন সম্ভাবনা কম। ফলে জমি নিয়ে নয়া বিরোধের আঁচ পাচ্ছে পাক সংবাদমাধ্যম। কয়েক মাস ধরেই সরকার, সেনা ও সুপ্রিম কোর্টের টানাপোড়েন চলছে। এ নিয়ে আমেরিকা আজ বলেছে, আইনের পথেই নিজেদের সমস্যাগুলি মেটানো উচিত পাকিস্তানের।

সিরিয়ায় সেনার হানা, নিহত ২০০
সেনাবাহিনীর হামলায় সিরিয়ায় প্রাণ গেল ২০০ জনের। সরকারের তরফে হামলার খবর অস্বীকার করে বলা হয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সিরিয়ার ক্ষমতা হস্তান্তর নিয়ে গুরুত্বপূর্ণ ভোটাভুটির আগে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কিছু সশস্ত্র জঙ্গি গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে। হোমস শহরের খালিদিয়া অঞ্চলে শুক্রবার রাত আটটা নাগাদ হঠাৎই ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ আরম্ভ করে সিরিয়ার সেনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত ৩৬টি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। এখনও সেখানে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। তবে আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্স, ওষুধপত্র কিছুই পাওয়া যাচ্ছে না বলে দাবি তাঁদের। এই ডামাডোলের মধ্যেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানোর জন্য প্রস্তাব পাশ করতে তৈরি হচ্ছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। তবে, রাশিয়া তার বিরোধিতা করে জানিয়েছে, এটি পাশ হলে সিরিয়ায় গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে।

শীতে মৃত ২৫০
ইউরোপের নানা দেশে প্রচণ্ড শীতে প্রাণ হারালেন ২৫০ জন। গোটা মহাদেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। বরফে রাস্তাঘাট ঢেকে যাওয়ায় এক রকম ঘরেই বন্দি হয়ে পড়েছেন লোকজন। দেশগুলিতে বিমান চলাচল ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেন এবং সড়ক পরিবহণ ব্যবস্থাও। বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধও রাখা হয়েছে। এর মধ্যে ইউক্রেনে তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের ৩৮ ডিগ্রি নীচে। সে দেশে এখনও পর্যন্ত শীতের বলি হয়েছেন ১২২ জন। পোল্যান্ডেও তাপমাত্রা হিমাঙ্কের ২৭ ডিগ্রি নীচে নেমে যাওয়ায় মারা গিয়েছেন ৪৫ জন। শৈত্যপ্রবাহ থেকে বাদ যায়নি রোমও। শনিবার ইতালিতে তুষার ঝড়ে একটি নৌকা ডুবলেও উদ্ধার হলেন তার ২৬২ জন যাত্রী। সম্প্রতি বালির চরে ধাক্কা খেয়ে ডুবে যায় ইতালির প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়া। সেই দুর্ঘটনায় ৩২ জন যাত্রীর মৃত্যু হয়। কিন্তু শনিবার উপকূল বাহিনী দ্রুত উদ্ধার কাজ শুরু করায় কোনও যাত্রী ক্ষতিগ্রস্ত হননি।

উইকি-কাণ্ডে বিচার হবে সেনার
উইকিলিকসে তথ্য ফাঁস করার অভিযোগে এক সেনার ফৌজি আদালতে বিচারের নির্দেশ দিলেন মার্কিন সেনা কর্তৃপক্ষ। সেনাবাহিনীর এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। অভিযুক্ত মার্কিন সেনার নাম সার্দলে ম্যানিং। সাত লাখেরও বেশি গোপন মার্কিন দলিল উইকিলিকসের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এই সেনার। শীঘ্রই শুরু হবে এই মামলার শুনানি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.