অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল-ডাল ‘পাচার’ করার ঘটনায় সিডিপিও এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে শো-কজ করল প্রশাসন। বাঁকুড়ার জয়পুরের উত্তরবাড় গ্রামের চৌধুরীপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মঞ্জু পাণ্ডেকে কেন্দ্র থেকে ডাল পাচার করার অভিযোগে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করেছিল। তদন্তে নেমে জয়পুরের সিডিপিও অশ্বিনী হাঁসদা ওই কেন্দ্রে চাল ও ডাল কম পরিমাণে রয়েছে বলে মঞ্জু দেবীকে বৃহস্পতিবার শো-কজ করেন। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘ দিন ধরে অব্যবস্থা চলার অভিযোগ থাকার পরেও সিডিপিও কেন তা নজর দেননি, সে জন্য অশ্বিনীবাবুকে শুক্রবার শো-কজ করলেন জয়পুরের বিডিও চিত্রদীপ সেন।
গণতান্ত্রিক মহিলা সমিতির জয়পুর ব্লকের নেত্রী মঞ্জুদেবীকে মঙ্গলবার ওই গ্রামের বাসিন্দাদের একাংশ আটক করেন। তাঁদের অভিযোগ ছিল, তিনি কেন্দ্র থেকে মুসুর ডাল বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পুলিশেরও দাবি, তাঁর কাছে কয়েক কেজি ডাল পাওয়া গিয়েছে। বিডিও’র নির্দেশে সিডিপিও ওই কেন্দ্রে গিয়ে সে দিনই মজুত চাল-ডালের পরিমাণ সরেজমিনে খতিয়ে দেখেন। শুক্রবার সিডিপিও বলেন, “স্থানীয় উত্তরবাঁধের চৌধুরীপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মঞ্জু পাণ্ডের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। আমি তদন্ত করে দেখেছি ওই কেন্দ্রে ৫৮ কেজি চাল ও ৪০ কেজি মুসুর ডাল কম রয়েছে। এই ঘাটতির কারণ বৃহস্পতিবার মঞ্জুদেবীর কাছে লিখিত ভাবে জানতে চাওয়া হয়েছে।” আদালতের নির্দেশে মঞ্জুদেবী এখন অন্তবর্তী জামিনে রয়েছেন। মঞ্জুদেবীর স্বামী ষড়ানন পাণ্ডে সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য। এ দিন চেষ্টা করেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
জয়পুরের বিডিও বলেন, “গ্রামবাসীরা অভিযোগ করেছেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে। সিডিপিও-র এ ব্যাপারে নজর রাখা উচিত ছিল। কেন তিনি এ ব্যাপারে নজর দেননি তা লিখিত ভাবে জানতে চাওয়া হয়েছে।” সিডিপিও অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। |