শিল্পশহর হলদিয়ায় পরিবেশগত সমস্যা কাটিয়ে শিল্প সম্ভাবনা বাড়াতে এ বার উদ্যোগী হল চেম্বার অব কমার্স। শুক্রবার হলদিয়ার মিৎসুবিশি কেমিক্যাল কারখানায় ‘পরিবেশের ব্যবস্থাপনা, শিল্প-পরিকাঠামো এবং শিল্পায়ন ও কর্মসংস্থান’ শীর্ষক একটি আলোচনাসভার আয়োজন করা হয়। সেখানেই চেম্বারের উদ্যোগের কথা ঘোষণা করেন বেঙ্গল চেম্বারের হলদিয়া উন্নয়ন কমিটির চেয়ারম্যান পার্থ ভট্টাচার্য। আলোচনাসভায় উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও পি উলাগানাথন, মিৎসুবিশির এক্সিকিউটিভ ডিরেক্টর শিঞ্জি ইয়াসুনাগা প্রমুখ। |
২০০৯-এর শেষাশেষি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক দূষিত-এলাকা হিসেবে হলদিয়াকে চিহ্নিত করে। এর পর থেকেই নতুন শিল্প-কারখানা স্থাপন বা প্রকল্প সম্প্রসারণ কার্যত বন্ধ। ইতিমধ্যে ‘ক্রিটিক্যালি পলিউটেড জোন’ হিসেবে চিহ্নিত হওয়া ৪৩টি শিল্পশহরের মধ্যে ২৫টি জোন ‘মুক্ত’ হয়েছে। তবে হলদিয়া এখনও মুক্ত হতে পারেনি বলে পার্থবাবু এ দিন জানান। তাঁর বক্তব্য, পরিবেশের সমস্যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে দূষণের হার কমেছে বলে শুনেছি। সেটাকে আরও কমিয়ে আনতেই এই আলোচনাচক্র।” সমস্যা সমাধানে চেম্বার অব কমার্স ঠিক কী ভাবে উদ্যোগী হবে তার জবাবে তিনি বলেন, “শিল্পসংস্থাগুলি অ্যাকশন-প্ল্যান তৈরি করে দূষণ নিয়ন্ত্রণে সচেষ্ট হবে।” কেন্দ্রের কম্প্রিহেনসিভ এনভায়রনমেন্টাল পলিউশন ইন্ডেক্স অনুযায়ী সমীক্ষায় যুক্ত আইআইটি দিল্লির অধ্যাপক মুকেশ খারে ও অরবিন্দ কে নেমাও এ দিনের আলোচনাচক্রে যোগ দেন। দূষণ নিয়ন্ত্রণে নানা ব্যবস্থার সুপারিশ করেন তাঁরা। |