অসমে মাটি কাটার গাড়ি ও ট্রেনের
ধাক্কায় বেলাইন পাঁচ কামরা, মৃত ৩
প্রহরীবিহীন লেভেল ক্রসিং-এ মাটি কাটার গাড়ি বা জেসিবি-এক্সক্যাভেটরে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রিবাহী ট্রেনের পাঁচটি বগি। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা প্রায় ৫০।
উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, আজ সকাল সওয়া ন’টা নাগাদ কামরূপের আজারা ও মির্জার মধ্যবর্তী গোঁসাইঘাঁটি এলাকায় একটি জেসিবি গাড়ি রেল লাইন পার হচ্ছিল। তখনই বঙ্গাইগাঁও-গুয়াহাটি চিলারাই প্যাসেঞ্জার ট্রেনটি তীব্রবেগে এসে জেসিবিতে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বহুদূরে ছিটকে পড়ে জেসিবি গাড়িটি। ট্রেনের ইঞ্জিনটি বিচ্ছিন্ন হয়ে তিনশো মিটার এগিয়ে যায়। তার পিছনে থাকা ৫ টি কামরা লাইনচ্যূত হয়। এর মধ্যে ৪টি কামরা উল্টে যায়। সংলগ্ন রেল লাইনটিও ক্ষতিগ্রস্ত হয়। কোথাও কোথাও উপড়ে যায়। ঘটনার খবর পেয়েই আরপিএফ, জিআরপি, রেলকর্তা ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়। জেসিবি চালক ধরণী কলিতা ও জেসিবিতে বসা, সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাটির সাইট ইনচার্জ বিপুল কলিতা ঘটনাস্থলেই মারা যান। অভয়াপুরী থেকে গুয়াহাটির উদ্দেশে আসা ট্রেন যাত্রী হীরেন সরকারের আজারা হাসপাতালে মৃত্যু হয়।
লাইনচ্যুত বঙ্গাইগাঁও-গুয়াহাটি চিলারাই প্যাসেঞ্জার ট্রেন। ছবি উজ্জ্বল দেব
রেলসূত্রে জানানো হয়েছে, ঘটনার সময় ট্রেনের গতিবেগ ছিল ঘণ্টায় ষাট কিলোমিটার। উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সীতু সিংহ হাজোং বলেন, “রেলের তরফে নিহত যাত্রীর নিকটাত্মীয়কে দেড় লক্ষ টাকা, গুরুতর জখম সাতজনকে ৫০০০ ও সামান্য আহতদের ৫০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে জেসিবিতে থাকা চালক ও সাইট ইনচার্জ-এর পরিবার কোনও ক্ষতিপূরণ পাবেন না। কারণ জেসিবিটি নিয়ম ভেঙে রেলপথে উঠে এসেছিল।” আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বঙ্গাইগাঁও ও গুয়াহাটি থেকে দুটি বিশেষ ট্রেন-এর ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার জেরে আজারা লাইনের ট্রেনগুলি রঙিয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। রাত পর্যন্ত রেল লাইন মেরামতির কাজ চলছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.