বর্ণবিদ্বেষ হার্ভার্ড, প্রিন্সটনে
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
আমেরিকার হার্ভার্ড ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ তুললেন ভারতীয় বংশোদ্ভূত এক ছাত্র। আমেরিকার বাসিন্দা তথা ক্যালিফোর্নিয়া হাইস্কুল থেকে সদ্য পাশ করা মেধাবী ওই ছাত্রের অভিযোগ, স্নাতক স্তরে ভর্তির সময় এশীয় বংশোদ্ভূত মার্কিন পড়ুয়াদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করছেন দুই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। ওই ছাত্রের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই দুই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মার্কিন শিক্ষা দফতর। অভিযোগকারীর নাম প্রকাশ না করলেও মার্কিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত অগস্ট মাসে বর্ণবিদ্বেষের অভিযোগটি জমা পড়েছে। তাতে ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন ছাত্রের পরিবারের তরফে দাবি করা হয়েছে, হার্ভার্ড ও প্রিন্সটন দুই বিশ্ববিদ্যালয়েই ভর্তি সময় পড়ুয়াদের বর্ণ, তার নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। আর তাতেই অন্যায় ভাবে বাদ দেওয়া হচ্ছে এশীয়-মার্কিন পড়ুয়াদের। এর পরেই মার্কিন শিক্ষা দফতরের নাগরিক অধিকার রক্ষা শাখা ঘটনার তদন্ত শুরু করেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষে তাঁদের মুখপাত্র জেফ নেল অবশ্য বলেন, “হার্ভার্ড কখনও এশীয়-মার্কিন পড়ুয়াদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করে না।” |
ব্লগে নজরদারি করবে গুগল-ও
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক ও নয়াদিল্লি |
টুইটারের পর গুগল। ভারত-সহ বিভিন্ন দেশে সরকারের দাবি মেনে তথ্যের উপর নজরদারি শুরুর ইঙ্গিত দিল এই মার্কিন সার্চ-ইঞ্জিন সংস্থাও। অন্তত আংশিক ভাবে। শুক্রবার গুগল জানিয়েছে, তাদের ‘ব্লগার’ ওয়েবসাইটে কোনও লেখা বা ছবি স্থানীয় আইনের চোখে আপত্তিকর হলে, সেই দেশের পাঠকদের সামনে থেকে তা সরানো হবে। তবে তা পড়া যাবে অন্য দেশ থেকে। প্রথম দফায় এই নজরদারি চালু হবে ভারত, ব্রাজিল, জার্মানি-সহ কয়েকটি দেশে। পরে সারা দুনিয়াতেই একই পদ্ধতি চালু করতে পারে তারা। কিছু দিন আগেই এই একই প্রতিশ্রুতি দিয়েছে টুইটারও।
|
|
তুষারপাতের হাত থেকে রক্ষা পেতে রোমে পর্যটকদের ভরসা ছাতা। ছবি: রয়টার্স।
|
|
রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত কূটনীতিক টমাস ওজি কুইনটানার সঙ্গে
মায়ানমারে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে সু চি। ছবি: এ পি। |
|