টুকরো খবর
হাঁসুয়ার কোপে জখম তিন
তিন জনকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগে ফেলু নাগ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে মাজদিয়া পানশীলা পঞ্চায়েতের নাগপাড়ার বাসিন্দা জয়ন্ত নাগ ও অনন্ত নাগ বাড়ি ফিরছিলেন। সেই সময়ে তাঁদের মুখে টর্চের আলো ফেলেন ফেলু নাগ। প্রতিবাদ করলে ওই দুই যুবকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে মঙ্গলবার সকালে ওই দুই যুবকের বাবা নয়ন নাগ ফেলুবাবুর সঙ্গে দেখা করতে আসেন। মারধরের প্রশ্ন উঠতেই নয়নবাবুকে হাঁসুয়া দিয়ে কোপাতে থাকেন ফেলুবাবু। এর পরে নয়নবাবুর দুই ভাই খোকন নাগ ও গৌর নাগ তার সঙ্গে কথা বলতে গেলে তাঁদের উপরেও ফেলুবাবু হাঁসুয়া নিয়ে চড়াও হন বলে অভিযোগ। আহত তিন জনকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খোকন নাগের স্ত্রী কল্পনা নাগের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে ফেলু নাগকে গ্রেফতার করে পুলিশ।

বিদ্যুতের তার চুরিতে ধৃত যুবক
বিদ্যুতের তার চুরির অভিযোগে গ্রেফতার হয়েছে মিঠুন বিশ্বাস নামে এক যুবক। ধানতলার কালিতলা গ্রামে বুধবার পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, বিদ্যুতের তার ছোট ছোট টুকরো করে বস্তাবন্দী করে বিক্রি করার সময় খবর পেয়ে হাতে নাতে ধরা হয়েছে ওই ব্যাক্তিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ওই এলাকায় চাষের জমি থেকে বিদ্যুতের তার চুরি হয়। তারপর থেকেই বেপাত্তা মিঠুন। এ দিন তাকে দেখা গেলে গ্রামবাসীরা মারধর করেন। তারপর পুলিশ তাঁকে গ্রেফতার করে।

মারধরের অভিযোগ
ছাত্র পরিষদের এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে টিএমসিপি’র বিরুদ্ধে। বুধবার সকালে চাকদহ কলেজ চত্বরে কিশোরকুমার সাধুখাঁ নামে বিএ প্রথম বর্ষের ওই ছাত্রকে টিএমসিপি সমর্থকেরা কটূক্তি করে বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে তাঁকে মারধর করা হয়। আহত কিশোরকে প্রথমে চাকদহ স্টেট জেনারেল হাসপাতাল ও পরে কল্যাণীর জহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করানো হয়। কিশোরের মা এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিবনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, “ছাত্রদের মধ্যে তর্কাতর্কি থেকে উত্তেজনা ছড়িয়েছিল। এখন পরিস্থতি স্বাভাবিক।” টিএমসিপি অবশ্য ওই মারধরের ঘটনা মানতে চায়নি।

স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ
স্থায়ীকরণের দাবিতে মঙ্গলবার থেকে জেলা স্বাস্থ্য দফতর প্রাঙ্গণে বিক্ষোভ-আন্দোলন শুরু করেছেন মুর্শিদাবাদ জেলা ডিডিটি স্প্রে কর্মী সংগঠনের সদস্যরা। বুধবারও তাঁরা অবস্থান বিক্ষোভে সামিল হন। রোগ প্রতিরোধে জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে ডিডিটি স্প্রে করেন ওই কর্মীরা। জেলা সংগঠনের সহ-সম্পাদক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেন, “১৯৮১ সাল থেকে আমরা ওই পদে কর্মরত। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, বছরে ১২০ দিন করে ৫ বছর কাজ করলে স্থায়ীপদে নিয়োগ করা হবে। সেই মতো কাজ করলেও এখনও আমাদের স্থায়ী চাকরির নিয়োগ পত্র মেলেনি।” যদিও এর আগে ৩০০ জনের মধ্যে ২৪২ জনকে স্থায়ী চাকরি দেওয়া হয়েছে। বাকি রয়েছেন ৫৮ জন। তাঁরাই এ দিন বিক্ষোভ-আন্দোলনে সামিল হন। বিশ্বজিৎবাবু বলেন, “দিনে আমাদের ১২৭ টাকা দেওয়া হয়। এখন এক টানাও কাজে পাঠানো হচ্ছে না। ফলে সাংসার চালাতে মুশকিলে পড়তে হচ্ছে।” সিএমওএইচ সৈয়দ শাহজাহান সিরাজ বলেন, “স্বাস্থ্য ভবনের নির্দেশে আট মাস আগে ওই কর্মীদের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। স্বাস্থ্য ভবন থেকে দু’বার সমীক্ষাও হয়েছে। দ্রুত নিয়োগপত্র পাঠানোর জন্য স্বাস্থ্যভবনের কর্তাদের সঙ্গে কথা হয়েছে।”

উদ্ধার কিশোরী
পাচার হয়ে যাওয়া এক কিশোরীকে উত্তরাখণ্ড থেকে উদ্ধার করল চাপড়া পুলিশ। এই ঘটনায় সীমান্ত সংলগ্ন রানাবন্ধ এলাকার রকি মণ্ডল ও তার পিসি সাধনা মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই কিশোরীকে উত্তরাখণ্ডে নিয়ে গিয়ে মোটা টাকায় বিক্রি করে দেয়। পুলিশ জানিয়েছে, গত ২৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ওই ছাত্রী। ২৫ ডিসেম্বর নিখোঁজ ডায়েরি করা হয়। ৩১ ডিসেম্বর ওই মেয়েটির বাবা থানায় দু’জনের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ ওই দিনই দু’জনকে গ্রেফতার করে। দিল্লীর এক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ছাত্রীটিকে দিল্লীর উধম সিংহ থানা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়।

ছিনতাইবাজ ধৃত
দিনেদুপুরে এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে গেল এক যুবক। বুধবার সকালে অরাঙ্গাবাদ বাজারে হার ছিনতাই করতে গিয়ে ওই যুবক ধরা পড়ে যায়। উত্তেজিত গ্রামবাসীরা তাকে মারধরও করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ওই যুবককে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার কাছ থেকে হারটি উদ্ধার করেছে পুলিশ।

শ্রমিকের মৃত্যু
কাজ করার সময়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। বুধবার একশো দিনের কাজ প্রকল্পে মাটি কাটার সময়ে সুতির সাদিকপুরের পাহাড়গাড়ি এলাকায় মান্তু দাস (৫০) নামে ওই ব্যক্তি কাজ করছিলেন। তাঁর বাড়ি সাদিকপুর গ্রামে। সাদিকপুর পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ সরকার বলেন, “কাজ করার সময়ে হঠাৎ তাঁর বুকে ব্যাথা হয়। কিছু ক্ষণের মধ্যেই মারা যান তিনি।”

ফের বৈঠকের ‘স্বপ্ন’ প্রশাসনের
শেষ পর্যন্ত রেজিনগরের মাঙ্গনপাড়ার ধুলো-সমস্যা মেটাতে ইটভাটার মালিকদের সঙ্গে বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। বেলডাঙার-২ বিডিও সুদীপ ঘোষ বলেন, “এ ব্যাপারে সব পক্ষকে নিয়ে ফের বৈঠক ডাকা হবে।” কিন্তু কবে? সে ব্যাপারে স্পষ্ট করে কোনও দিনক্ষণ জানাতে পারেননি সুদীপবাবু। স্থানীয় বাসিন্দারা এ ব্যাপারে রেজিনগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ কোনও আমলই দেয়নি বলে অভিযোগ। রেজিনগর থানার অফিসার ইন-চার্জ জ্যোর্তিময় বাগচী অবশ্য সে কথা মানতে চাননি। তিনি বলেন, “এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে ট্রাক্টর এবং ইটভাটার মালিকদের বৈঠকে ডাকা হয়েছিল। সেখানে ইটভাটার মালিকদের পক্ষ থেকে কেউ আসেননি।” তবে তিনি আশ্বাস দিয়েছেন, এ ব্যাপারে সকলকে ডেকে বৈঠক করে সমস্যার সমাধান করা হবে। তবে পুলিশ ও প্রশাসনের ওই প্রতিশ্রুতি কবে ফলপ্রসূ হবে, তা জানে না মাঙ্গনপাড়া।

গয়না ভর্তি ব্যাগ ফেরালেন চালক
ব্যাগ ভর্তি গয়না পেয়েও ফিরিয়ে দিলেন একটি ভাড়া গাড়ির চালক। বাপ্পা দেবনাথ নামে ওই চালকের বাড়ি কৃষ্ণনগরের চৌধুরী পাড়ায়। মঙ্গলবার সকালে শক্তিনগর জেলা হাসপাতাল থেকে রোগী নিয়ে নাকাশিপাড়ার ধর্মদায় গিয়েছিলেন বাপ্পা। ফেরার পথে ধর্মদা থেকেই গাড়িতে উঠেছিলেন কালনা-চকবাজারের বাসিন্দা রুবি দত্ত। খানিক দূর গিয়ে পান্থতীর্থে তাঁরা নেমে যাওয়ার পরে বাপ্পা দেখেন গাড়িতে একটি ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগ খুলে দেখেন বেশ কিছু গয়না রয়েছে। খেয়াল করে শোনেন ব্যাগে একটি মোবাইল ফোন ক্রমাগত বেজে চলেছে। ফোন ধরেই চালক জানতে পারেন রুবি দত্তেরা ওই ব্যাগটি ফেলে গিয়েছেন। বুধবার কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতাল স্ট্যান্ড থেকে রুবিদেবী ওই ব্যাগটি নিয়ে যান। বাপ্পার সততায় মুগ্ধ ওই মহিলা বলেন, “এমন নির্লোভ মানুষের সঙ্গে আলাপ হয়ে আমরা অভিভূত।”

মুর্শিদাবাদ বইমেলা
৩১তম বছরের ‘মুর্শিদাবাদ জেলা বইমেলা’ শুরু হচ্ছে মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি। ওই দিন বিকেলে মেলার উদ্বোধন করবেন সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। পরের ৬ দিন বইমেলা চলবে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত। বইমেলা কমিটির সচিব তথা মুর্শিদাবাদ জেলা গ্রন্থগার আধিকারিক মৃত্যুঞ্জয় মিত্র বলেন, “এ বারের বইমেলার থিম স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষপূর্তি। বইয়ের স্টল ১০১টি। মেলার বাজেট প্রায় ৫ লক্ষ টাকা।” সাংস্কৃতিক মঞ্চ থেকে প্রতি দিন থাকছে সঙ্গীত, আবৃত্তি-সহ বিভিন্ন অনুষ্ঠান। প্রতি দিন দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত আলোচনা সভার আয়োজন রয়েছে। ছাত্রছাত্রীদের প্রবেশমূল্যে ছাড় দেওয়া হয়েছে।

ভস্মীভূত ১২টি বাড়ি
রান্নার আগুনে পুড়ে গিয়েছে ১২টা বাড়ি। নাকাশিপাড়ার উত্তর বহির্গাছিতে বুধবার এই ঘটনা ঘটেছে। দমকল এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কেউ জখম হয়নি। তবে ৩টি গবাদি পশু মারা গিয়েছে।

চোলাই আটক
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট: প্রায় ১৭০ লিটার চোলাই আটক করলেন আবগারি দফতরের কর্মীরা। কল্যাণীর বুদ্ধপার্ক এবং রেল স্টেশন সংলগ্ন একটি সিনেমা হল লাগোয়া মদের ঠেক থেকে আটক হয়েছে ওই মদ। ঠেকগুলিও ভেঙে দেওয়া হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.