রুশদির পরে তসলিমা।
সংখ্যালঘু সংগঠনের আপত্তিতে জয়পুর সাহিত্য উৎসবে সলমন রুশদি আসতে পারেননি। তার কয়েক দিনের মধ্যেই কার্যত একই কারণে তসলিমা নাসরিনের বই প্রকাশের অনুষ্ঠান বন্ধ করে দিল কলকাতা বইমেলা কর্তৃপক্ষ।
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বুধবার জানান, এ দিন বইমেলার এসি হলে তসলিমার আত্মজীবনীর সপ্তম খণ্ড ‘নির্বাসন’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ হওয়ার কথা ছিল। একটি সংখ্যালঘু সংগঠনের তরফে তাঁকে ফোন করে বই প্রকাশের অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়। ত্রিদিববাবু বলেন, “ওঁরা জানালেন, তসলিমার বই প্রকাশ করলে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হতে পারে। তার জন্য আমরা কোনও ভাবেই দায়ী থাকব না।” সেই কথা শোনার পরেই গিল্ড প্রকাশকদের জানিয়ে দেয় যে, অনুষ্ঠান করতে দেওয়া যাবে না। গিল্ড-কর্তা বলেন, “মেলায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। মেলা কোনও ভাবে ব্যাহত হোক আমরা চাই না। গণ্ডগোলের আশঙ্কাতেই আমরা অনুষ্ঠান বন্ধ করতে বলেছি।” |
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম বলেন, “একটি সংগঠনের কয়েক জন প্রতিনিধি লালবাজারে এসে জানান, তসলিমা নাসরিনের বই নিয়ে সংখ্যাঘু সমাজে প্রচুর অসন্তোষ। ওঁরা চান না বইটা প্রকাশ হোক। আমরা এটা গিল্ডকে জানাই। সিদ্ধান্ত যা নেওয়ার গিল্ডই নেবে।” এর পরেই গিল্ড তসলিমার বইয়ের প্রকাশ অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রকাশকদের জানিয়ে দেয়। গিল্ড কলকাতা পুলিশকেও চিঠি দিয়ে মেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। মেলার মাঠে আজ প্রচুর পুলিশ মোতায়েন ছিল।
এসি হলের অনুষ্ঠান বাতিল হলেও দিন দুপুরে প্রকাশকের স্টলের সামনেই তসলিমার বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুজাত ভদ্র, নবারুণ ভট্টাচার্য, দীপঙ্কর চক্রবর্তী প্রমুখ।
তসলিমার বই প্রকাশ নিয়ে বিতর্ক অবশ্য এ দিনের অন্যান্য নির্ধারিত সূচিতে ব্যাঘাত ঘটায়নি। বেরিয়েছে জগন্নাথ বসুর নতুন বই ‘পরচর্চা’। অনতি অতীতের ২৫ জন খ্যাতনামা বাঙালির জীবনের অজানা ঘটনা নিয়ে এই বইয়ের সঙ্গে রয়েছে দেবাশিস দেবের কার্টুন। বেরলো নির্বেদ রায়ের ‘ভাস্কো ডা গামার ইতিহাস’, হাওড়া জেলার প্রাচীন ইতিহাস নিয়ে সুকান্ত মুখোপাধ্যায়ের ‘পুরনো হাওড়ার কথা’। এ দিনই প্রকাশিত হল মার্কিন প্রবাসী অলকেশ দত্তরায়ের কবিতার বই ‘নোটস অ্যাট ফেসবুক’। ফেসবুকে লেখা ‘পোস্ট’গুলোই এখানে কবিতা হয়ে উঠেছে। নুরুল আমিন বিশ্বাসের প্রবন্ধ সংকলন ‘অন্ত্যজবর্গীয় উপাখ্যান’ বেরলো। প্রকাশিত হল অনুরাধা দেবের প্রবন্ধ সংকলন ‘উপলব্ধি’ এবং সৈফুদ্দিন চৌধুরীর প্রবন্ধের বই ‘বৃত্তের বাইরে’। লীনা চাকী সম্পাদিত ‘হৃদয়’ পত্রিকার নতুন সংখ্যাও বেরলো। এ বারের বিষয় নদী। সপ্তাহের মাঝে হওয়া সত্ত্বেও মাস পয়লায় বইমেলায় ভালই ভিড় হয়েছিল। বিকেলের মধ্যে ৬০ হাজারের বেশি মানুষ মেলায় ঢোকেন বলে গিল্ডের পক্ষ থেকে জানানো হয়। তবে মেলা থেকে ফেরা নিয়ে ঝঞ্ঝাটে পড়েন বইপ্রেমীরা। মন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও এ দিন সন্ধ্যার পরে বাস ছিল খুবই কম। |