টুকরো খবর
বাণিজ্য ঘাটতি বাড়ল ডিসেম্বরে
সদ্য সমাপ্ত ২০১১-র ডিসেম্বরে ভারতের রফতানি মাত্র ৬.৭% বেড়ে হয়েছে ২,৫০০ কোটি ডলার। বিশ্ব জুড়ে, বিশেষত ইউরোপ-আমেরিকার বাজারে চাহিদায় টান পড়াই এর মূল কারণ বলে জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। তবে আমদানি প্রায় তিন গুণ বেশি বাড়ায় বাণিজ্য ঘাটতি বেড়ে ছুঁয়েছে ১,২৭০ কোটি ডলার। আগের ডিসেম্বরে ছিল ৮০০ কোটি। এই ঘাটতি বেশ চিন্তার কারণ, মত বণিকসভাগুলি ও রফতানিকারীদের সংগঠন ফিও-র। এ দিকে রাজকোষ ঘাটতি কমাতে অত্যধিক ঋণে রাশ টানতে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক।

ফের উঠল সূচক
আগের দিন ৩৩০ পয়েন্ট বাড়ার পর বুধবারও ১০৭ উঠল সেনসেক্স। থামল ১৭,৩০০.৫৮ অঙ্ক। তবে এই দিন দ্রুত ওঠা-নামা করেছে বাজার। ইউরোপের বাজারের ঊর্ধ্বগতির প্রভাব পড়ে ভারতে। বাড়ছে বিদেশি লগ্নিকারী সংস্থার বিনিয়োগও।

রফতানি বাড়াতে ব্যবস্থা দাবি
রফতানি বাড়াতে আমেরিকা-সহ আরও কিছু রাষ্ট্রকে ‘বিশেষ নজরপ্রাপ্ত দেশ’ (ফোকাস্ড কান্ট্রি)-এর তালিকাভুক্ত করার আর্জি জানালেন রফতানিকারীরা। বুধবার কলকাতায় কেন্দ্রীয় বৈদেশিক বাণিজ্য দফতরের আঞ্চলিক যুগ্ম আধিকারিক এল বি সিংহলের সঙ্গে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্টস অর্গানাইজেশন (ফিও) সদস্যদের বৈঠকে ওই আর্জি জানানো হয়। এই তালিকায় থাকলে রফতানিতে বিশেষ সুবিধা দেয় কেন্দ্র। যদিও তালিকাটি তৈরি হয়েছে রফতানির নয়া বাজার খুঁজতে। সিআইআই রফতানি কমিটির চেয়ারম্যান সঞ্জয় বুধিয়া বলেন, “যে সব দেশে সাধারণত রফতানি করি, সেখানেও কঠিন প্রতিযোগিতা। তাই আমেরিকা-সহ আরও কিছু দেশ রফতানির নতুন বাজার না হলেও, বর্তমান পরিস্থিতিতে তাদের ফোকাস্ড কান্ট্রির তালিকায় আনা হলে রফতানি বাড়তে পারে।”

বিড়লা কর্পের মুনাফা
এই অর্থবর্ষের তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে সংস্থার মুনাফা ৩৭.১৭% কমে দাঁড়িয়েছে ৪৩.৭২ কোটি টাকা। তবে ব্যবসার অঙ্ক ১২.০৫% বেড়ে হয়েছে ৬১২.৬২ কোটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.