টুকরো খবর |
বাড়ি বাড়ি ঘুরে বিপিএলের সমীক্ষা |
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
৫২ বছর পরে নিজস্ব ভবন পেল একটি প্রাথমিক স্কুল। বুধবার রামপুরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে থাকা ওই স্কুলটির নতুন ভবনের উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর তথা স্কুলশিক্ষা কমিটির সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। রামপুরহাট জিএসএফপি প্রাথমিক বিদ্যালয় নামে ওই স্কুলটির প্রধান শিক্ষক মধুসূদন সরকার জানান, ১৯৫০ সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়। ১১ নম্বর ওয়ার্ডের মণ্ডলবাড়িতে ভাড়া নিয়ে এই ৫০ বছর স্কুল চলেছে। পরিকাঠামোগত সমস্যার কথা ভেবে বছর দুয়েক আগে স্কুলটিকে স্থানান্তরিত করা হয় ওই ওয়ার্ডেরই দেশবন্ধু কামারপট্টি প্রাথমিক বিদ্যালয় চত্বরে। সেখানে একটি স্কুল আর অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে বলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সমস্যা হচ্ছিল। প্রধান শিক্ষক বলেন, “এলাকার কাউন্সিলর, স্কুলের সহ-শিক্ষক গোলাম মোর্তাবা এবং স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে সরকারি খাসজমির খোঁজ শুরু হয়। এই ওয়ার্ডেই দেড় কাঠা জায়গার হদিস মেলে। সেই জমিতে সর্বশিক্ষা মিশন থেকে পাওয়া ৬ লক্ষ টাকায় প্রাথমিক স্কুলটির দোতলা ভবন তৈরি করা হয়েছে। পাশাপাশি রামপুরহাট ১ ব্লক থেকে পাওয়া ২ লক্ষ টাকায় স্কুলের মিড-ডে মিলের রান্নাঘর ও গুদামঘরও তৈরি হয়।” গোলাম মোর্তাবা জানান, স্কুলের ভবন নির্মাণ হলেও বর্তমানে পানীয় জলের জন্য একটি জলাধার ও পাম্প বসানোর টাকা দরকার। এ সব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে।
|
৫২ বছর পরে ঘর পেল স্কুল |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
|
স্কুলের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান রামপুরহাটে। ছবি: সবস্যচাসী ইসলাম |
দোতলা বাড়ি আছে। কিন্তু বিপিএল তালিকায় নাম থাকার সুবাদে তিনি ইন্দিরা আবাস যোজনায় বাড়ির নির্মাণের জন্য অনুদান পেয়েছেন। আবার অনেকে আছেন, যাঁরা প্রকৃত দুঃস্থ। কিন্তু বিপিএল তালিকায় নাম না থাকায় প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বরাদ্দ চাল পাওয়া থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। বিপিএল তালিকায় এই সব অসঙ্গতি দূর করতে বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার থেকে এই কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে বেছে নেওয়া হয়েছে তিন পুরসভা-সহ ৯টি ব্লক। তিনটি পুরসভা হলসাঁইথিয়া, দুবরাজরপুর ও রামপুরহাট। ন’টি ব্লকের মধ্যে সাঁইথিয়া, ইলামবাজার, রাজনগর, ময়ূরেশ্বর ১, ময়ূরেশ্বর ২, রামপুরহাট ১, রামপুরহাট ২, দুবরাজপুর, লাভপুর, মুরারই ২। জেলা প্রশাসনের এক কর্তা জানান, এর আগে এই সমীক্ষার কাজ মূলত স্কুলের শিক্ষকেরা করতেন। তাঁর দাবি, শিক্ষকেরা ‘রাজনৈতিক প্রভাবে’র জেরে বাড়ি কিংবা স্কুলে বসেই এই সব সমীক্ষার রিপোর্ট দিয়েছিলেন। যার ফলে বহু অবস্থাপন্ন পরিবার বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। কিন্তু প্রকৃত দুঃস্থরা বিপিএল তালিকায় ঠাঁই পাননি। এ বার সেই সুযোগ ঘটবে না বলে মনে করছে প্রশাসন। গৃহকর্তাদের দেওয়া বিবরণের সঙ্গে মিলিয়ে দেখেছেন সব কিছু। অসঙ্গতি দেখলে প্রয়োজনে ছবি তোলা হচ্ছে। অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সৌম্যজিৎ দাস বলেন, “আমরা ৩২টি পয়েন্টের উপরে সমীক্ষা করছি। রিপোর্ট কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে ঠিক হবে কারা এই তালিকাভুক্ত হওয়ার যোগ্য। তবে আশা করা যায়, প্রকৃত দুঃস্থরা বিপিএল তালিকায় ঠাঁই পাবেন।”
|
রেলকর্মী সাসপেন্ড |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
বহিরাগতকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায়ের অভিযোগে রামপুরহাট স্টেশনের এক টিকিট পরীক্ষককে সাসপেন্ড করলেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) এন এম সিংহ। মঙ্গলবার সকালে তাঁর নেতৃত্বে হাওড়া ডিভিশনের ‘সার্ভিস ইমপ্রুভমেন্ট গ্রুপ’ বা পরিষেবা উন্নতি দল রামপুরহাট স্টেশন পরিদর্শন করছিল। রেল সূত্রের খবর, পরিদর্শন চলাকালীনই হঠাৎ সিনিয়র ডিসিএম টিকিট সংগ্রাহক অফিসে হানা দেন। সেখানে তাঁর চোখে পড়ে, শহরের লোকোপাড়ার বাসিন্দা রামশরণ সাউ নামে এক যুবক সিনিয়র টিকিট পরীক্ষক সুদীনবরণ মুখোপাধ্যায়ের নির্দেশে যাত্রীদের কাছ থেকে ২০০ টাকা জরিমানা আদায় করছেন। সিনিয়র ডিসিএমের নির্দেশে আরপিএফ ওই যুবককে গ্রেফতার করে। সুদীনবাবুকে সাসপেন্ড করা হয়। ধৃত যুবকের জামিন মঞ্জুর করেছে রামপুরহাট আদালত। সুদীনবাবুর বক্তব্য, “একাই গেটে ডিউটি করছিলাম। সে জন্য এক জনকে সাহায্য করতে বলি। ভুল হয়ে গিয়েছে।”
|
চোর সন্দেহে গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
চোর সন্দেহে এক অ্যাম্বুলেন্স চালককে ধরল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে মহম্মদবাজার থানার শেওড়াকুড়ি মোড়ে। পুলিশ সূত্রে খবর, বীরু শেখ মহম্মদবাজারের দেউচা পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স চালান। পুলিশের দাবি, বীরু জানিয়েছেন, মঙ্গলবার রাতে সিউড়ি হাসপাতালে এক রোগীকে ভর্তি করিয়ে ফেরার পথে এক পরিচিত ব্যক্তি তাঁর গাড়িতে চাপেন। শেওড়াকুড়ি মোড়ের কাছে এসে সেই ব্যক্তি একটি মোবাইলের দোকানে চুরি করার চেষ্টা করে। সেই সময় স্থানীয় বাসিন্দারা যুবকটিকে তাড়া করলে সে পালিয়ে যায়। উত্তেজিত জনতা বীরুকে ধরে ফেলে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, বীরু চুরির ঘটনার সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
|
স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
জেলা জনগণনা কমিটির পক্ষ থেকে বুধবার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন)কে স্মারকলিপি দেওয়া হয়। কমিটির পক্ষ থেকে দাবি করা হয় ২০০০-২০০১ সালের জনগণনায় যুক্ত এই জেলার ১৫০ জনের মধ্যে ৪০ জনকে প্রাইমারি স্কুলের শিক্ষক পদে প্যানেলভুক্ত করা হয় অনেক দিন আগে। অবিলম্বে ওই ৪০ জনকে প্রাইমারি স্কুলে নিয়োগ ও বাকিদেরও পর্যায়ক্রমে প্রাইমারি শিক্ষক পদে নিয়োগের দাবি জানানো হয়েছে। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কৃষ্ণা মাণ্ডি বলেন, “স্মারকলিপি পেয়েছি। বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেওয়া হবে।”
|
ট্রাক থেকে চাল চুরি |
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
বেহাল জাতীয় সড়কের গর্তে পড়ে উল্টে গিয়েছিল এক চাল বোঝাই ট্রাক। এর পরেই সেই ট্রাক থেকে চাল চুরি করে পালায় একদল লোক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে ময়ূরেশ্বর থানার মেহেদিনগর মোড়ে। চাল চুরির খবর পেয়ে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে গেলে ওই লোকজন পালায়। পুলিশ সূত্রের খবর, চালবোঝাই ট্রাকটি বর্ধমান থেকে মালদহের দিকে যাচ্ছিল। ট্রাকে কত পরিমাণ চাল ছিল, কতটা চুরি হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে উদ্ধার করে সেটিকে মল্লারপুর ফাঁড়িতে রাখা হয়েছে। পুলিশের দাবি, স্থানীয় কিছু লোক এবং ওই রাস্তা দিয়ে যাওয়া একাধিক মোটরবাইক আরোহীও চাল চুরি করে পালিয়েছে। চুরি যাওয়া চাল উদ্ধারে পুলিশ সংলগ্ন দু’টি গ্রামে তল্লাশি চালাচ্ছে।
|
স্কুলে তালা |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
সরস্বতী পুজোর দিন স্কুলে কেন খিচুড়ি রান্না করা হয়নি, এই প্রশ্ন তুলে বুধবার সকালে স্কুলের গেটে তালা দিলেন পড়ুয়া ও অভিভাবকেরা। নলহাটি থানার উদয়নগর হাইস্কুলের ঘটনা। শিক্ষকেরা সময়ে স্কুলে আসা-যাওয়া করেন না বলেও অভিযোগ তোলেন অভিভাবকেরা। পরে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সম্পাদক বিক্ষোভকারীদের নিয়ে বৈঠক করলে তালা খুলে দেওয়া হয়। প্রধান শিক্ষক রহিম বক্স বলেন, “সুষ্ঠুভাবে যাতে স্কুল চলে, তার চেষ্টা চলছে। এর বেশি কিছু এখনই বলা সম্ভব নয়।” স্কুল সম্পাদক আব্দুল হাই বলেন, “আলোচনার মাধ্যমে সমাধানসূত্র খোঁজার চেষ্টা চলছে।”
|
ব্লক বইমেলা |
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
১৬ ফেব্রুয়ারি থেকে ময়ূরেশ্বর ২ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্থানীয় কোটাসুর নিম্নবুনিয়াদি স্কুল প্রাঙ্গণে শুরু হচ্ছে চার দিন ব্যাপী ব্লক বইমেলা। প্রতিদিন রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা চক্র, সরকারি বিভিন্ন প্রকল্পের বিবরণ প্রকাশ অনুষ্ঠান। বিডিও বাবুলাল মাহাতো জানান, গ্রামের মানুষদের বই সম্পর্কে আগ্রহী করে তোলার জন্যই এই উদ্যোগ।
|
ভবনের দ্বারোদ্ঘাটন |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
মঙ্গলবার আগয়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি রাজা ঘোষ। গত বছর মাত্র তিন জন প্রথম শ্রেণির পড়ুয়া নিয়ে গ্রামের একটি স্থানীয় ক্লাবে স্কুলটি শুরু হয়েছিল। বর্তমানে স্কুলটিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণি মিলিয়ে পড়ুয়া সংখ্যা ৫৭। নতুন স্কুল ঘর পেয়ে স্বভাবতই খুশি অভিভাবক এবং শিক্ষকেরা।
|
গোষ্ঠী সংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
অবৈধ বালি ঘাটের দখলদারি নিয়ে বুধবার সকালে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটল রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনায় তিন জন জখম হয়েছেন। তাঁদের স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুর এলাকায় ব্রাহ্মণী নদীর কলকলি ঘাট নামে একটি অবৈধ বালিঘাট আছে। বাসিন্দাদের দাবি, সেখান থেকে এলাকার দু’টি গোষ্ঠী বালি কারবারের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে ঘাটের দখলদারি ও পুরনো বিবাদের জেরে এ দিন মারামারি ও বোমাবাজি হয়। যদিও পুলিশের দাবি, এ দিন কোনও বোমাবাজি হয়নি। উভয়পক্ষের ছোঁড়া ইটের ঘায়ে এক জনের সামান্য আঘাত লেগেছে। |
|