অগ্নিনির্বাপক ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হল জলপাইগুড়ি জেলা হাসপাতাল। ডাইরেক্টরেট অব ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে মাটির নিচে ১ লক্ষ লিটার জল ধারণ ক্ষমতার জলাধার, ছাদের ওপরে ২০ হাজার লিটারের জলাধার তৈরি করতে বলা হয়েছে। এ ছাড়া প্রতি তলায় এবং ব্লকে হোস পাইপ রাখতে হবে। হোস পাইপের মাধ্যমে জল দেওয়ার জন্যে যথেষ্ট সংখ্যক কল রাখতে হবে। এ ছাড়াও পাম্পসেট এবং ফায়ার অ্যালার্ম রাখতে হবে। সিঁড়ির আশপাশে কোনও বৈদ্যুতিক প্যানেল বোর্ড রাখা চলবে না। সর্বোপরি হাসপাতালে কোনও রকম সংস্কার করতে গেলে ডিরেক্টর অব ফায়ার সেফটির অনুমোদন নিতে হবে। সদর হাসপাতালের সুপার ব্রজেশ্বর মজুমদার বলেন, “ডাইরেক্টরেট অব ফায়ার সেফটির কাছে হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থার বিষয়ে কী কী করনীয় তা জানতে চাওয়া হয়েছিল। তাদের অনুমোদিত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে একটি এজেন্সিকে দিয়ে খরচের একটি খসড়া তৈরি করা হচ্ছে। এরপর কিছুদিনের মধ্যেই দরপত্র আহ্বান করে কাজ শুরু হবে।” কলকাতার ঢাকুরিয়া আমরি হাসপাতালে আগুন লাগার ঘটার পরে রাজ্যের হাসপাতালে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে নড়েচড়ে বসে রাজ্য সরকার। যদি জলপাইগুড়ি জেলা হাসপাতালে এখনও তেমন পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। সোমবার হাসপাতাল চত্বরের মধ্যে যাত্রীনিবাসের পাশে সুইচ রুমের মধ্যে আগুন লাগে। ছ’মাস আগেও একবার আগুন লাগার মত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
|
কল্যাণীর গাঁধী মেমোরিয়াল হাসপাতালকে ঢেলে সাজানোর পরামর্শ দিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। মঙ্গলবার তিনি বলেন, “আপনাদের অসুবিধার কথা মুখ্যমন্ত্রীকে জানান। সরকার নিশ্চয়ই সহযোগিতা করবে।” কলকাতার নামী হাসপাতালগুলো তুলনায় হৃদরোগের চিকিৎসায় এই হাসপাতাল বেশ কিছুটা এগিয়ে আছে বলে মন্ত্রীর দাবি। গাঁধী মেমোরিয়াল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কটি ২৪ ঘণ্টা খোলা রাখারও নির্দেশ দেন মন্ত্রী। মদনবাবু বলেন, ‘‘হাসপাতাল ও সেখানকার সমস্যা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। কাজের ধরণ বদলাতে হবে। |
এখানকার ব্লাড ব্যাঙ্ক শুধু এই হাসপাতালের কথা ভেবে কাজ করবে না। আশপাশের হাসপাতালগুলোতেও রক্তের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে এখানে রক্তের জোগান থাকতে হবে।’’ কিছু দিন আগেই হাসপাতালের ঠিকাকর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ বন্ধ করে দিয়েছিলেন। তাঁদের প্রতি মদনবাবুর আবেদন, হাসপাতালে অযথা কাজ বন্ধ না করার। এ দিন গাঁধী মেমোরিয়াল হাসপাতালে রোগীর আত্মীয়দের অপেক্ষা করার জন্য একটি বিশ্রামাগারের উদ্বোধনও করেন ক্রীড়া মন্ত্রী। নিজের দফতর থেকে এই হাসপাতালে গাঁধীজীর একটি আবক্ষ মূর্তি বসানোর কথাও এ দিন ঘোষণা করেন তিনি।
|
গাফিলতির জেরে রোগী-মৃত্যুর অভিযোগ উঠল রানিগঞ্জের নেতাজি সুভাষচন্দ্র বসু রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। রবিবার মৃতের পরিবারের লোকজন বিক্ষোভ দেখায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। পুলিশ জানিয়েছে মৃতের নাম উত্তম নন্দী (৫৮)। বাড়ি স্থানীয় স্কুলপাড়ায়। উত্তমবাবুর আত্মীয়দের অভিযোগ, হৃদরোগে আক্রান্ত হওয়ায় কয়েক দিন আগে উত্তমবাবুকে হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার সকালে তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। সেখানে গিয়ে তারা জানতে পারেন, মারা গিয়েছেন উত্তমবাবু। তাঁকে দেওয়া অক্সিজেন সিলিন্ডারটি ফাঁকা। পুলিশ গিয়ে সিলিন্ডাটি বাজেয়াপ্ত করে। পুলিশ জানিয়েছে, কেউ কোনও লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। তবে যাদের বিরুদ্ধে অভিযোযোগ, সেই হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চননি।
|
রাধেশ্যামদের জামিনের শুনানি আজ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঢাকুরিয়ায় আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে ধৃত ওই প্রতিষ্ঠানের দুই ডিরেক্টর রাধেশ্যাম অগ্রবাল ও রাধেশ্যাম গোয়েনকার জামিন হবে কি না, সেই বিষয়ে আজ, বুধবার কলকাতা হাইকোর্টে শুনানি হবে। হাইকোর্টের বিচারপতি অসীম রায় ও বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দেয়, ওই ২ আমরি-কর্তার জামিনের আবেদনের শুনানি হবে বুধবার বেলা ২টোয়। আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে ৯৪ জনের মৃত্যু হয়। আমরির অন্যান্য কর্তার সঙ্গে গ্রেফতার করা হয় দুই রাধেশ্যামকেও। নিম্ন আদালত ওই দুই কর্তারই জামিনের আবেদন খারিজ করায় দু’জনেই জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন। দুই রাধেশ্যামই জেল হেফাজতে আছেন। অসুস্থতার জন্য রাধেশ্যাম অগ্রবাল এখন এসএসকেএমে চিকিৎসাধীন।
|
বন্ধ স্বাস্থ্যকেন্দ্র পুনরায় চালুর দাবিতে মঙ্গলবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দিলেন বাসিন্দারা। সিধি জাওরা হাই স্কুলের প্রধান শিক্ষক অজিত মণ্ডল বলেন, “প্রায় ১২ বছর ধরে সিধি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি অচল রয়েছে।” জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিশিকান্ত হালদার বলেন, “ পরিকাঠামোর জন্য বিধায়ক তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা মিলেছে। খোলা হবে।” |