সংস্কৃতি যেখানে যেমন

বাদশাহী কুইজ
গত বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসে বহরমপুর রবীন্দ্রসদনে নবগ্রাম ব্লকের ‘পাঁচগ্রাম বাদশাহি কুইজিং ক্লাব’ আয়োজিত পঞ্চমবর্ষের আন্তঃজেলা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৮টি জেলার ১১৪টি দলের মোট ৩৪২ জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করে। ওই প্রতিযেগিতায় প্রথম হন বাকুড়া জেলার ‘উইকেস্ট লিংক’ দলের ৩ জন সদস্য, দ্বিতীয় হয়েছেন বহরমপুরের ‘সৃজন’। তৃতীয় কোচবিহারের ‘কব ওয়েভ’।

বিবেকানন্দ স্মরণ
২১ জানুয়রি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ৫ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ স্মরণ করল লালগোলার বাহাদুরপুর বয়েজ ক্লাব। ওই অনুষ্ঠানে কৃষি প্রদর্শনী ছাড়াও ছিল নাচ, গান, বসে আঁকা এবং আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের উপর প্রতিযোগিতা। ওই অনুষ্ঠান হয় লালগোলার বাহাদুরপুরে আয়োজক সংস্থার কার্যালয় লাগোয়া মাঠে। যুব সম্মেলনে ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তা। পাঁচ দিনের ওই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে স্থানীয় বিধায়ক, তথা মন্ত্রী আবু হেনা।

রবিশংকর বল
লালগোলা থেকে প্রকাশিত ‘খোঁজ’ পত্রিকার পক্ষ থেকে এ বার চালু করল ‘রফিকুল ইসলাম স্মৃতি পুরস্কার’। গত ২৩ জানুয়ারি লালগোলা এম এন অ্যাকাডেমির বিজ্ঞান ভবনের অনুষ্ঠানে ওই পুরস্কারে সম্মানিত করা হয় সাহিত্যিক রবিশংকর বলকে। ওই অনুষ্ঠানে বহরমপুরের উচ্চাঙ্গ সংগীত শিল্পী গৌতম ভট্টাচার্য ও তাঁর ছাত্ররা সম্মিলিত ভাবে পরিবেশন করেন সুফি সংগীত। বেহালায় উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করেন শিল্পী সোমনাথ চক্রবর্তী।

কাকলি ফুটল
আজিমগঞ্জ থেকে প্রকাশিত ছোটদের পত্রিকা ‘কাকলি’র দশম বছরের বার্ষিক সংকলন সম্প্রতি আত্মপ্রকাশ করল। সুজিতকুমার পাত্র সম্পাদিত ১৪৪ পাতার ওই সংকলন গ্রন্থে রয়েছে ২১টি ছোটগল্প ছাড়াও খেলাধুলা, পরিবেশ ওই বইপত্র নিয়ে মোট চারটি নিবন্ধ। আর রয়েছে অন্তত ডজন তিনেক ছড়া ও কবিতা। কচি কাঁচাদের আঁকা ছবি ও ছড়াও সংকলিত হয়েছে সদ্য প্রকাশিত ওই গ্রন্থে।

ইচ্ছেফড়িং
বহরমপুর থেকে প্রকাশিত অনুপমা বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ইচ্ছেফড়িং পত্রিকা গোষ্ঠী রবিবার পঞ্চম বর্ষ পূর্তি উৎসব উযদাপন করে। বহরমপুর গ্রান্টহলে অনুষ্ঠিত ওই উৎসবে শিশু ও কিশোরদের নিয়ে তাৎক্ষণিক গল্প লেখা ও ছবি আঁকার কর্মশালার আয়োজন করা হয়। এ ছাড়াও ওই অনুষ্ঠানে বহরমপুর-সহ জেলার বিভিন্ন প্রান্তের কবি ও ছড়াকার স্বরচিত ছড়া পাঠ করেন।

বহরমপুর ব্যারাক স্কোয়ারে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। —নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.