টুকরো খবর |
বৈঠকে মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুরে এসে দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী নূরে আলম চৌধুরি। বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার তিনি আসেন। মেদিনীপুর সার্কিট হাউসে এই বৈঠকে বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিকেরাও ছিলেন। দফতর সূত্রে খবর, গোসম্পদ অভিযান ও কৃষি বিকাশ যোজনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট প্রকল্পের কাজে সমস্যা হচ্ছে কি না, কী ভাবে সে সব কাটিয়ে ওঠা যাবে তা নিয়ে আলোচনা হয়।
|
আইআইটিতে নাসির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
নিজস্ব চিত্র। |
ছাত্রছাত্রীদের উদ্যোগে খড়্গপুর আইআইটিতে অনুষ্ঠিত হল ‘ক্ষিতিজ’ উৎসব। উৎসবে যোগ দিতে রবিবার রাতে আইআইটিতে এসেছিলেন চিত্রাভিনেতা নাসিরুদ্দিন শাহ। শুক্রবার থেকে শুরু হয়ে সোমবার রাতেই উৎসব শেষ হয়েছে।
|
মন্ত্রীকে দাবিপত্র |
‘পিছিয়ে পড়া’ মোহনপুরকে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আওতায় আনার দাবি জানিয়ে মঙ্গলবার মন্ত্রী সুকুমার হাঁসদার কাছে স্মারকলিপি দিলেন স্থানীয় বাসিন্দারা। এ দিন মোহনপুর হাইস্কুল ও সামসারা পাটপান হাইস্কুলের বার্ষিক অনুষ্ঠানে এসেছিলেন সুকুমারবাবু। সেখানেই তাঁকে ওই দাবিপত্র দেওয়া হয়। |
|