|
|
|
|
কয়লার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত রদ করার ইঙ্গিত |
নিজস্ব প্রতিবেদন |
চাপের মুখে পড়ে কয়লার বর্ধিত দাম প্রত্যাহারের পথে হাঁটতে চলেছে কোল ইন্ডিয়া। এ ব্যাপারে সরাসরি কোনও ঘোষণা না-হলেও মঙ্গলবার সংস্থার চেয়ারম্যানের বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে।
কোল ইন্ডিয়ার চেয়ারম্যান নির্মলচন্দ্র ঝা এ দিন নয়াদিল্লিতে জানিয়েছেন, কয়লার মূল্যবৃদ্ধি সংক্রান্ত গত ১ জানুয়ারির সিদ্ধান্ত বদলানো হয়েছে। তাঁর কথায়, “আমদানিকৃত কয়লার দরের ভিত্তিতে মূল্য নির্ধারণের সিদ্ধান্তটি বাতিল হয়েছে। যার ফলে দেশে কয়লার দাম কমবে।” দাম বাড়বে না, সরাসরি এমন কথা না-বললেও তাঁর দাবি, “মূল্য নির্ধারণের এই নতুন ফর্মুলায় কোল ইন্ডিয়ার আয় এক পয়সাও বাড়বে না।”
পাশাপাশি কোল ইন্ডিয়া-র তরফে এ-ও জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের পরামর্শেই তাদের এই সিদ্ধান্ত। বস্তুত গত ১ জানুয়ারি কয়লার মূল্যবৃদ্ধির পর থেকে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। এমনকী, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ-মামলাও দায়ের হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি যার শুনানি শুরুর কথা। এই পরিস্থিতিতে গত ২০ জানুয়ারি কয়লামন্ত্রী ও কয়লা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে কোল ইন্ডিয়া-কর্তৃপক্ষের বৈঠক হয়। তার পরে, ৩০ জানুয়ারি সংস্থার পরিচালন পর্ষদের বৈঠকে মূল্য নির্ধারণের নতুন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত হয় বলে কোল ইন্ডিয়া সূত্রের খবর।
কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সোয়ালও এ দিন নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে ‘পরিবর্তনের’ কথা ঘোষণা করেন। তবে মন্ত্রী এ-ও জানিয়ে রেখেছেন যে, মার্চে ফের পরিস্থিতির মূল্যায়ন করা হবে। ফলে অদূর ভবিষ্যতে কয়লার দাম বাড়ার আশঙ্কা থাকছেই বলে মনে করছে বিদ্যুৎ-ইস্পাত শিল্পমহলের একাংশ। উপরন্তু নতুন ব্যবস্থাতেও কয়লার দর কার্যত কতটা কমবে, তা নিয়ে ধন্ধ রয়েছে বিভিন্ন মহলে। কেন?
এর অন্যতম কারণ: তাপসৃষ্টির ক্ষমতা (গ্রস ক্যালরিক ভ্যালু, সংক্ষেপে জিসিভি) অনুযায়ী বিভিন্ন শ্রেণির কয়লার মূল্য নির্ধারণের নীতিটি কোল ইন্ডিয়া বজায় রাখছে। যে নীতির স্বার্থে মান অনুযায়ী কয়লার ‘ক্যাটেগরি’র সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১৭ করা হয়েছে। কোল ইন্ডিয়া-কর্তৃপক্ষ দাবি করলেও এ হেন জটিল পদ্ধতি চালু থাকলে কার্যক্ষেত্রে দাম কমা সম্পর্কে বিদ্যুৎ, ইস্পাত-সহ শিল্পের নানা মহল সন্দিহান।
আর তাই নতুন সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ-শিল্পের কতটা সুবিধা হবে, সে প্রসঙ্গে এখনই কোনও মন্তব্য করতে চাননি রাজ্যের বিদ্যুৎ-কর্তারাও। এক কর্তার কথায়, “পয়লা জানুয়ারি কয়লার নতুন দাম ঘোষণার সময়ে কোল ইন্ডিয়া আশ্বাস দিয়েছিল, দাম তেমন বাড়বে না। অথচ বাস্তবে দেখা গেল, প্রতিটা মানের কয়লার দাম অনেকটা বেড়ে গিয়েছে!” |
|
|
|
|
|