হুগলির শিয়াখালার জয়হিন্দ স্পোর্টিং ক্লাবের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২৬ জানুয়ারি পাতুল চণ্ডীমাতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল।
ফুটবলে চ্যাম্পিয়ন ওরিয়েন্টাল। শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত জিতেন্দ্রনাথ লাহিড়ি ও ললিত মোহন ভট্টাচার্যের নামাঙ্কিত নক-আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চন্দননগরের ওরিয়েন্টাল স্পোর্টিং ক্লাব। রানার্স দক্ষিনেশ্বরের যুব জাগরণী। আয়োজক ক্লাবের মাঠে ৮টি দলকে নিয়ে ওই প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল গত ২১ জানুয়ারি। সেমিফাইনালে চন্দননগরের দলটি বৈদ্যবাটির বিএস পার্ককে হারায়। জাগরণী হারায় কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়নকে। গত রবিবার ফাইনালে ওরিয়েন্টাল ১-০ গোলে হারায় জাগরণীকে। বিপুল হাঁসদা ম্যাচের সেরা হন। প্রতিযোগিতার সেরা দক্ষিণেশ্বরের দলটির রাইট আউট পার্থপ্রতিম সরকার। ১৯৫৮ সালে কলকাতা লিগের চ্যাম্পিয়ন ইস্টার্ন রেল দলের সদস্য প্রয়াত অঞ্জন (পল্টু) চৌধুরীর নামাঙ্কিত সেরা মিডফিল্ডারের পুরস্কার পান ওরিয়েন্টালের গগন মণ্ডল। শ্রীরামপুর স্পোর্টিংয়ের সম্পাদক অজয় সান্যাল জানান, ২৫ জানুয়ারি ফিফা রেফারি বিপ্লব পোদ্দারকে সম্বর্ধনা জানানো হয়। বিভিন্ন দিনে অতিথি হিসেবে এসেছিলেন প্রাক্তন ফুটবলার সুধীর কর্মকার, গৌতম সরকার, নিহাররঞ্জন চট্টোপাধ্যায়, কানু বসুমল্লিক, শ্রীরামপুরের পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায় মোহনবাগানের স্টপার কিংশুক দেবনাথ, প্রাক্তন ফুটবলার সমীর চৌধুরী, চঞ্চল ভট্টাচার্য, স্বরূপ দাস, সাংসদ সোমেন মিত্র, বিধায়ক তপন মজুমদার।
|
উদয়নারায়ণপুরে নানা অনুষ্ঠান |
দু’টি পর্যায়ে তিন দিন ধরে অনুষ্ঠিত হল উদয়নারায়ণপুরের ‘নিতাই মণ্ডল স্মৃতিরক্ষা কমিটি’-র তিরিশতম অনুষ্ঠান। ২১ জানুয়ারি প্রথম পর্যায়ের অনুষ্ঠানে কলকাতার চারুকলা ভবনের অবনীন্দ্র ভবনে বিপ্লবী নিতাই মণ্ডলের জীবনী প্রকাশ করা হয়। ওই দিন বিশিষ্ট ব্যক্তিরা নিতাইবাবুর জীবনাদশের্র উপরে আলোচনাচক্রে যোগ দেন। দ্বিতীয় পর্যায়ে ২৬-২৭ জানুয়ারি উদয়নারায়ণপুরে স্মৃতিরক্ষা কমিটির ভবনে আয়োজিত হয় ক্যুইজ প্রতিযোগিতা, স্বামীজি স্মরণ, আলোচনাচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বলে জানান উদ্যোক্তারা।
|
পাঁচ কিমি দৌড় উত্তরপাড়ায় |
উত্তরপাড়ার ইয়ংমেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুরুষদের বাষট্টিতম ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হল।
কোন্নগর বাটা থেকে দৌড় আরম্ভ হয়। জিটি রোড ধরেই উত্তরপাড়া নেতাজি সুভাষ রোডের কাছে দৌড় শেষ হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৮৪ জন প্রতিযোগী যোগ নেন। প্রথম স্থান অধিকার করেন কাঁচড়াপাড়ার হাজিবুল মণ্ডল। দ্বিতীয় মধ্যমগ্রামের ইলিয়াস আলি। তৃতীয় হন ভদ্রেশ্বরের রঞ্জিত দাস। প্রাক্তন ফুটবলার তুলসীদাস বলরাম সফল প্রতিযোগীদের পুরস্কার তুলে দেন।
|
নেতাজি প্রতিরোধ বাহিনীর উদ্যোগে ২২-২৮ জানুয়ারি জয়পুরের নিগনান হাইস্কুল মাঠে আয়োজিত হল নেতাজি মেলা। সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, প্রদর্শনীর আয়োজন হয়। |