সাধারণ মানুষের মধ্যে এড্সের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে সম্প্রতি রেড রিবন এক্সপ্রেসের সূচনা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ২০০৭ থেকে এই নিয়ে তৃতীয়বার। ন্যাশনাল এড্স কন্ট্রোল অর্গানাইজেশন (ন্যাকো)-এর তত্ত্বাবধানে ওই ট্রেনটি আগামী এক বছর ধরে ২৩টি রাজ্যের প্রায় ১৬২টি স্টেশনে ঘুরে দিল্লি ফিরে আসবে। গোটা ট্রেনটিতে রয়েছে মোট পাঁচটি কামরা। ট্রেনটির প্রথম তিনটি কামরায় এইচআইভি ভাইরাসের সংক্রমণ ও তা কী ভাবে রোখা যায় সে বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া থাকছে। যাত্রা পথে যারা রক্ত পরীক্ষা করাতে আসবেন তাদের ‘কাউন্সেলিং’ ও গোপনীয়তা রক্ষার জন্য একটি কামরার ব্যবস্থা রয়েছে। এছাড়া কেন্দ্রের গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় আম-আদমি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে নিখরচায় কী পরিষেবা পেতে পারেন সে বিষয়েও বিস্তারিত ভাবে তুলে ধরতে একটি কামরা থাকছে।
|
ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে রবিবার এক চক্ষু পরীক্ষা শিবির হল বেলপাহাড়িতে। সব মিলিয়ে ৮০৮ জন গ্রামবাসী এই শিবিরে যোগ দেন। এর মধ্যে ৪৮২ জন পুরুষ ও ৩২৬ জন মহিলা। সামাজিক দায়বদ্ধতা ও জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যেই পুলিশের এই উদ্যোগ। এ দিন যাঁরা চক্ষু পরীক্ষা করান, তাঁদের মধ্যে প্রায় ৭৫ জনের ছানি অপারেশন করতে হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। পুলিশের উদ্যোগেই বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। |