টুকরো খবর
এড্স বিরোধী প্রচারে বিশেষ ট্রেন কেন্দ্রের
সাধারণ মানুষের মধ্যে এড্সের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে সম্প্রতি রেড রিবন এক্সপ্রেসের সূচনা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ২০০৭ থেকে এই নিয়ে তৃতীয়বার। ন্যাশনাল এড্স কন্ট্রোল অর্গানাইজেশন (ন্যাকো)-এর তত্ত্বাবধানে ওই ট্রেনটি আগামী এক বছর ধরে ২৩টি রাজ্যের প্রায় ১৬২টি স্টেশনে ঘুরে দিল্লি ফিরে আসবে। গোটা ট্রেনটিতে রয়েছে মোট পাঁচটি কামরা। ট্রেনটির প্রথম তিনটি কামরায় এইচআইভি ভাইরাসের সংক্রমণ ও তা কী ভাবে রোখা যায় সে বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া থাকছে। যাত্রা পথে যারা রক্ত পরীক্ষা করাতে আসবেন তাদের ‘কাউন্সেলিং’ ও গোপনীয়তা রক্ষার জন্য একটি কামরার ব্যবস্থা রয়েছে। এছাড়া কেন্দ্রের গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় আম-আদমি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে নিখরচায় কী পরিষেবা পেতে পারেন সে বিষয়েও বিস্তারিত ভাবে তুলে ধরতে একটি কামরা থাকছে।

চক্ষু পরীক্ষা শিবির
ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে রবিবার এক চক্ষু পরীক্ষা শিবির হল বেলপাহাড়িতে। সব মিলিয়ে ৮০৮ জন গ্রামবাসী এই শিবিরে যোগ দেন। এর মধ্যে ৪৮২ জন পুরুষ ও ৩২৬ জন মহিলা। সামাজিক দায়বদ্ধতা ও জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যেই পুলিশের এই উদ্যোগ। এ দিন যাঁরা চক্ষু পরীক্ষা করান, তাঁদের মধ্যে প্রায় ৭৫ জনের ছানি অপারেশন করতে হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। পুলিশের উদ্যোগেই বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.