টুকরো খবর |
চালককে মারধর, বাস বন্ধ কৃষ্ণনগর-মাজদিয়ায় |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
যন্ত্রচালিত ভ্যানের চালকেরা এক বাসচালককে মারধর করেছে অভিযোগ উঠেছে। ওই ভ্যানচালকদের গ্রেফতারের দাবিতে রবিবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখলেন কৃষ্ণনগর মাজদিয়া রুটের বাস শ্রমিকেরা। পরে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে বাস চলাচল স্বাভাবিক হয়। নদিয়া জেলা বাস মালিক সমিতির সহ সম্পাদক অসীম দত্ত বলেন, “ওই রুটে যন্ত্রচালিত ভ্যানের দাপটে আমরা অতিষ্ঠ। প্রশাসনকে বারবার জানিয়েও কোন লাভ হচ্ছে না। শনিবার সকালে কোনও কারণ ছাড়াই এক বাসের চালককে মারধর করে যন্ত্রচালিত ভ্যানের চালকরা।” এর প্রতিবাদে শ্রমিকরা খালবোয়ালিয়া মোড়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছিল। দিন কয়েক আগেও যন্ত্রচালিত ভ্যান বন্ধের দাবিতে এই রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছিল বাস শ্রমিকেরা। এ ভাবে নোটিস ছাড়াই বাস বন্ধ করে দেওয়ায় স্বভাবতই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। জেলার আঞ্চলিক পরিবহণ আধিকারিক মলয় রায় বলেন, “এভাবে কোন নোটিস ছাড়াই বাস বন্ধ করা যায় না। কেউ যদি শারীরিক ভাবে আক্রান্ত হন তার জন্য তিনি আইনের দারস্থ হতে পারতেন।” বিষয়টি নিয়ে বাস মালিকদের সঙ্গে আলোচনার কথাও তিনি জানান।
|
নাবালিকা অপহৃত |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
নাবালিকা কন্যাকে অপহরণ করে মুক্তিপণ বাবদ আশি হাজার টাকা দাবি করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করলেন ওই কিশোরীর মা নবদ্বীপের ঢাকানগর কলোনির বাসিন্দা অঞ্জু দাস। পরিচিত তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় তাঁর মেয়েকে নাচের অনুষ্ঠান থেকে টাকা রোজগারের টোপ দিয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন তিনি। অঞ্জুদেবীর কথায়, “গত নভেম্বরে পাশের ভড়পাড়ার এক ব্যক্তি বর্ধমানে একটি নাচের অনুষ্ঠানে আমার মেয়েকে নিয়ে যেতে চায়। বিনিময়ে তারা কিছু টাকাও দেবে বলেছিল।’’ সে বার ন’দিনের মাথায় তিনি মেয়েকে ফিরিয়ে আনতে পেরেছিলেন। এর কিছু দিন পরে ফের নাচের অনুষ্ঠানে তাঁর মেয়েকে নিয়ে যাওয়ার অনুরোধ আসে অঞ্জুদেবীর কাছে। কিন্তু অঞ্জুদেবী এ বার আর রাজি হননি। গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় মামারবাড়ি থেকে ঢাকানগরে নিজের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে তাঁর মেয়ে আর ফেরেনি বলে অঞ্জুদেবীর অভিযোগ। ১৯ জানুয়ারি নবদ্বীপ থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি। তিনি বলেন, “তার পরদিনই একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে, মেয়েকে ফেরত পেতে হলে আশি হাজার টাকা দিতে হবে।” আর কোনও ফোন অবশ্য তিনি পাননি। গরিব তাঁত শ্রমিক অঞ্জুদেবী কার্যত ভেঙে পড়েছেন। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, “পুলিশ খুব গুরুত্ব দিয়ে অভিযোগটি খতিয়ে দেখছে ইতিমধ্যে একটা মামলা শুরু করা হয়েছে গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে।’’
|
শ্বশুরবাড়ির গঞ্জনা, যুবকের আত্মহত্যা |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
শ্বশুরবাড়ির গঞ্জনার ফলে এক যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠল নবদ্বীপে। নবদ্বীপ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কলাবাগানের বাসিন্দা ওই যুবক কৃষ্ণ প্রামাণিক (২১) পেশায় মণ্ডপশিল্পী। বছর দেড়েক আগে প্রতাপনগর রুদ্রপাড়ার বাসিন্দা এক তরুণীকে বিয়ে করেছিলেন তিনি। তবে কয়েক দিন আগে নিজের স্ত্রীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনই স্ত্রীকে লুকিয়ে রেখে হারিয়ে যাওয়ার গল্প ফেঁদেছেন। সেই অভিযোগের তদন্তও পুলিশ শুরু করেছিল। রবিবার দুপুরে কৃষ্ণবাবুর কাকা তারক প্রামাণিক বলেন, “শনিবার সন্ধ্যায় প্রতাপনগরে কৃষ্ণ অন্য এক যুবকের সঙ্গে তার স্ত্রী’কে দেখতে পায়। এরপর কৃষ্ণ তার শ্বশুরবাড়ি গেলে ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় ওর শ্বশুর, শাশুড়ি ও কাকাশ্বশুর।” তারকবাবু বলেন, “রাতে ফিরে ও তখন আমাদের বলে, ‘স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। ওদের বাড়ি গিয়েছিলাম, আমাকে খুব অপমান করেছে।’ তারপরে নিজের ঘরে ঢুকে যায়। প্রায় আধঘন্টা ওর কোনও সাড়াশব্দ না পেয়ে আমরা ঘরের দরজা খুলে দেখি বউয়ের শাড়ি গলায় জড়িয়ে ও আত্মহত্যা করেছে।” তারকবাবুদের অভিযোগ, ওই যুবকের শ্বশুর, শাশুড়ি এবং এক কাকাশ্বশুর তাঁর উপরে মানসিক ও শারীরিক অত্যাচার করেছে। অভিযোগ, তাঁরা তাঁকে আত্মহত্যায় প্ররোচনাও দিয়েছেন। পুলিশ জানায়, অভিযুক্তেরা পলাতক।
|
লালগোলায় পুড়িয়ে খুন, স্বামী আটক |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
এক তরুণীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃতের নাম লক্ষ্মী সিংহ (২১)। রবিবার ঘটনাটি ঘটেছে লালগোলা থানার বাহাদুরপুর পঞ্চায়েতের শিকারপুর কৌড়িপাড়ায়। পুলিশ জানায়, ওই তরুণীর স্বামী পেশায় রাজমিস্ত্রি রাজেন্দ্র সিংহকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ওই বধূর শ্বশুর-শাশুড়ি, ভাসুর ও তাঁর স্ত্রী, ননদ, দেওরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে সকলেই পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গ্রামবাসীরাই ওই বধূর দেহ উদ্ধার করেন। তাঁরা দেখেছেন ওই বধূ যে ঘরে ছিল, সেই ঘরের দরজায় বাইরে থেকে শিকল দেওয়া ছিল। এর পরে তাঁরাই লালগোলা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পরেই ওই বধূর শ্বশুরবাড়ির লোকজন সকলেই বাড়ি ছেড়ে পালায়। ঘটনার সময়ে অবশ্য ওই তরুণীর স্বামী শ্বশুরবাড়ি রানিতলা থানার ভান্ডারি গ্রামে ছিলেন বলে জানা গিয়েছে। স্ত্রী’র মৃত্যুর খবর পেয়ে তিনি গ্রামে আসেন। ওই তরুণীর বাবা সুখেন মণ্ডল বলেন, “বছর তিনেক আগে মেয়ের বিয়ে হয়। দেড় বছরের একটি নাতনিও রয়েছে। ঘটনার সময়ে জামাই আমাদের বাড়িতেই ছিল। খবর পেয়েই জামাই লালগোলায় চলে আসে। পরে আমরা আসি।” সুখেনবাবুর অভিযোগ, “ঘটনার পরে শ্বশুর-শাশুড়ি, ভাসুর ও তাঁর স্ত্রী, ননদ, দেওর কেউই বাড়িতে ছিল না। এমন কী ঘটল যে, মেয়েকে আগুনে পুড়ে মরতে হল। তদন্ত করে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছি পুলিশের কাছে।”
|
খুনের ঘটনায় গ্রেফতার ১ |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে এক ব্যক্তির খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে রানাঘাট থানার শালবাগান এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম লক্ষ্মী তেওয়ারি। তার বাড়ি থেকে কয়েক বোতল মদও উদ্ধার করেছে। পুলিশ জেলা পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় রানাঘাট চাবি গেটের কাছে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে সুব্রত রায় চৌধুরি (৩৫) নামের এক যুবক খুন হন। কংগ্রেস দলের পক্ষ থেকে ওই যুবককে দলীয় সমর্থক বলে দাবি করা হয়। পরে মৃত সুব্রতবাবুর স্ত্রী রূপা রায় চৌধুরি পুলিশে অভিযোগ করেন যে লক্ষ্মী তেওয়ারি নামে ওই মহিলার মদ বিক্রিতে বাধা দেওয়াতেই লোক লাগিয়ে এই খুন করা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতেই ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
|
কংগ্রেসের দাবি |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
পুলিশ-প্রশাসনকে নিরপেক্ষ হয়ে কাজ করার জন্য বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রবিবার নদিয়ার গাংনাপুর থানার মাঝেরগ্রামে দলীয় সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “সিপিএমের নেতাদের কথায় থানায় অভিযোগ লেখা হত। এখনও কি সেটা হবে? পুলিশকে নিরপেক্ষ ও সজাগ থাকতে হবে। তারা নিরপেক্ষ না থাকলে প্রতিবাদ করা হবে।” নদিয়া জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর সিংহ বলেন, “প্রশাসনের উদাসীনতায় রানাঘাট শহরে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। এখানে অনুষ্ঠান হচ্ছিল। সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আসার কথা ছিল। অথচ প্রশাসন সজাগ ছিল না। দুষ্কৃতীরা সশস্ত্র অবস্থায় তিন জনকে খুন করল। শনিবারও এক জন খুন হল। শহরের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
|
দুর্ঘটনায় মৃত বালক |
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
লছিমনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক গৌরব দে (৫) নামে এক বালকের। বাড়ি করিমপুর থানার বাথানপাড়া গ্রামে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে করিমপুরের সেনপাড়া এলাকায়। গৌরব সেনপাড়ায় তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। এদিন দুপুরে রাস্তায় একটি লছিমন তাকে ধাক্কা মারে। প্রথমে তাকে করিমপুর গ্রামীণ হাসপাতাল ও পরে বহরমপুরে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এরপরেই এলাকার লোকজন নতিডাঙা মোড়ে প্রায় ঘন্টা খানেক করিমপুর কৃষ্ণনগর রাজ্যসড়ক অবরোধ করেন।
|
অস্বাভাবিক মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে এক তরুণীর। রবিবার সকালে ডোমকলের জয়রামপুর এলাকায় হাসিনা বিবি (১৯) নামে ওই তরুণীর বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ওই তরুণী আত্মহত্যা করেছেন।
|
বাস চাপা পড়ে মৃত্যু |
বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের বাগদিয়া মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। এই ঘটনায় আহত ৩০ জন বাসযাত্রীর ২৫ জন শান্তিপুর হাসপাতালে এবং বাকী ৫ জন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই সাইকেল আরোহীর নাম মজিদ শেখ (৩৫), বাড়ি বেলেডাঙায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি সাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সে সময়ই বাসটি হঠাৎ এসে পড়ে। বাসটি ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে উল্টে যায়। ওই বাস চাপা পড়েই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। |
|