টুকরো খবর |
২টি রুপো, ৪টি ব্রোঞ্জ উত্তরবঙ্গের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সেমি ফাইনালে শরদ কমল, পৌলমী ঘটকদের কাছে হেরে গেলেন শিলিগুড়ির সৌম্যজিৎ ঘোষ, অঙ্কিতা দাসরা। রবিবার লখনউতে জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতার ব্যক্তিগত বিভাগে সেমি ফাইনালে হেরে গিয়েছে শিলিগুড়ির শুভজিৎ সাহাও। মেয়েদের ব্যক্তিগত বিভাগে দেশ সেরা পৌলমী ঘটক। পুরুষ বিভাগে অমল রাজ। অমল রাজের কাছেই সেমিফাইনালে ৪-০ গেমে হেরে গিয়েছে শুভজিৎ। তাতে তিনটি ব্রোঞ্জ এসেছে উত্তরবঙ্গের ঝুলিতে। শুভজিৎ পেট্রোলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ড (পিএসপিবি)-এর হয়ে অংশ নিয়েছিলেন। এ দিন পৌলমীর সঙ্গে সেমিফাইনালে ৪-৩ গেমে হেরে যায় অঙ্কিতা। এক সময় ৩-২ গেমে অঙ্কিতা এগিয়ে থেকেও তাঁর এই হারে আক্ষেপ করছে উত্তরবঙ্গ টেবল টেনিস সংস্থার খেলোয়াড়, কর্মকর্তারা। সেমিফাইনালে ৪-১ গেমে সৌম্যজিৎ হেরেছে শরদ কমলের কাছে। ফাইনালে শরদকে হারায় অমল রাজ। তা ছাড়া মেয়েদের দলগত বিভাগে রুপো অনেছে উত্তরবঙ্গের নন্দিতা সাহা, অঙ্কিতা, টেকমি সরকার, তনয়া দত্ত, ঐশ্বর্য দেবরা। গত বৃহস্পতিবার ফাইনালে ৩-২ গেমে তাঁরা হেরে যান মহারাষ্ট্র-এ দলের কাছে। মিক্সড ডাবলসের ফাইনালে সৌম্যজিৎ-অঙ্কিতা জুটি ৩-১ গেমে সানিল শেঠি-মণিকা বাত্রা জুটির কাছে হেরে যায়। তাতে একটি রুপো এসেছে। সৌম্যজিৎ-রাজ মণ্ডল জুটি পুরুষদের ডাবলসে সেমি ফাইনালে অমল-সানিল জুটির কাছে ৩-২ গেমে হেরে গিয়েছে। তাতেও একটি ব্রোঞ্জ এসেছে উত্তরবঙ্গের ঘরে।
|
চোদ্দোয় চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস লিডিয়ার
নিজস্ব প্রতিবেদন |
পেশাদার খেলাধুলোয় বিশ্বের সবচেয়ে কমবয়সি চ্যাম্পিয়ন হয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে নিউজিল্যান্ডের বিস্ময়-বালিকা লিডিয়া কো। জন্মসূত্রে কোরীয় লিডিয়া মাত্র ১৪ বছর বয়সে আজ জিতে নেয় মহিলাদের নিউ সাউথ ওয়েলস ওপেন গল্ফ খেতাব। এর আগে ২০০৭-এ জাপানের রিও ইশাকাওয়া পনেরো বছর আট মাস বয়সে মুনসিঙ্গওয়ার ওপেন কেএসবি কাপ জিতে পেশাদার খেলার সবচেয়ে কম বয়সি চ্যাম্পিয়ন হয়েছিলেন। মেয়েদের গল্ফে অস্ট্রেলীয় অ্যামি ইয়াং অস্ট্রেলীয় লেডিস মাস্টার্স জিতেছিলেন ষোলো বছর বয়সে। লিডিয়া আজ অসাধারণ খেলে এই দু’জনকেই টপকে গিয়ে নতুন নজির গড়ল। সিডনির ওটল্যান্ডস ক্লাবে নিজের থেকে বয়সে এবং অভিজ্ঞতায় অনেক বড়দের সঙ্গে লড়ে লিডিয়া ১৪-আন্ডার স্কোর করে টুর্নামেন্ট জিতল চার শটে। লিডিয়া বলেছে, “অবিশ্বাস্য লাগছে। ইতিহাস গড়তে পেরে আমি অসম্ভব খুশি।”
|
তিরন্দাজদের বিদ্রোহী সংস্থার নেতৃত্বে দোলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফেডারেশনের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটছেন দেশের সেরা তিরন্দাজরা। লন্ডন অলিম্পিকে মেয়েদের দল নির্বাচন নিয়ে ক্ষোভ ছিলই। এ ছাড়াও কর্তাদের বিভিন্ন সিদ্ধান্তে ক্ষুব্ধ পাঁচ অর্জুন-সহ তিরন্দাজরা তৈরি করলেন আর্চারি প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট দোলা বন্দ্যোপাধ্যায়। সচিব অসমের জয়ন্ত তালুকদার। ভাইস প্রেসিডেন্ট তরণদীপ রাই। কোষাধ্যক্ষ মঙ্গল সিংহ কেম্পিয়া। সহ সচিব রাহুল বন্দ্যোপাধ্যায় বললেন, ফেডারেশনের বিভিন্ন কাজে সবাই বিরক্ত। ইতিমধ্যেই ১০০-র বেশি খেলোয়াড় সদস্য হয়েছেন এখানে।” ভেঙে বেশি কিছু বলতে না চাইলেও সংস্থার সূত্রের খবর, তিরন্দাজির উন্নতির জন্য ফেডারশন কিছু করছে না। কোনও টুর্নামেন্টই সংগঠিত হয় না। দল গঠন নিয়ে নানা দুর্নীতি হচ্ছে বলে সরব হতে চান দোলা-জয়ন্তরা। তিরন্দাজরা সংস্থা গড়লেও তাদের গুরুত্ব দিতে নারাজ ফেডারেশন। সচিব পরেশ মুখোপাধ্যায় বললেন, “কানাঘুষো শুনেছি এসব হচ্ছে। আমার কাছে এর কোনও গুরুত্ব নেই। সংস্থা গড়া সহজ, চালানো কিন্তু কঠিন।”
|
একই চিন্তায় সুব্রত-মর্গ্যান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এক দিকে ট্রেভর মর্গ্যান খুঁজছেন কার্ড দেখা সুশান্ত ম্যাথুর বিকল্প। অন্য দিকে, সুব্রত ভট্টাচার্য ড্যানিয়েল জেলেনিকে খেলাতে পারেন স্টপারে। চোট এবং কার্ড সমস্যায় মর্গ্যান-সুব্রত এখন এক বিন্দুতে। মোহনবাগান খেলবে চিরাগ কেরলের সঙ্গে। কার্ড সমস্যায় কিংশুক দেবনাথ কোচি যাননি। চোটের জন্য দলে নেই রহিম নবি, আনোয়ার এবং সুনীল ছেত্রী। ইস্টবেঙ্গলের সামনে প্রয়াগ ইউনাইটেড। ইস্টবেঙ্গলের নির্মল ছেত্রী, নওবা সিংহরা সুস্থ নন। রবিবার নিজেদের মাঠে টোলগে-পেনরা গা-ঘামালেও সোমবার অনুশীলনেই মর্গ্যান চূড়ান্ত করবেন সুশান্তের বিকল্প। রবিন সিংহ পুরো ফিট হয়ে গেলে প্রয়াগের বিরুদ্ধে খেলতে পারেন শেষের কিছু সময়। অন্য দিকে, রবিবার বিকালে কোচি পৌঁছনো মোহনবাগানও প্র্যাক্টিস করবে ম্যাচের আগের দিনই। সেখানে সুব্রত বেছে নেবেন স্টপারের জুটিকে। ড্যানিয়েল জেলেনিকে হয়তো ফের দেখা যেতে পারে স্টপারে। তাঁর সঙ্গী হতে পারেন রাকেশ মাসি।
|
দলীপে সেঞ্চুরি অনুষ্টুপের
সংবাদসংস্থা • ভলসাদ |
বাংলার হয়ে ভাল রান পাচ্ছিলেন। এ বার দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে নেমেও সেঞ্চুরি করলেন অনুষ্টুপ মজুমদার। অনুষ্টুপের (১০২ ন.আ.) ইনিংসের সৌজন্যে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে ভাল জায়গায় পূর্বাঞ্চল। পশ্চিমাঞ্চলের ৩১৪ রানের জবাবে এ দিন পূর্বাঞ্চলের ইনিংস শেষ হয় ৩৪৩ রানে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যায় তখন। এর পর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে পশ্চিমাঞ্চলের রান ১৩১-৫। অর্থাৎ এগিয়ে ১০২ রানে, হাতে পাঁচ উইকেট। এ দিন পূর্বাঞ্চলের হয়ে উইকেট পেয়েছেন আবু নেচিম (৩-৩১) এবং বসন্ত মোহান্তি (২-৪৩)।
|
সুব্রত ফিরছেন অভ্র বাইরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অভ্র মণ্ডল চোট পেয়ে যখন মরসুমের বাইরে চলে গেলেন, তখন প্রায় পাঁচ মাস পরে মাঠে ফিরছেন সুব্রত পাল। সুব্রত জানালেন, ১২ তারিখ গোয়ায় ম্যাচ খেলতে চান। ওই জন্য আগেই গোয়ায় চলে যাচ্ছেন। এ দিকে, মঙ্গলবার কলকাতায় অস্ত্রোপচার হচ্ছে পুণে এফসি-র গোলকিপার অভ্র মণ্ডলের। শনিবার শিলংয়ে লাজংয়ের বিরুদ্ধে খেলার সময় ডান পায়ের সিনবোন ভেঙেছিল অভ্র-র। এই মরসুমে তাঁর খেলার আর সম্ভাবনা নেই।
|
লিয়েন্ডারের দ্বিমুকুট হল না
সংবাদসংস্থা • মেলবোর্ন |
মিক্সড ডাবলস ফাইনালে হারায় লিয়েন্ডার পেজের অস্ট্রেলীয় ওপেনে দ্বিমুকুট পাওয়া হল না। ২০০৯ যুক্তরাষ্ট্র ওপেনের মতো মেলবোর্নেও পুরুষ ডাবলস চ্যাম্পিয়ন হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে মিক্সড ডাবলস ফাইনালে নেমে লিয়েন্ডার হারলেন। রুশ সঙ্গিনী এলেনা ভেসনিনাকে নিয়ে লি আজ ফাইনালে মার্কিন-রোমানিয়ান জুটি বেথানি মাটেক-হরিয়া তেকাউয়ের কাছে লড়ে হারলেন সুপার টাইব্রেকে। ৩-৬, ৭-৫ (৩-১০)।
|
ডেম্পোর ড্র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগ শীর্ষে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করল ডেম্পো। মারগাওয়ে সালগাওকরের সঙ্গে তারা গোলশূন্য ড্র করল। দুইয়ে থাকা ইস্টবেঙ্গলের (৩৪) সঙ্গে র্যান্টি-কোকোদের ফারাক এখন তিন পয়েন্টের। মোহনবাগান ও চার্চিলদু’দলই ৩০ পয়েন্ট পেয়ে রয়েছে তিন ও চার নম্বরে। সালগাওকর আটকে রইল ২৯-এ।
|
ক্রিকেটে |
সারা বাংলা সাব জুনিয়র দিন-রাতের ক্রিকেটের উদ্বোধন ম্যাচে দুর্গাপুর ক্রিকেট কোচিং সেন্টার ৬৫ রানে হারাল শিলিগুড়ির মঞ্জুরানি মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টারকে। রবিবার শিলিগুড়ির সূর্যনগর মিউনিসিপ্যাল মাঠে জাগরণী সঙ্ঘ পরিচালিত ওই ক্রিকেট প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে দুর্গাপুর কোচিং। |
|