গুলির আঘাতে জখম কসবার গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করে ‘সন্দেহভাজন’ তিন দুষ্কৃতীর একাধিক স্কেচ এঁকেছিল পুলিশ। শনিবার রাতে বোসপুকুর থেকে যে যুবক গ্রেফতার হয়েছে, সে ওই ছিনতাইকারী দলের সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের। তবে ঘটনার সময়ে ওই যুবক ছিনতাইকারীদের সঙ্গে ছিল কি না, সে ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মোটরবাইকে চেপে এসে বিদ্যা দেশাই নামে ওই গৃহবধূর হার ছিনতাইয়ের পরে তাঁকে গুলি করে পালায় ছিনতাইকারীরা। পুলিশ সূত্রের খবর, বিদ্যাদেবী, তাঁর দুই মেয়ে-সহ অন্যদের সঙ্গে কথা বলে ‘সন্দেহভাজন’দের স্কেচ আঁকা হয়। সেই ছবির সূত্র ধরেই ছিনতাইকারী দলটিকে চিহ্নিত করেছে পুলিশ। পরে সেই দলটির এক জন ধরা পড়ে।
তবে, পূর্ব যাদবপুর থানার পূর্বালোক এলাকায় সুদর্শন নস্কর এবং সুস্মিতা নস্করের বাড়িতে ডাকাতির ঘটনায় রবিবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। শনিবার ভোরে ৪-৫ দুষ্কৃতী টাটা সুমো চড়ে এসে নস্কর-দম্পতির বাড়িতে তাণ্ডব চালিয়ে চম্পট দেয়। এ ক্ষেত্রেও ওই দম্পতি-সহ অন্যদের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের স্কেচ আঁকছে পুলিশ।
অন্য দিকে, ঢাকুরিয়া ব্রিজের নীচ থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি কিশোরীর পরিচয় সম্পর্কে রবিবার রাত পর্যন্ত কোনও তথ্য মেলেনি। বুধবার ভরদুপুরে ঢাকুরিয়া ব্রিজের নীচে ভ্যাটের পাশে একটি ট্যাক্সি করে এসে দুই যুবক ওই মৃতদেহটি ফেলে যায়। ওই বস্তা থেকে বিভিন্ন জামাকাপড়ের সঙ্গে স্কুলের যে ফ্রকটি উদ্ধার হয়, সেই সূত্রেও ‘জোরালো’ তথ্য মেলেনি বলে জানায় পুলিশ। |