টুকরো খবর |
মহিলাদের মারধরের অভিযোগে ধৃত যুবক |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
সরস্বতী পুজোর মণ্ডপের লাইটে হাত দেওয়াকে কেন্দ্র করে বচসা এবং মহিলাদের মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত মুকাদ্দর শেখ রামপুরহাট থানার সন্ধিপুরের বাসিন্দা। শনিবার রাতে ঘটনাটি ঘটে রামপুরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চিলড্রেন্স পার্ক এলাকায়। ওই ওর্য়াডের বাসিন্দা শ্রীকুমারী মাহাতো, মীরা মাহাতো, শিবানী মাহাতো, শোভা প্রসাদদের অভিযোগ, “শনিবার রাত ৮টা নাগাদ আট-নয় জন যুবক লাঠি, ছুরি নিয়ে আমাদের পাড়ার ছেলেদের উপর চড়াও হয়। বাধা দিতে গেলে ওরা আমাদের লাথি মারে। এমনকি বেল্ট দিয়েও মারধর করে। ওরা একটি গাড়িও ভাঙচুর করেছে।” মহিলাদের অভিযোগ, প্রত্যেকেই মদ্যপ অবস্থায় এই হামলা চালিয়েছে। ওয়ার্ডের বাসিন্দা সন্তোষ প্রসাদ, সুখেন মাহাতোদেরও অভিযোগ, “সরস্বতী পুজোর মণ্ডপের লাইটে হাত দিয়ে দুই যুবক কিছু একটা করছিল। ওদের উদ্দেশ্য সাধু নয় আঁচ করে আমরা তার প্রতিবাদ করি। এর পরেই ওই যুবকেরা আমাদের যথেচ্ছ ভাবে মারধর শুরু করে। পরে আরও লোক নিয়ে এসে ওরা পাড়ার মহিলাদের উপরও চড়াও হয়।” চিলড্রেন্স পার্ক এলাকায় ওই সমস্ত যবুকেরা দীর্ঘদিন ধরে নানা অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। রামপুরহাট পুরসভার প্রাক্তন পুরপ্রধান শুদ্ধধন বন্দ্যোপাধ্যায় ঘটনার নিন্দা করেছেন। তাঁর নেতৃত্বে এ দিন দুষ্কৃতীদের উপদ্রব কমাতে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ রামপুরহাট থানায় স্মারকলিপিও জমা দিয়েছেন। ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের কবিতা বন্দ্যোপাধ্যায় ঘটনার প্রতিবাদ করেছেন। এলাকায় অসামাজিক কার্যকলাপরোধে তিনি পুলিশকে আরও সক্রিয় হওয়ার দাবিও জানিয়েছেন।
|
পথ আটকে ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
পথ আটকে রেখে মোটরবাইক, মোবাইল, টাকা-পয়সা ছিনতাইয়ের ঘটনা ঘটল রাজনগরে। শুক্রবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে রাজনগর ব্লক অফিসের কাছাকাছি রাজনগর-সিউড়ি রাস্তা আটকে ৭-৮ জনের একটি দুষ্কৃতী দল অবাধে ছিনতাই পর্ব চালিয়েছে বলে অভিযোগ। শুধু ছিনতাই করেই থেমে থাকেনি দুষ্কৃতীরা। পাশাপাশি ওই বাইক আরোহীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এমনিতে ওই সময়ে রাস্তায় যানবাহন কমে যায়। ওই সময়েই তিন জন বাইকআরোহী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দুষ্কৃতীরা তাঁদের পথ আটকায়। একটি বাইক চালু করতে না পারায় দুষ্কৃতীরা দু’টি বাইক ও তাঁদের সঙ্গে থাকা টাকা-পয়সা, মোবাইল এমন কী দুষ্কৃতীরা জুতো নিয়ে পালিয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন অসিত চক্রবর্তী, গোবিন্দ ঘোষেরা। গাংমুড়ির বাসিন্দা আসিতবাবু বলেন, “রাজনগরে ঢোকার মুখে হামলাকারীদের মুখোমুখি হই। সব কিছু কেড়ে নেওয়ার পরেও মারধর করে আমাদের দীর্ঘক্ষণ আটকে রাখে দুষ্কৃতীরা। একই ভাবে অন্যদের উপরেও হামলা হয়। ছাড়া পাওয়ার পর বিষয়টা সকলকে জানাই।” পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে।
|
পুজোর অনুষ্ঠান ঘিরে বোলপুর কলেজে সংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচানাচি করা নিয়ে দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল বোলপুর কলেজে। রবিবার সন্ধ্যায় বোলপুর কলেজ চত্বরে ঘটনাটি ঘটেছে। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সদস্যেরা এই মারপিটের ঘটনায় জড়িত বলে অভিযোগ। পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজো উপলক্ষে এ দিন বিকেলে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ কলেজে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠান চলাকালীন ছাত্রছাত্রীদের একাংশ নাচতে শুরু করেন। এরপরেই উত্তেজনা ছড়ায়। দু’দল ছাত্রের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। খবর পেয়ে বোলপুর থানার আইসি কমল বৈরাগ্যের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী কলেজ চত্বরে এসে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সত্যজিৎ চট্টোপাধ্যায় দাবি করেন, “বোলপুর কলেজে বহিরাগতরা ঢুকে মারপিট করেছে। তারা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বলে দাবি করলেও, তাদের সঙ্গে আমাদের দলের কোনও সর্ম্পক নেই। পুলিশের কাছে অভিযোগ জানানো হবে কি না তা বিবেচনা করে দেখা হচ্ছে।” জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “পুলিশ বিষয়টি দেখছে।” পরে পুলিশের পাহারায় বাকি অনুষ্ঠান হয়।
|
আইসির বিরুদ্ধে অভিযোগ বৃদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বোলপুর থানার আইসি কমল বৈরাগ্যের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলেন রবীন্দ্র জীবনীকার প্রভাত মুখোপাধ্যায়ের পুত্রবধূ সুনন্দাদেবী। ওই অভিযোগপত্রে সুনন্দাদেবী দাবি করেছেন, এক প্রোমোটার ও তাঁর ছেলের বিরুদ্ধে থানায় দায়ের করা তাঁর অভিযোগ তুলে নিতে ‘চাপ’ দিয়েছেন আইসি। গত ২৩ জানুয়ারি বিকেলে বোলপুর শহরের প্রভাত সরণির বাসিন্দা সুনন্দাদেবীর জমির বেড়া ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল এক প্রোমোটারের বিরুদ্ধে। ২৫ জানুয়ারি সুনন্দাদেবী পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছিলেন, প্রোমোটার ও তাঁর ছেলে বসত জমি বিক্রি করে দেওয়ার জন্য তাঁকে চাপ দিয়েছিলেন। সুনন্দাদেবীর অভিযোগ, “প্রোমোটার ও তাঁর ছেলের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার পরেই আমার অভিযোগ নেওয়া হবে বলে ওই দিন (২৫ তারিখ) আইসি বলেছিলেন। তাই পুলিশ সুপারের অফিসে আমি শনিবার ফ্যাক্সের মাধ্যমে আইসি-র বিরুদ্ধে অভিযোগ করি।” আইসি কমল বৈরাগ্য এ বিষয়ে মন্তব্য করতে চাননি। পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “বেড়া ভাঙা সংক্রান্ত সুনন্দাদেবীর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তবে প্রোমোটার ও ছেলের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য আইসি চাপ দিয়েছেন, এই মর্মে কোনও অভিযোগ পাইনি।”
|
পাঁচিলের দাবি |
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
স্কুলের সামনে রয়েছে দু’টি পুকুর। বছরের অধিকাংশ সময়ে সেখানে কমবেশি জল থাকে। অদূরে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রাস্তা। সেই রাস্তা দিয়ে প্রায় সব সময় চলাচল করে ছোটবড় যানবাহন। কিন্তু ময়ূরেশ্বরের রসুনপুর প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নেই। এর ফলে কচিকাঁচাদের নিয়ে চরম দুশ্চিন্তায় কাটে স্কুল কর্তৃপক্ষের। সংশ্লিষ্ট গ্রামশিক্ষা কমিটির অন্যতম সদস্য সুভাষচন্দ্র পাল বলেন, “ছাত্রছাত্রীরা পুকুর কিংবা রাস্তায় গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে পারে। তাই পঠন-পাঠনের পাশাপাশি আমাদের সব সময় তাদের প্রতি নজর রাখতে হয়। প্রশাসনের কাছে পাঁচিল নির্মাণের আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। সংশ্লিষ্ট ময়ূরেশ্বর ২ ব্লকের বিডিও বাবুলাল মাহাতো বলেন, “ওই সমস্যার কথা আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখে যাতে পাঁচিল নির্মাণের ব্যবস্থা হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবকের |
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী এক মহিলার। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ময়ূরাক্ষী নদীর উত্তরপাড়ে, সাঁইথিয়া-কান্দি রাস্তায় ছাগল হাটের কাছে। পুলিশ জানায়, মৃত মহিলার নাম বকুল দাস (৩৪), বাড়ি সাঁইথিয়া থানার সাংড়া গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে বকুলদেবী, স্বামী জয়ন্ত দাস ও কন্যা মণি দাসের সঙ্গে মোটরবাইকে করে সাঁইথিয়ার দিক থেকে আসছিলেন। পিছন দিক থেকে আসা একটি ট্রাক বাইকটিতে ধাক্কা মারলে তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বকুলদেবীর। আহত জয়ন্তবাবু ও তাঁদের কন্যাকে সাঁইথিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাঁইথিয়ার ছাগল হাটের কাছে টোল আদায়ের জায়গায় নানা রকম তোলা তোলার জন্য যানজট হয়। ফলে পথচারীদের হাঁটতেও অসুবিধা হয়। এ দিনের ঘটনার কারণও তাই বলে দাবি করেছেন বাসিন্দারা। সাঁইথিয়া থানার ওসি তরুণ চট্টরাজ বলেন, “ওই জায়গায় টোল ছাড়া আর কোনও তোলা আদায় যাতে না করা যায় তা দেখা হবে।”
|
মডেল স্টেশনের দাবি লাভপুরে |
নিজস্ব সংবাদদাতা • লাভপুর |
আবেদন-নিবেদন থেকে শুরু করে অনশন, এমনকী রেল অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রেল দফতরও বার বার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু লাভপুরকে মডেল স্টেশনে উন্নীত করার কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনটি ট্রেন ওই ন্যারো গেজ লাইন দিয়ে দিনে তিন বার যাতায়াত করে। তাই অধিকাংশ যাত্রীদের ট্রেনের বদলে বাসে যাতায়াত করতে হয়। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসিন্দাদের দাবি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত লাভপুরকে মডেল স্টেশনে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন রেলমন্ত্রী। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সংশ্লিষ্ট লাভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএমের নদের চাঁদ বাগদি বলেন, “গ্রামবাসীদের ক্ষোভ স্বাভাবিক। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু তাতে কোনও সাড়া মেলেনি।”
|
শিশু উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
|
নিজস্ব চিত্র। |
রামপুরহাট স্টেশন চত্বর থেকে এক মাসের একটি শিশুকে উদ্ধার করল রেল পুলিশ। রবিবার সকালে শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন রেল পুলিশকে খবর দেয়। রেল পুলিশ শিশুটিকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসপাতালের শিশুবিভাগের নার্সরা শিশুটিকে দেখভাল করছেন। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুদীপ্ত মণ্ডল বলেন, “শিশুটির প্রাথমিক পর্যায়ে কোনও রোগ ধরা পড়েনি। রক্ত পরীক্ষা করা হবে। বর্তমানে হাসপাতালের তত্বাবধানে নিজেদের খরচায় শিশুটির দেখাশোনা করা হচ্ছে।”
|
নেতার মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
মার্কসবাদী ফরওয়ার্ড ব্লকের বর্ষীয়ান নেতা মহম্মদ সিরাজুল হক (৮৩) রবিবার দুপুরে সিউড়ির বাড়িতে মারা গেলেন। তিনি সিউড়ির উপপুরপ্রধান ছিলেন। দীর্ঘদিন দলের জেলা সম্পাদকের দায়িত্ব সামলেছেন। দলের রাজ্য কমিটিরও সদস্য ছিলেন। প্রাক্তন মন্ত্রী তথা বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা রাম চট্টোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন। মুসলিমদের শিক্ষার প্রসারের জন্য তিনি একটি স্কুলকে নিজের বাড়ি দান করেছিলেন। আজ সোমবার, তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। |
|