টুকরো খবর
পেরুতে অগ্নিকাণ্ডে মৃত ২৭
বিধ্বংসী আগুনে প্রাণ হারালেন ২৭ জন। ঘটনাটি পেরুর রাজধানী লিমার। মাদকাসক্তদের চিকিৎসার জন্য তৈরি এক বেসরকারি পুনর্বাসন কেন্দ্রে গতকাল সকালে আগুন লাগে। ঘটনাস্থলেই ২৬ জন মারা যান। এই অগ্নিকাণ্ডে জখম সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে এক জন পরে মারা যান। দমকলের প্রধান জানান, বাইরে থেকে দরজা ও জানালা বন্ধ থাকায় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টে মারা গিয়েছেন আটকদের বড় অংশ। আহতদের দেওয়াল ভেঙে উদ্ধার করে দমকল বাহিনী। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, রোগীদের মধ্যে বচসার জেরেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিছানার তোশকে প্রথম আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে দোতলা বাড়িটিকে গ্রাস করে ফেলে। পেরুর স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট পুর্নবাসন কেন্দ্রটির কাছে লাইসেন্স ছিল না। তাঁর আরও অভিযোগ, সেখানে রোগীদের চিকিৎসা না করে কার্যত বন্দি করে রাখা হত।

প্রথম দফায় ভোট মিশরে
পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচনে আজ ভোট দিলেন মিশরের মানুষ। দু-দফায় অনুষ্ঠিত এই নির্বাচনের প্রথম দিনে কায়রো এবং আলেকজান্দ্রিয়ার মতো শহর-সহ ১৩টি প্রদেশে ভোট হয়েছে। দ্বিতীয় দফায় ভোট হবে বাকি ১৪টি প্রদেশে। নিম্ন কক্ষের ভোট হয়ে গিয়েছে আগেই। তাতে বড়সড় সাফল্যের দিকে এগোচ্ছেন মুসলিমপন্থীরা। নিম্ন কক্ষের নির্বাচনে ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইন চোখে পড়েছিল। উচ্চ কক্ষের ভোটে অবশ্য তেমন উন্মাদনা দেখা যায়নি। দু’টি কক্ষের নির্বাচনের পর সুরা কাউন্সিল গঠনের নির্বাচন হবে। সুরা কাউন্সিল একটি বিশেষ উপদেষ্টা পরিষদ, যাতে উচ্চ ও নিম্ন উভয় কক্ষেরই সদস্য থাকবেন। নতুন সংবিধান গঠনে বিশেষ ভূমিকা নেবে এই পরিষদ। হোসনি মুবারক বিতাড়নের পরেও গত এক বছরে মিশরে শান্তি ফেরেনি। এই নির্বাচনের মধ্য দিয়েই অচলাবস্থা কাটিয়ে গণতান্ত্রিক পথে হাঁটছে মিশর।

রাষ্ট্রপুঞ্জে মাদক-ব্যাগ
রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে পৌঁছে গেল মাদক ভর্তি দু’টি ব্যাগ। যার ওজন ১৬ কেজি। মূল্য ২০ লক্ষ ডলার। প্রেরক মেক্সিকোর এক মাদক সংস্থা। ব্যাগগুলির গায়ে ছাপানো রয়েছে রাষ্ট্রপুঞ্জের ভুয়ো লোগো। কিন্তু প্রাপকের নামের কোনও উল্লেখ নেই ব্যাগগুলিতে।

ব্রিটেনে চার সাংবাদিক ধৃত
পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগে চার পদস্থ সাংবাদিক-সহ এক পুলিশ কর্মীকে গতকাল সকালে আটক করল ব্রিটিশ পুলিশ। দিনভর তাদের জেরাও করা হয়। ওই চার সাংবাদিক এক ব্রিটিশ দৈনিকে কর্মরত। পদের অপব্যবহার, ষড়যন্ত্র এবং অনিয়মের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। আজ দিনভর ওই চার সাংবাদিকের বাড়ি ও সংশ্লিষ্ট সংবাদসংস্থার অফিসে তল্লাশি চালায় পুলিশ। গত জুলাইয়ে ফোন হ্যাকিং কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সাংবাদিক রেবেকা ব্রুকস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.