সমাজবাদী পার্টির নেতারা অণ্ণা হজারে এবং তাঁহার সহযোগীদের উপর ভয়ানক কুপিত। দলের সভাপতি মুলায়ম সিংহ যাদবকে এক চিঠি লিখিয়া ‘টিম অণ্ণা’ জানিতে চাহিয়াছিল, লোকপাল বিল প্রশ্নে তাঁহাদের অবস্থান কী? বিষম কুপিত হইয়া সমাজবাদী পার্টি বলিয়াছে, এই বিষয়ে প্রশ্ন করিবার অধিকার অণ্ণা গোষ্ঠীর কোথা হইতে জন্মাইল? ‘রাজনৈতিক দল হিসাবে সমাজবাদী পার্টি একমাত্র জনসাধারণের নিকট দায়বদ্ধ।’ অণ্ণা হজারে ও তাঁহার পারিষদদের অহংবোধ নিশ্চয়ই কিঞ্চিৎ অধিক প্রবল, সুতরাং মুলায়ম সিংহ যাদবদের উষ্মা সম্পূর্ণ অযৌক্তিক বলা চলিবে না। কিন্তু তাঁহাদের ছলনাটি ধরিয়া ফেলিতেও ‘জনসাধারণ’-এর বিশেষ অসুবিধা হইবে বলিয়া মনে হয় না। ‘আমরা কেবল জনসাধারণের নিকট দায়বদ্ধ’ এই কথাটি নিছক একটি কথার কথা। জনসাধারণ প্রশ্ন করেন না, তাঁহাদের প্রশ্ন করিবার কোনও উপায় নাই, অবকাশও নাই। তাঁহারা ভোট দেন, এই পর্যন্ত। ভোট চাহিয়া রাজনীতিকরা জনসভা করেন, যেমন মুলায়ম সিংহ যাদবের রাজ্যে এখন করিতেছেন। সেই সভায় দলনেতারা বলেন, জনসাধারণ শোনেন। নেতারা শ্রোতা চাহেন, প্রশ্নকর্তা নয়। ইহাই অভ্যাসে পরিণত হইয়াছে। তাই কেহ কোনও প্রশ্ন করিলে নেতারা কুপিত হন। কী উত্তরপ্রদেশে, কী পশ্চিমবঙ্গে। |