এক ঝলকে...
পৃথিবী
তেহরান ও ওয়াশিংটন লন্ডন কায়রো কলম্বো বাগদাদ
• পারস্য উপসাগরে কি সত্যই যুদ্ধ বাধবে? অশান্তির ছায়া ক্রমশই ঘনায়মান। তেহরানের সরকার পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা টেবিলে না এলে ইরানের তেল না কেনার সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের। জবাবে ইরান সরকার জানিয়েছে, তেল কেনাবেচার ওপর কোনও নিষেধাজ্ঞা বলবৎ হলে তারা উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেবে। পুরনো হুমকির পুরনো প্রতিক্রিয়া শোনা গেছে ওয়াশিংটন থেকে হরমুজ প্রণালী খোলা রাখার জন্য যা করতে হয় আমরা করব। যুদ্ধ হোক বা না হোক, জ্বালানির বাজারে নতুন করে আগুন লাগতেই পারে।

• অনেক কিছুই ঘটে গিয়েছে। হোসনি মোবারকের শাসনোত্তর কালে হয়ে গিয়েছে গণতান্ত্রিক নির্বাচন। বিপুল ভাবে জয়ী হয়েছে মুসলিম ব্রাদারহুড পার্টি । গত ২৩ জানুয়ারি প্রথম সংসদ অধিবেশন বসল, সংখ্যাগরিষ্ঠ মুসলিম কট্টরপন্থী সাংসদ নিয়ে।

• ভিসা আইন লঙ্ঘন করার দায়ে একশো একশোট্টি জন বিদেশি মৌলবিকে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কা সরকার। এদের মধ্যে কয়েক জন ভারতীয়ও রয়েছে। অভিযোগ, এরা নাকি ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভিন্ন মসজিদে ধর্মপ্রচার করছিল।

• ইরাকের রাজধানী বাগদাদে মুসলিম শিয়া সম্প্রদায় অধ্যুষিত জাফারানিয়া প্রদেশে গাড়ি বিস্ফোরণে আঠাশ জন নিহত, আহত বহু। একটি শবযাত্রা শহরের একটি বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।
জুলিয়ান আসাঞ্জ। উইকিলিকস্-এর জনক। একুশ শতকের ‘বিতর্কের মুখ’ বলা যেতেই পারে তাঁকে। জানালেন, খুব শীঘ্রই টেলিভিশনের জন্য নিজস্ব অনুষ্ঠান তৈরি করবেন তিনি। রাজনৈতিক রঙ নির্বিশেষে সমাজের বিভিন্ন অংশ থেকে বিতর্কিত মতামত তুলে আনবেন তিনি। অর্থাৎ, তাঁর ইউ এস পি থেকে সরছেন না আসাঞ্জ। কী ভাবে তৈরি হবে এই অনুষ্ঠান, কী ভাবে চলবে জানা নেই।
মেক্সিকো সিটি
২০০০ সাল থেকে মেক্সিকোর অন্তত ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। বহু সাংবাদিকের লেখাপত্র নিষিদ্ধ ঘোষিত হয়েছে। সাংবাদিকদের জন্য পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক দেশ বলে গণ্য হতে শুরু করেছে মেক্সিকো। এ বার বিশ্বের ১৭০ জন প্রখ্যাত লেখক একটি পিটিশনে সই করে মেক্সিকো সরকারকে প্রচারমাধ্যমকে মুক্ত করা ও সেই মাধ্যমের সঙ্গে জড়িত মানুষদের নিরাপত্তা দেওয়ার আর্জি জানালেন। স্বাক্ষরকারীদের তালিকায় আছেন নোবেলজয়ী সাহিত্যিক। আছেন নাদিন গর্ডিমার, চিনুয়া আচিবি, সলমন রুশদি, মারিও ভার্গাস ইয়োসা (ছবি), কোয়েতজি, টোনি মরিসন, ওরহান পামুক প্রমুখ। যে সব অপরাধ-চক্র এই সাংবাদিক-হত্যার জন্য দায়ী, তাদের শাস্তি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে মেক্সিকান রাষ্ট্রকে।
লন্ডন
জটায়ু নির্ঘাত বলতেন, লন্ডনে লণ্ডভণ্ড। যে যে ছবি দেখে লন্ডনকে চিনে ফেলা যায় এক লহমায়, তার প্রধান দুটিই বিপর্যস্ত। হাউস অব কমনস ক্রমেই টেমস নদীর দিকে পিছলে যাচ্ছে। বিগ বেন হেলে পড়ছে। হাউস অব কমনস কমিশন-এর বৈঠক হওয়ার কথা আগামিকাল। সেই বৈঠক নিয়েও জটিলতা রয়েছে। এক পক্ষের দাবি, সার্ভেয়ার্স রিপোর্ট তৈরি আলোচনা হবে তা নিয়েই। হয়তো সাময়িক ভাবে বাড়িটি খালি করে মেরামতির কাজ করা হবে। চিন অথবা রাশিয়ার কোনও সংস্থাকেও সংস্কারের বরাত দেওয়া হতে পারে। অন্য পক্ষ বলছে, কোনও রিপোর্ট তৈরিই হয়নি। সোমবারের বৈঠকে কমিটি তৈরির বিষয়টি নিয়েই আলোচনা হবে।
মস্কো
গত ডিসেম্বরে রাশিয়ায় বড় আকারের বিক্ষোভ দেখা গিয়াছিল প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। সেই আন্দোলনের অন্যতম প্রধান হোতা ছিল উদারপন্থী ইয়াব্লোকো দল। আগামী ৪ মার্চ দেশে প্রেসিডেন্ট নির্বাচন। পুতিন অন্যতম প্রার্থী। প্রার্থী হতে চেয়েছেন ইয়াব্লোকোর নেতা গ্রিগরি ইয়াভলিনস্কিও। কিন্তু ‘পদ্ধতিগত’ কারণে তাঁর মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলেছে প্রশাসন। ইয়াভলিনস্কির মতে, পুতিন তাঁকে প্রার্থী হতে দেবেন না, কারণ তিনি বিরোধীদের কোনও সুযোগ দিতে চান না, তাই কৌশল করে তাঁর মনোনয়ন বাতিল করে দেবেন। রাশিয়ায় গণতন্ত্র দূর অস্ত্।
ওয়াশিংটন
দেশ জুড়ে প্রাইমারি চলছে। রিপাবলিকানদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী কে হবেন, তা স্থির হবে এই প্রাইমারিতেই। ও দিকে, ডেমোক্র্যাট শিবির নিশ্চিন্ত, কারণ প্রেসিডেন্ট পদে তাদের প্রার্থী অপরিবর্তিত: ওবামা। চার বছর আগে ওবামা ও হিলারি ক্লিন্টনের ভয়ানক প্রাইমারি-লড়াইয়ের কথা ভেবেই বোধহয় হিলারি জানালেন, এ বার প্রাইমারির খবরই রাখছেন না তিনি। জিতলেও এ বার সরে যেতে চান ক্লান্ত হিলারি।
শেষ পাত
স্কটল্যান্ড যদি ইউনাইটেড কিংডম-এর অংশ না থাকে, তবে গোটা দুনিয়ায় ছড়িয়ে থাকা ব্রিটেনের দূতাবাসগুলিও আর নিখরচায় স্কচ হুইস্কির বিপণন করবে না। স্নায়ুযুদ্ধের গন্ধ প্রকট। স্কচ হুইস্কি স্কটল্যান্ডের বৃহত্তম রফতানি পণ্য। সেই ব্যবসায় আঘাত লাগলে স্কচ অর্থনীতির সমস্যা হবেই। ইংল্যান্ডের সঙ্গে থাকতে না চাওয়ার বাসনাটি স্কটল্যান্ডের বহু পুরনো। ইংল্যান্ডের রাজনৈতিক চালটি নতুন। প্রশ্ন হল, দুনিয়া জুড়ে স্কচ হুইস্কির এই যে চাহিদা, তাতে ব্রিটিশ সরকারি প্রচারের ভূমিকা কতটা? সেই প্রচার বন্ধ হলেই লোকে স্কচ ছেড়ে ধেনো ধরবে? সন্দেহ স্বাভাবিক!


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.