টুকরো খবর
নতুন এলাকা ঢুকছে কলকাতা পুরসভায়
বেহালার জোকা-১ ও জোকা-২ এই দুটি ব্লক কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত হচ্ছে। মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত এই ব্লক দু’টি বর্তমানে পঞ্চায়েতের অধীন। রাজ্য পুর দফতরের এক সূত্র জানান, ১৯ হাজারের কিছু বেশি মানুষ বাস করেন ওই দু’টি ব্লকে। বেহালার মহাত্মা গাঁধী রোডের এক পাশে কলকাতা পুর এলাকা, অপর পাশেই এই দু’টি ব্লক পঞ্চায়েত এলাকায় পড়ে। সেখানে বহু দিন থেকেই বড় বড় আধুনিক আবাসন হয়ে গিয়েছে। কিন্তু জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা, সড়ক তৈরি ও রক্ষণাবেক্ষণ, পথঘাটের আলো ইত্যাদি যে সব সুযোগ-সুবিধা কলকাতা শহরের নাগরিকরা পান, এই দু’টি ব্লকের বাসিন্দারা তা পান না। এই দুই এলাকা কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত করার দাবি বাসিন্দারা অনেক দিন ধরেই জানিয়ে আসছেন।মাস তিনেক আগে এ নিয়ে রাজ্য পুর দফতর থেকে জেলাশাসকের মতামত জানতে চাওয়া হয়। পুর দফতরের এক সূত্র জানান, সম্প্রতি জেলাশাসকের রিপোর্ট-সহ পুর দফতরের প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ে। তিনি এটি অনুমোদন করেন। এ বার মন্ত্রিসভার আগামী বৈঠকে প্রস্তাবটি পাশ হওয়ার পর আনুষঙ্গিক কাজ শুরু করবে পুরসভা। দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, মহেশতলার একটি অংশও কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত করার জন্য জেলাশাসকের মতামত চেয়েছে পুর দফতর।

তিন সঙ্গী-সহ গ্রেফতার হাতকাটা দিলীপ
জোড়া-খুনের ঘটনায় জামিনে মুক্তি পাওয়ার কয়েক মাসের মধ্যেই ফের ধরা পড়ল দাগি দুষ্কৃতী হাতকাটা দিলীপ। সেই সঙ্গে ধরা হয়েছে তার তিন সঙ্গী। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ তাদের ধরা হয়েছে বাগুইআটি থানার চিনারপার্কের একটি রেস্তোঁরা থেকে। বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার বলেন, “ধৃতদের কাছ থেকে ৩টি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে।”পুলিশ সূত্রের খবর, ২০০৪ সালের ২০ মে বিধাননগর (পূর্ব) থানা এলাকার নয়াপট্টির একটি জলসায় গুলি চালিয়েছিল দিলীপ। জোড়া-খুনের অভিযোগে এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। ব্যারাকপুর আদালতের জেলা জজ তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। মাস ছয়েক আগে হাইকোর্ট তাকে বেকসুর খালাস ঘোষণা করলে জামিনে মুক্তি পায় সে। ইদানীং সে লেকটাউনের বসাকবাগান এলাকায় নিজের ফ্ল্যাটে থাকত। ধৃত চার জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও দিলীপের গতিবিধির উপরে নজর রাখছিল। গোয়েন্দা বিভাগের গুণ্ডা-দমন শাখার এক পুলিশকর্মী বসাকবাগান এলাকায় দিলীপের ফ্ল্যাটের কাছে একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন। দিলীপের দৈনন্দিন কাজের ব্যাপারে কর্তাদের নিয়মিত খবর পাঠানোর দায়িত্ব ছিল ওই তাঁর। দিন দশেক আগে বাগুইআটির একটি রেস্তোঁরায় ১০টি গাড়িতে নিজের বিরাট বাহিনী নিয়ে দিলীপ হাজির হয়েছিল বলে পুলিশ সূত্রের খবর। ওই রাতে দীর্ঘ ক্ষণ রেস্তোঁরার ‘ডান্স ফ্লোর’ দখল করে রেখেছিল দিলীপের বাহিনী। ‘পরিচিত’ ওই দুষ্কৃতীকে এ ভাবে প্রকাশ্যে রেস্তোঁরায় দাপিয়ে বেড়াতে দেখে স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছিল।

লাইনে ফুলকি, বন্ধ মেট্রো
লাইনে আগুনের ফুলকির জেরে শনিবার রাতে আধ ঘণ্টারও বেশি সময় ধরে ব্যাহত হল মেট্রো-চলাচল। মেট্রো সূত্রের খবর, রাত ৮টা ৩৫ মিনিটে দমদমমুখী একটি ট্রেন রবীন্দ্র সরোবর স্টেশন ছাড়ানোর সঙ্গে সঙ্গেই লাইনের এক জায়গায় আগুনের ফুলকি দেখা যায়। পরের ট্রেনটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষকুমার ঘোষ বলেন, “দ্বিতীয় ট্রেনটি স্টেশন পেরোনোর পরেই স্পষ্ট হয়ে যায় ঠিক কোথায় ফুলকি দেখা গিয়েছে। আংশিক ভাবে পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।” দমদম থেকে ময়দান এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত আপ ও ডাউন লাইনে ট্রেন-চলাচল করলেও মধ্যবর্তী অংশে তা বন্ধ থাকে। ৯টা ৮ মিনিটে ট্রেন-চলাচল স্বাভাবিক হয়।

আবাসনে আগুন
ই এম বাইপাস সংলগ্ন একটি আবাসনের বিদ্যুতের লাইনে শনিবার রাত পৌনে বারোটা নাগাদ আগুন লাগে। আগুন প্রথমে লাগে সতেরো তলা বাড়িটির চোদ্দো তলায়। তার পর বিদ্যুতের লাইন ধরে আগুন নেমে আসে সাত তলা পর্যন্ত। বাইরে বেরিয়ে আসেন আতঙ্কিত আবাসিকরা। বাড়িটির বিদ্যুৎ সংযোগ সাময়িক ভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকলের ৭টি ইঞ্জিন অবশ্য আধ ঘণ্টার মধ্যেই আগুন আয়ত্তে আনে। ঘটনাস্থলে যান দমকলের ডেপুটি ডিরেক্টর তপন ঘোষ। এই ঘটনায় কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতিও নগণ্য।

সেনার প্রদর্শনী
প্রজাতন্ত্র দিবসে ইন্দিরা গাঁধী সরণির (রেড রোড) কুচকাওয়াজে অংশ নেওয়া সামরিক সরঞ্জামগুলি ফের প্রদর্শনের ব্যবস্থা করবে সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারকের কাছে রেড রোডে সামরিক বাহিনীর ওই ট্যাঙ্ক, অস্ত্র-সহ অন্য যুদ্ধ-সরঞ্জাম প্রদর্শিত হবে।

বেকারিতে আগুন
আগুনে পুড়ে গেল বেহালার একটি বেকারি। শনিবার সকাল সাতটা নাগাদ বেহালার সুরেন রায় রোডের বেকারি থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকার বাসিন্দারা। দমকলের চারটি ইঞ্জিন ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল।

দোকানে চুরি
গিরিশ পার্কের একটি দোকানের শাটার ভেঙে লক্ষাধিক টাকার জিনিস, নগদ টাকা চুরি হয়েছে। শুক্রবার গভীর রাতে বিবেকানন্দ রোডের ঘটনা। ওই দিন গভীর রাতে একটি বহুজাতিক মোবাইল নির্মাতা সংস্থার এজেন্সির শো-রুম থেকে প্রায় এক লক্ষ টাকা এবং ৬০টি মোবাইল চুরি গিয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.