|
|
|
|
|
|
|
তিনি বলেন |
ঈশ্বর এবং তাঁর দূতের কিন্তু কোনও
মাস্তানের প্রয়োজন নেই। |
বিক্রম শেঠ |
প্রসঙ্গ সলমন রুশদি |
|
|
|
|
|
|
|
|
আজ জন্মদিন হলে |
|
পুলকরঞ্জন দেব |
|
|
|
শুভ সংখ্যা: ১, ২, ৪ ও ৮।
শুভ দিন: বুধ, বৃহস্পতি ও শনি।
শুভ রং: ধূসর, ছাই, কালো, গাঢ় নীল
ও লালচে নীল।
শুভ রত্ন:নীলা ও এমেথিস্ট। |
স্বাস্থ্য ভালই থাকবে। প্রবীণ ব্যক্তিরা সাবধানে চলাফেরা করবেন, কারণ পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি পেলেও পদোন্নতি বিলম্বিত হতে পারে। আর্থিক সচ্ছলতা থাকবে। অতিরিক্ত জাঁকজমকে ব্যয় বাড়াবেন না। ব্যবসায় ক্রমশ উন্নতির শুভ যোগ। তবে, কর্মচারীর অসততায় কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। লটারি বা ফাটকা জাতীয় বিষয়ে অর্থ লগ্নি করবেন না। সম্পত্তি নিয়ে স্বজন-বিরোধ বাড়তে পারে। দাম্পত্য জীবনে সম্প্রীতি বজায় থাকবে। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়েদিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
৫০ বছর আগে |
|
|
|
উলটপুরাণ |
|
প্রজাতন্ত্র দিবসে যে জাতীয় পতাকাটির নীচে দাঁড়াইয়া পশ্চিমবঙ্গের রাজ্যপাল সেনা ও পুলিশবাহিনীর অভিবাদন গ্রহণ করেন, সেটি উল্টা করিয়া টাঙানো ছিল। ব্যান্ডে জাতীয় সঙ্গীতের সুর বাজিবার সঙ্গে সঙ্গে পতাকাটি তোলা হয়। দেখা যায়, সেটি উল্টা করিয়া টাঙানো। কিন্তু ততক্ষণে কুচকাওয়াজ সুরু হইয়া গিয়াছে। আর ভুল সংশোধনের উপায় নাই।
— আনন্দবাজার পত্রিকা, ২৮ জানুয়ারি ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|