বিনোদন ২৩ কোটির বিজয়রথে হৃতিকের ‘অগ্নিপথ’
ঠিক এক যুগ পর। হৃতিক রোশন আবার টপকে গেলেন। সকলকে।
২০০০ সালের ১৪ জানুয়ারি মুক্তি পেয়েছিল হৃতিকের প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’। তার ঠিক আগের সপ্তাহেই (৭ জানুয়ারি) মুক্তি পায় আমির খানের ‘মেলা’, আর পরের সপ্তাহে (২১ জানুয়ারি) শাহরুখ খানের ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’। কিন্তু ব্লকবাস্টার হয়েছিল ‘কহো না..’-ই। নতুন সুপারস্টার হিসেবে উঠে এসেছিলেন হৃতিক।
কাট টু জানুয়ারি ২০১২। ২৬শে মুক্তি পেল হৃতিকের ‘অগ্নিপথ’। প্রথম দিনই ২৩ কোটি টাকার ব্যবসা। সলমন খানের ‘বডিগার্ড’-এর ২১ কোটি ৬২ লক্ষের রেকর্ড ভেঙে চুরমার। শুধু সলমন কেন, হৃতিক যে রেকর্ড গড়লেন তাতে সব ‘খান’ই খানখান। অগ্রিম বুকিংয়ের গতি দেখেই প্রথম দিনের ব্যবসা কী হতে যাচ্ছে, তার একটা আঁচ পাওয়া গিয়েছিল। কিন্তু সেটা যে ২৩ কোটি ছোঁবে, সেটা কেউই ভাবতে পারেননি। বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ বলছেন, “বছরের প্রথমেই হৃতিক বাণিজ্যের ধারাপাতটা বদলে দিলেন। এমন একটা লক্ষ্যমাত্রা তৈরি হয়ে গেল, যেটা টপকানো মুশকিল হবে।”
শুক্রবার, কাজের দিনেও ১৮ কোটির মতো বিক্রি ছিল। তার পরে থাকছে সপ্তাহান্তের ভিড়। “সব মিলিয়ে প্রথম চার দিনেই ৭৫ কোটির মতো ব্যবসা হয়ে যাবে বলে মনে হচ্ছে।”
অথচ ১৯৯০ সালে অমিতাভ বচ্চন অভিনীত মূল ‘অগ্নিপথ’ যখন এসেছিল, তখন সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসের আনুকূল্য তেমন জোটেনি। সেদিক থেকে মূলকেও ছাপিয়ে যাচ্ছে রিমেক। মূল ছবির প্রযোজক ছিলেন যশ জোহর। রিমেকের প্রযোজনায় তাঁরই ছেলে কর্ণ জোহর। উচ্ছ্বসিত কর্ণ বললেন, “আমরা সবাই ভীষণ খুশি।
একটা ক্লাসিককে নতুন করে গড়া খুব কঠিন কাজ। পরিচালক কর্ণ মলহোত্র আর হৃতিক-প্রিয়ঙ্কা-সঞ্জয় মিলে সেই ম্যাজিকটাই করে দেখিয়েছেন।” অথচ একটা দুশ্চিন্তা ছিল, ছবির দৈর্ঘ্য নিয়ে। ‘বডিগার্ড’ বা ‘রা.ওয়ানে’র চেয়েও লম্বা ছবি ‘অগ্নিপথ’। ফলে শো-এর সংখ্যা কমাতে হয়েছে। “কিন্তু তা সত্ত্বেও প্রথম দিনেই যে পরিমাণ বিক্রি দিয়েছে ছবিটা, সেটা অভাবনীয়”, বললেন ইন্ডাস্ট্রিরই এক জন। এমনকী ‘অগ্নিপথ’ হৃতিকের বৃহত্তম হিট হতে যাচ্ছে কি না, তা-ই নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র মোট ব্যবসা ছিল ৯০ কোটির মতো। তরণের ধারণা, “অগ্নিপথ’ প্রথম সপ্তাহেই ওই অঙ্কটা ছুঁয়ে ফেলবে।”
এবং ‘অগ্নিপথ’ এ রাজ্যেও এই মুহূর্তের চলতি ধারাকে কিন্তু রুখে দিতে পেরেছে। বেশ কিছু দিন ধরে বাংলায় বলিউডকে হারিয়ে দিচ্ছিল টলিউড। ‘অগ্নিপথ’-এর বেলায় সেই অঙ্ক মিলল না। দেব-এর ‘খোকাবাবু’ এবং জিৎ-এর ‘১০০% লভ’ বাজারে থাকা সত্ত্বেও হৃতিক অপ্রতিহত। এ রাজ্যে পরিবেশক ওম মুভিজ-এর পক্ষে দেবাশিস দে জানাচ্ছেন, ১১৮টি হল-এ মুক্তি পাওয়া ‘অগ্নিপথ’ রাজ্যে প্রথম দিনে ৯৩ লক্ষ টাকার ব্যবসা করেছে। ‘বডিগার্ড’ প্রথম দিনে এক কোটি ৪০ লক্ষ টাকা তুলেছিল ঠিকই, কিন্তু সে ছবি ২৫০টি হল-এ মুক্তি পেয়েছিল। সুতরাং তুলনামূলক বিচারে এ রাজ্যেও ‘বডিগার্ড’কে অনেকটা পিছনে ফেলে দিয়েছে ‘অগ্নিপথ’।
বিজয় দীননাথ চহ্বানের বিজয়রথ থামায় কে!
প্রথম দিনে প্রথম পাঁচ
২৩ কোটি ২০ লক্ষ
২১ কোটি ৬২ লক্ষ
১৮ কোটি ৫০ লক্ষ
১৪ কোটি ২৫ লক্ষ
১৩ কোটি ৩৫ লক্ষ



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.