আমরি কাণ্ডে গ্রেফতার আরও দুই কর্তা |
আমরি কাণ্ডে এবার গ্রেফতার হলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তথা প্রখ্যাত চিকিত্সক মণি ছেত্রী এবং প্রণব দাশগুপ্ত। আজ সকালে নিজের বাড়ি থেকে গ্রেফতার হন মণি ছেত্রী। অন্যদিকে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই গ্রেফতার হন প্রণববাবু। এই নিয়ে আমরি কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। প্রসঙ্গত হাসপাতালের লাইসেন্স মণি ছেত্রীর নামেই। আজ তাঁদের আলিপুর আদলতে তোলা হবে। তাঁদের নিজেদের হেফাজতে রাখার জন্য আবেদন জানাবে কলকাতা গোয়েন্দা পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ করা হয়েছে। পলাতক আরও তিন কর্তার নামে হুলিয়া জারি করেছে কলকাতা পুলিশ।
|
ফের শিশু মৃত্যু মালদহ হাসপাতালে |
ফের শিশু মৃত্যুর ঘটনা মালদহ হাসপাতালে। গত ২৪ ঘন্টায় মোট সাতটি শিশুর মৃত্যু হয়েছে এখানে। এর মধ্যে নিওনেটাল ইউনিটে মৃত্যু হয়েছে পাঁচ শিশুর এবং এস এন সি ইউ-তে মৃত্যু হয়েছে আরও ২ শিশুর। তবে হাসপাতাল সুপারের দাবি অনুযায়ী এই শিশুদের মধ্যে অন্তত ২ জনের ওজন ছিল অত্যধিক কম। বাকিরা ভুগছিল ফুসফুসের সংক্রমণে। এই নিয়ে গত দশ দিনে ৫০ টি শিশুর মৃত্যু হয়েছে।
|
রাইসমিলগুলি ধান কিনছে না এই অভিযোগে বর্ধমানের পারাজে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় কৃষকরা। সকাল ৭ টা থেকে চলা এই অবরোধে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। বুদবুদ ও গলসি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েও অবরোধ তুলতে ব্যর্থ হয়। কৃষকদের অভিযোগ, রাইসমিলগুলি তাদের কাছ থেকে ধান না কিনে কিনছে বাইরের রাজ্য থেকে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছন আইনমন্ত্রী মলয় ঘটক। দশটি কেন্দ্র থেকে ধান কেনা হবে- মন্ত্রীর এই আশ্বাসে ৪ ঘন্টা পর অবরোধ তুলে নেয় কৃষকরা।
|
বীরভূমে চলন্ত ট্রেনে ডাকাতি |
আজ ভোররাতে বীরভূমের বাঁশলই স্টেশনে সাহেবগঞ্জ প্যাসেঞ্জারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। প্রায় আধঘন্টা ধরে তাণ্ডব চালায় ডাকাতরা। ট্রেনটি রামপুরহাট যাচ্ছিল। বাধা দিতে গিয়ে ডাকাতদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যবসায়ীর।
|
পরিবহন সঙ্কট কাটাতে মহাকরণে বৈঠক |
সঙ্কটে রাজ্যের সবকটি রাষ্ট্রীয় পরিবহন নিগম। সঙ্কট কাটাতে পরিবহন নিগমগুলির সঙ্গে আজ মহাকরণে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। থাকছেন পরিবহন মন্ত্রী ও ইউনিয়নের নেতারা। লাভজনক রুট ও ভর্তুকি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। পরে বাস মালিকদের সঙ্গেও বৈঠক করবেন পরিবহনমন্ত্রী। |