টুকরো খবর
নির্যাতিতার গ্রামে বামেরা
ছোট চৌকিরবস গ্রামের শ্বশুরবাড়িতে নির্যাতিতা বধূ কবিতা দেবনাথের ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া শুরু করল সিপিএম। মঙ্গলবার বিকালে দলের জলপাইগুড়ি জেলা এবং জোনাল কমিটির একটি প্রতিনিধি দল ওই গ্রামে যায়। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। গত ১০ জানুয়ারি ঠিক কি হয়েছিল সেই সম্পর্কে প্রতিনিধি দলের সদস্যরা বিস্তারিত খোঁজখবর নেন। দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সন্তোষ সরকার জানান, ওই বধূর উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত বধূর খুড় শ্বশুর সুভাষ দেবনাথকে কেন ধরা যায়নি তা আমরা পুলিশের কাছে জানতে চাইব। তৃণমূল কংগ্রেসের নেতারা ওই মহিলার পাশে না দাঁড়িয়ে মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে। স্থানীয় মানুষ এর জবাব দেবে। কবিতাদেবীকে দলীয়ভাবে সাহায্য করা হবে। কবিতাদেবীর স্বামী ভিনরাজ্যে থাকেন। শ্বশুরবাড়ির জমির এককোণের চিলতে ঘরে একমাত্র ছেলেকে নিয়ে তিনি দিনমজুরি করে সংসার চালান। গত ১০ জানুয়ারি শ্বশুরবাড়ির গাছের কয়েকটি সুপারি বিক্রির অপরাধে তাঁর উপর নির্যাতন করা হয় বলে অভিযোগ। শ্বশুরবাড়ির লোকজন তাঁকে গাছে বেঁধে অর্ধনগ্ন করে মারধর করেন। শরীরে বিছুটি পাতা ঘষে দেওয়া ছাড়াও প্রস্রাব করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর পুলিশ বধূর শ্বশুরবাড়ির ৪ জনকে ধরলেও মূল অভিযুক্ত পালিয়ে যায়। কবিতাদেবী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক থেকে শুরু করে জেলা পরিষদ। তৃণমূল কংগ্রেসের স্থানীয় একাংশ নেতৃত্ব অভিযুক্ত সুভাষবাবুকে নির্দোষ বলে দাবি করেছেন। যা সিপিএম নেতৃত্ব মানতে নারাজ।

বাস দাঁড়ায় না, মন্ত্রীকে স্মারকলিপি বাসিন্দাদের
সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও বিধাননগরের মুরালিগঞ্জ এলাকায় কোনও সরকারি বা বেসরকারি বাস না দাঁড়ানোয় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সম্প্রতি ফাঁসিদেওয়ার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী সুনীল তিরকির দ্বারস্থ হয়েছেন এলাকার বাসিন্দারা সহ মুরালিগঞ্জ হাইস্কুলের ছাত্রছাত্রী ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। মন্ত্রীর কাছে তাঁরা একটি স্মারকলিপিও দিয়েছেন। এ ব্যাপারে মন্ত্রী সুনীলবাবু বলেন, “মুরালিগঞ্জ এলাকায় আগে থেকেই একটি নির্দিষ্ট বাসস্টপ ছিল এবং রয়েছে। কিন্তু সেখানে কোনও সরকারি বা বেসরকারি দাঁড়ায় না বলে এলাকার বাসিন্দারা এবং স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। সেখানে বাস দাঁড়ানো খুবই দরকার। এই নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। বেসরকারি বাসের ব্যাপারেও জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলব। যাতে আগের মতোই সেখানে বাস দাঁড়ানোর ব্যবস্থা হয়।” ওই ছাত্রছাত্রীদের অভিযোগ, “মুরালিগঞ্জ এলাকায় আমাদের স্কুলের সামনে বাসস্টপ থাকতেও কোনও বাসই না দাঁড়ানোয় আমাদের প্রচন্ড ভোগান্তিতে পড়তে হয়। সময় মতো স্কুলে ঢুকতে পারছি না। পরীক্ষার দিনগুলিতে আরও বেশি করে সমস্যায় পড়তে হয়।” বাস দাঁড়ানো নিয়ে দ্রুত কোনও ব্যবস্থা না নেওয়া হলে কোনও বাসই চলতে দেওয়া হবে না বলে তারা হুমকিও দেন। একই অভিযোগ করে ওই স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম বলেন, “এই নিয়ে আমরা প্রশাসনে বহুবার দাবি জানিয়েও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত আমরা সবাই মন্ত্রীর দ্বারস্থ হয়েছি।” শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, “আমরা অনেক শিক্ষক-শিক্ষিকা কেউ কেউ ইসলামপুর ও শিলিগুড়ির বিভিন্ন এলাকায় থেকে স্কুলে যাতায়াত করি। মুরালিগঞ্জের কথা বললেই কোনও বাসই ওঠাতে চায় না।

বাবা-মা’কে মারধরে অভিযুক্তদের ‘শাস্তি’
বাবা-মাকে মারধর করার ঘটনায় অভিযুক্ত ছেলে ও পুত্রবধূকে বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিল আদালত। মঙ্গলবার শিলিগুড়ির মহকুমাশাসকের আদালত ওই রায় দিয়েছে। জোর করে বাড়িতে ঢুকে ছেলে দেবজ্যোতি বসু ও পুত্রবধূ সাগরিকা দেবী সম্পত্তি লিখে দেওয়ার দাবি জানিয়ে তাঁদের মারধর করছে বলে গত সেপ্টেম্বরে মহকুমাশাসকের আদালতে অভিযোগ জানিয়েছিলেন লেক টাউনের বাসিন্দা প্রবীর বসু। তাঁর অভিযোগ, একটি বেসরকারি লগ্নি সংস্থার মালিক তাঁর ছেলে। বিয়ে করে আলাদা বাড়িতে ভাড়া থাকতেন। গত বছর তিনি স্ত্রী নিয়ে জোর করে প্রবীরবাবুর বাড়িতে ঢুকে পড়েন। তার পরেই সম্পত্তি লিখে দেওয়ার নাম করে শুরু হয় মারধর। আদালতে প্রবীরবাবু অভিযোগ জানিয়েছেন, এই ব্যাপারে তিনি পুলিশকে জানালেও কোনও ব্যবস্থা হয়নি। তার পরেই তিনি আদালতে আসার সিদ্ধান্ত নেন। প্রবীরবাবুর আইনজীবী দীপ্তেশ নাহা জানান, আদালতের নির্দেশ ইতিমধ্যেই শিলিগুড়ি থানায় পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে, দেবজ্যোতিবাবু বলেন, “মহকুমাশাসকের আদালতের এমন কোনও নির্দেশ এখনও হাতে পাইনি। তবে বাড়ির অমতে বিয়ে করায় গত তিন বছর ধরে বাবা-মায়ের সঙ্গে সমস্যা চলছে। আমরাও আদালতে মামলা করেছি। সেই মামলা এখনও চলছে।” আইনজীবী দীপ্তেশবাবু তাঁর মক্কেলদের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে বলে স্বীকার করেছেন। তিনি বলেন, “তা ছাড়া আমার মক্কেলও দেবজ্যোতিবাবুর বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন। তবে বিচারাধীন কোনও মামলা নিয়ে কোনও মন্তব্য করা কারও পক্ষেই ঠিক নয়।”

সিআইডি-র কাছে আর্জি
দার্জিলিংয়ে জোড়া খুনের কিনারা করতে সিআইডির সাহায্য নেবে পুলিশ। মঙ্গলবার দার্জিলিংয়ে জেলা পুলিশ সুপার আনন্দ কুমার জানান, খুব শীঘ্রই কলকাতা থেকে সিআইডির একটি টিম দার্জিলিংয়ে গিয়ে তারা হাত ও পায়ের ছাপ পরীক্ষা করবেন। শনিবার দার্জিলিংয়ের গাঁধী রোডের একটি হোটেল থেকে ২টি দেহ উদ্ধার করে পুলিশ। একজন হোটেলের ম্যানেজার সন্দীপ রাই (২৫)। অপরজন ওয়েটার মহম্মদ মুস্তাফা (৩৫)। তদন্তে জানা যায়, হোটেল চত্বরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সাফাইয়ের কাজ করতেন মুস্তাফা। ব্যাঙ্কের অফিসের চাবি তাঁর কাছে থাকত। মৃতদেহ উদ্ধারের পর চাবি পাওয়া গেলেও ব্যাঙ্কের অফিস খোলা পাওয়া গিয়েছে। লকার খোলার চেষ্টা হয় বলেও পুলিশ জানতে পেরেছে। বিষয়টি দেখে ফেলতেই তাদের খুন করা হয়ে থাকতে পারে বলে পুলিশের সন্দেহ। পুলিশ সুপার বলেন, “কিছু তথ্য পেয়েছি। সিআইডির সাহায্য নেওয়া হচ্ছে। দ্রুত কিনারা হবে।”

বৈঠক পণ্ড
মালিকপক্ষ না আসায় ভেস্তে গেল দলসিংপাড়া চা বাগান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক। মঙ্গলবার আলিপুরদুয়ারের সহকারি শ্রম আধিকারিকের দফতরে দলসিংপাড়া চাবাগান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ছিল আলিপুরদুয়ারের সহকারি শ্রম আধিকারিক সুমন্ত শেখর রায় জানান, গত ৪ জানুয়ারি দলসিংপাড়া চা বাগান বন্ধ হয়েছে। এদিন দ্বিতীয়বার শ্রমিক সংগঠন ও মালিক পক্ষকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু মালিক পক্ষের কেউ না আসায় বৈঠক হয়নি। আগামী ৩০শে জানুয়ারী শিলিগুড়িতে যুগ্ম শ্রম কমিশনেরের দফতরে বৈঠক ডাকা হয়েছে।

লুঠের চেষ্টা
পেট্রোল পাম্প মালিকের বাড়িতে ঢুকে ভোজালি দেখিয়ে ডাকাতির চেষ্টা করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাত সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে এনজেপি পুলিশ ফাঁড়ির ভবেশ মোড়ে। জনতার তাড়ায় পালিয়ে যায় দুষ্কৃতী দলের সদস্যরা। পুলিশ জানায়, ভবেশ রায়ের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। একটি সোনার চেন ও মোবাইল নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এদিন ওই বাড়ির সদস্যরা প্রতিবেশীর বিয়েতে গিয়েছিলেন। সেই সুযোগে ৫ জন দুষ্কৃতী বাড়ির পেছনে জড়ো হয়। সেই সময় ভবেশবাবুর ছেলে ঢুকলে তার গলায় ভোজালি ঠেকিয়ে দরজা খুলে দিতে বাধ্য করে। ভেতরে ঢুকে তার থেকে মোবাইল ও চেন কেড়ে নেয়।

নিয়োগ
রাজ্য ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে দার্জিলিং থেকে সাড়ে তিন হাজার নিয়োগ করা হবে। মঙ্গলবার দার্জিলিংয়ে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান জেলা পুলিশ সুপার আনন্দ কুমার। সেখানে কলকাতা পুলিশের অ্যাসিট্যান্ট কমিশনার কমলকুমার থাপা ছিলেন। তাঁরা জানান, কলকাতা পুলিশের জন্য আড়াই হাজার এবং রাজ্য পুলিশের জন্য হাজার জওয়ান নিয়োগ করা হবে। কলকাতা পুলিশে ৫০ মহিলা কনস্টেবল নেওয়া হবে। রাজ্য পুলিশে তপশিলি জাতির জন্য ৭০০ পুরুষ, ৩০০ মহিলা কনস্টেবল নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ার জন্য ফর্ম বিলির কাজ শুরু হয়েছে।

নতুন আহ্বায়ক
জলপাইগুড়ি জেলা কিসান খেত মজদুর কংগ্রেসের নতুন আহ্বায়ক হয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা গিরিজা রায়। সম্প্রতি সংগঠনের প্রদেশ কমিটির আহ্বায়ক তপন দাস এক নির্দেশ পাঠিয়ে জেলার সমস্ত কমিটি ভেঙে দেন। নতুন করে সংগঠন গড়তে গিরিজা রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, কৃষক স্বার্থ জড়িত এমন বিষয়ে আন্দোলনের নির্দেশও জেলা সংগঠনকে দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকায় সংগঠন বিস্তার করার জন্যই গিরিজা রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জেলা কংগ্রেস জানায়।

অভিযান
হিলি সীমান্তের ত্রিমোহিনীর লালপুর এলাকার এক বাড়িতে বিএসএফ ও পুলিশ যৌথ অভিযান চলিয়ে ১১ বস্তা গন্ধক, ৪৫ কেজি হিং এবং ৪ বস্তা পোস্তর খোসা উদ্ধার করে। মঙ্গলবার দুপুরের ঘটনা। বাড়ির মালিক মনোরঞ্জন দাস পলাতক। এই সমস্ত সামগ্রী বাংলাদেশে পাচারের জন্য জড়ো করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। পলাতক বাড়ির মালিকের মুদির দোকান রয়েছে। গন্ধক বিস্ফোরক ও প্রসাধন সামগ্রী তৈরির কাজে ব্যবহৃত হয়। পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে।”

আন্দোলনের হুমকি
বকেয়া মেটানোর দাবিতে আন্দোলনের হুমকি দিল ঠিকাদারদের সংগঠন। মঙ্গলবার আলিপুরদুয়ারে ফেডারেশন অব কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের তৃতীয় বর্ষ রাজ্য সম্মেলনে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক হীতাংশু চৌধুরী জানান, তিন বছরেরে বকেয়া মেটানোর দাবি পূর্ত দফতরে জানাব। প্রয়োজনে আন্দোলন হবে। সম্মেলনে ২৫০ জন প্রতিনিধি যোগ দেন।

কম্বল বিলি
শীতে এলাকার দুশো দুঃস্থকে কম্বল দিল চম্পাসারি গ্রাম পঞ্চায়েত। মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার ২০টি গ্রাম সংসদের দুশো জন বাসিন্দার হাতে কম্বল তুলে দেওয়া হয়।

আঘাতের অভিযোগ
শ্যালিকার গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটে ভক্তিনগরের ঘোঘোমালিতে। তরুণী হাসপাতালে ভর্তি আছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.