নবদ্বীপের ‘কণ্ঠস্বর’ সংস্থার আয়োজনে পালিত হল সুকুমার রায় উৎসব। তাঁর ১২৫ তম জন্মবার্ষিক উপলক্ষে রবিবার নবদ্বীপ হিন্দি স্কুল অডিটোরিয়ামে সারা দিন ধরে সুকুমার রায়ের কবিতার দৃশ্যায়ন-সহ সংস্থার শতাধিক আবৃত্তি শিক্ষার্থী শিল্পী কবিতা আবৃত্তিতে অংশ নেন। এছাড়াও ছিল সুকুমার রায়কে নিয়ে দুটি আলোচনা। বিষয় ছিল- সুকুমার রায়ের কবিতায় অনুভূতির প্রকাশ এবং হ্যারি পটার আজকের শিশুদের কাছে যতটা জনপ্রিয়, সুকুমার রায় ততটা নন কেন?
|
বহরমপুরের ৮টি বাংলা গানের দলকে নিয়ে ‘ব্যান্ড ফেস্ট’-এর আয়োজন করে একটি সংস্থা। ২৪ জানুয়ারি বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত ওই ব্যান্ড ফেস্টে অ্যাডিক্টেড, ফস, ভিশন্, এসক্রা, অ্যাকুয়াস্টিক, নিউ অ্যাগনস্টিক, এসকেপ ভেলোসিটি, আইকন নামের ৮টি বাংলা গানের দল তাদের নিজেদের গান পরিবেশন করে। আয়োজক সংস্থার পক্ষে সুমন ভট্টাচার্য, অমিত হালদার বলেন, “বাংলা রক মিউজিক নিয়ে বহরমপুরের বিভিন্ন বাংলা গানের দল ভালবেসে গান লিখছে, নতুন সুর দিচ্ছে। তাদের ওই কাজকে সম্মান জানানোর পাশাপাশি সঙ্গীতপ্রেমী মানুষের কাছে তাদের পরিচিতি ঘটানোর উদ্দেশ্যেই এদিনের অনুষ্ঠান।”
|
সপ্তম বর্ষ বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলনের আয়োজন করে বহরমপুর বিবেকানন্দ পাঠচক্র। রবিবার খাগড়া হিন্দুস্থান সেবা সমিতি ক্রীড়াঙ্গনে সারা দিন ব্যাপী ওই যুব সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাড়ে তিনশো যুবক-যুবতী অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ। অনুষ্ঠান পরিচালনা করেন গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার-এর স্বামী নিত্য সত্যানন্দ মহারাজ।
|
ক্লাব প্রাঙ্গণে গত ১৪-১৫ জানুয়ারি দশম বার্ষিক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে যোগেন্দ্রনারায়ণ মিলনী বা গ্রান্ট হল কর্তৃপক্ষ। উদ্যোক্তারা জানান, বহরমপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী মোট পাঁচশো প্রতিযোগী হিসেবে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।
|
গত ২৩ জানুয়ারি সপ্তম বর্ষ নবদ্বীপ নন্দিনী প্রতিযোগিতার আয়োজন করে নবদ্বীপের স্থানীয় একটি টিভি চ্যানেল। উদ্যোক্তারা জানিয়েছেন এ বারের নবদ্বীপ নন্দিনী হয়েছেন প্রত্যুষা বসু। নবদ্বীপ শ্রী হন শ্রীময়ী মুখোটি আর তৃতীয় বা নবদ্বীপ অনন্যা হয়েছেন মল্লিকা মণ্ডল।
|
হোগলবেড়িয়ার কুমড়ি যুবগোষ্ঠী গত রবি ও সোমবার দু-দিন ব্যাপী সপ্তম বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। তেহট্টের রানিনগর স্বেচ্ছাসেবক বাহিনি ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিবস পালন করে। আলোচনা ছাড়াও ছিল দেশাত্ববোধক গান ও কবিতা।
|
নবদ্বীপ বিবেকানন্দ যুবমহামণ্ডলের নবদ্বীপ শাখার উদ্যোগে গত ২২ জানুয়ারি দশম বার্ষিক যুব শিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন বিভিন্ন জেলার প্রায় সাড়ে তিনশো যুবক। শিবির শেষে বক্তব্য রাখেন বেলুড় এমএড কলেজের স্বামী গোকুলেশানন্দ মহারাজ।
|
রাজ্য সরকারের যুবকল্যাণ দফতরের উদ্যোগে এ বছরের যুব সংসদ প্রতিযোগিতায় নবদ্বীপ পুর-এলাকার ১৯টি স্কুল ওই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম স্থান পায় আরসিবি সারস্বত মন্দির। জেলা স্তরের ওই প্রতিযোগিতায় অবশ্য তৃতীয় স্থান পেয়েছে তারা।
|
গত ১৯-২৩ ডিসেম্বর ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যালের আসর বসে কলকাতা সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে। লোকসঙ্গীত ও আদিবাসী সঙ্গীত পরিবেশন করেন ১১টি দেশের শিল্পীরা। অনুষ্ঠানের শেষ দিনে বহরমপুরের নাইয়া বাংলা গানের দলের শিল্পী অনুপ চক্রবর্তী একক লোকসঙ্গীত পরিবেশন করেন।
|
পশ্চিমবঙ্গ ছাত্র ও যুব উৎসবে রাজ্য স্তরের প্রতিযোগিতায় নবদ্বীপের প্রত্যুষা বসু হারমোনিয়াম বাদনে দ্বিতীয় স্থান অধিকার করেন। এর আগে প্রত্যুষা নবদ্বীপ পুর অঞ্চল ও জেলা ছাত্র ও যুব উৎসবে হারমোনিয়াম ছাড়াও বাংলা আধুনিক গান ও নজরুলগীতিতে সাফল্য লাভ করেন।
|