টুকরো খবর |
দিল্লিতে শুরু হল ‘অদ্ভুতম’ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
|
‘অদ্ভুতম’ প্রদর্শনীতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী কুমারী শৈলজার সঙ্গে রাখী সরকার। মঙ্গলবার। ছবি: প্রেম সিংহ |
‘অদ্ভুতম রস ইন ইন্ডিয়ান আর্ট’ প্রদর্শনী এ বার দিল্লিতে। আয়োজক সিমা (সেন্টার অফ ইন্টারন্যাশনাল মর্ডান আর্ট)। সলতে পাকানোর কাজ অবশ্য শুরু হয়েছিল ১৯৯৬-এ। দেশের ‘কনটেমপোরারি আর্ট’-কে বিদেশের গুণগ্রাহীদের সামনে তুলে ধরতে সে বছর সিমা লন্ডনে একটি প্রদর্শনীর ব্যবস্থা করে। ‘চমৎকার’ নামে সেই প্রদর্শনীতে জায়গা করে নিয়েছিল অজন্তা থেকে সমকালীন সিনেমার পোস্টার। দু’সপ্তাহে প্রায় ৪০ হাজার দর্শক উপস্থিত হন সেই প্রদর্শনীতে। তখন থেকেই ভারতীয় দর্শকের জন্য ওই ধাঁচের একটি প্রদর্শনীর পরিকল্পনা নিয়েছিল সিমা। কিন্তু মাঝে প্রায় দেড় দশকের ব্যবধান। এই পরিসরে পাল্টেছে সমাজ। উঠে এসেছে নতুন শিল্পরীতি, নতুন মাধ্যম। নতুন সময়কে মাথায় রেখেই নতুন আঙ্গিকে ধরার চেষ্টা করা হয় চমৎকারের বিষয়বস্তুকে। শুরু হয় গবেষণা। শুরু হয় অন্বেষণ। অন্তর্ভুক্ত হয় নতুন শিল্পরীতি। সিমা গ্যালারির কর্ণধার রাখী সরকারের কথায়, “বর্তমানে দেশের নানা প্রান্তে আদিবাসী বা লোকশিল্পী, কিংবা বাংলার পট চিত্রকারেরা তারিফযোগ্য কাজ করছেন। সে সব শিল্প রীতিকেও এই প্রদর্শনীতে সামিল করা হয়েছে।” যে সব ভারতীয় শিল্পী বিদেশে বসবাস করে ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতিকে কাজের মাধ্যমে ফুটিয়ে তুলছেন বা যে বিদেশিরা এ দেশে থেকে ভারতীয় সংস্কৃতিকে আত্মস্থ করে নিজের শিল্প কীর্তিতে তা ফুটিয়ে তুলছেন, সে সব শিল্পকে জায়গা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সিমা। আজ দিল্লিতে ‘অদ্ভুতম’-এর উদ্বোধন করেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী শৈলজা। তাঁর কথায়, “গোটা প্রচেষ্টাটি অন্যন্য। ব্যবসায়িক সাফল্যের কথা না ভেবে যে ভাবে সারা দেশের শিল্প উঠে এসেছে প্রদর্শনীতে, তা সত্যিই প্রশংসনীয়।”
|
অভিযানে ধৃত দুই |
নিজস্ব সংবাদদাতা, ধুবুরি |
প্রজাতন্ত্র দিবসের আগে তল্লাশি চালিয়ে শক্তিশালী বোমা উদ্ধার করল বিএসএফ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ধুবুরি শহরে কাছারী ঘাটে। আধুনিক ওই বোমা ছাড়া ৩টি দেশি বোমা, বেশ কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাতে বড় ধরনের নাশকতা এড়ানো সম্ভব হল বলে মনে করছে বিএসএফ। দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বেলা ১১টা নাগাদ আধুনিক বোমাটি উদ্ধার করা হয় ধুবুরি শহরে পুলিশ সুপারের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা ব্রহ্মপুত্রর তীরে কাছারীঘাটে তল্লাশি চালিয়ে। যাত্রীবাহী নৌকায় বোমাটি রাখা ছিল পলিথিনের ব্যাগে মুড়ে। ২ কিলোগ্রাম ওজনের বোমা এবং ৬ ভোল্টের ব্যাটারি উদ্ধার করা হয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে হামিদুল ইসলাম এবং মহিদুল ইসলাম নামে দুই যুবককে। বাড়ি গোয়ালপাড়া থানার ভরাটনভিটা গ্রামে।
|
‘হেরাফেরি জি’, পাল্টা বিজেপির |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
উত্তরপ্রদেশের ভোট-যুদ্ধে বাজিমাত করতে কংগ্রেস যখন ভরসা রাখছে ‘কোলাভেরি ডি’-তে, বিজেপি-ও তখন জনপ্রিয় এই গানের প্যারোডিকে পুঁজি করে পাল্টা প্রচারে নামল। প্যারোডি এই গানের শীর্ষক ‘হোয়াই দিস হেরাফেরি হেরাফেরি জি?’ এই গানে মনমোহন সিংহ থেকে অণ্ণা হজারের গলা নকল করে কংগ্রেস, মায়াবতী, মুলায়ম সিংহকে আক্রমণ করা হয়েছে। কেন্দ্রে কংগ্রেস ও উত্তরপ্রদেশে মায়াবতী সরকারের আমলে মূল্যবৃদ্ধি, দুর্নীতির চাপে সাধারণ মানুষের নাজেহাল অবস্থাই এই গানের সম্বল। পাঁচটি চলন্ত ভ্যানে বড় পর্দা লাগিয়ে এই গান গ্রামে-গঞ্জে প্রচার করবে বিজেপি।
|
স্বর্ণমন্দির নিয়ে মন্তব্য, তলব মার্কিন কূটনীতিককে |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
স্বর্ণমন্দির সম্পর্কে একটি মার্কিন চ্যানেলের সঞ্চালকের বিরূপ মন্তব্য নিয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন কূটনীতিক রবার্ট ব্লেকের সঙ্গে কথা বলতে চেয়েছে ভারত। বিষয়টি নিয়ে আমেরিকার নানা প্রান্ত থেকেও নেটে এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রতিবাদ জানাতে শুরু করেছেন শিখরা। বিষয়টি নিয়ে গত কালই তীব্র আপত্তি জানিয়েছিল ভারত। অমৃতসর নিয়ে এক অনুষ্ঠানে জে লেনো নামে ওই সঞ্চালক শিখ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র মন্দিরটি দেখিয়ে বলেন, বাড়িটি প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রোমনির গরমের ছুটি কাটাতে কাজে আসতে পারে। এমন মন্তব্যকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ এবং ‘তীব্র আপত্তিকর’ বলে বর্ণনা করেন অনাবাসী ভারতীয় বিষয়ক মন্ত্রী ভায়লার রবি এবং বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। রবি জানান, আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নিরুপমা রাওকে তিনি বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে বলেছেন। রবি আরও বলেন, “স্বণর্মন্দির শিখ সম্প্রদায়ের সব চেয়ে পবিত্র স্থল। বিষয়টি মার্কিন সরকারের দেখা উচিত।”
|
তুষারঝড়ে মৃত দুই, নিখোঁজ পাঁচ জওয়ান |
সংবাদসংস্থা • শ্রীনগর |
প্রবল তুষারঝড়ের কবলে পড়ে মারা গেলেন সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) এক অফিসার ও সেনাবাহিনীর এক জওয়ান। মৃত অফিসারের নাম নরেন্দ্র কুমার। এই ঘটনায় নিখোঁজ হয়েছেন পাঁচ জওয়ান। বিএসএফের মুখপাত্র জানান, আজ সকাল ৭.৩০ নাগাদ নিয়ন্ত্রণরেখার কাছে কুপওয়ারা জেলায় ঝড়ের মুখে পড়েন সেনা-জওয়ানরা। তাঁরা তখন বরফ পরিষ্কার করছিলেন। প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জানান, নিখোঁজদের উদ্ধার করতে সেনা ও বিএসএফের যৌথ বাহিনী ওই এলাকায় পাঠানো হয়েছে।
|
জঙ্গিদের গুলিতে নিহত ব্যবসায়ী |
সংবাদসংস্থা • শ্রীনগর |
জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এক ব্যবসায়ী। ঘটনাটি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার। আজ সকাল ১১.৩০ নাগাদ ইজাজ আহমদ শাহ নামে ওই ব্যক্তির বাড়িতে ঢুকে তাঁর উপর গুলি চালায় জঙ্গিরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই খুনের কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।
|
ঠাকুমাকে দেখতে একাই ট্রেনে শিশু |
সংবাদসংস্থা • মুম্বই |
ঠাকুমাকে দেখতে চেয়েছিল পাঁচ বছরের মেয়েটি। মা রাজি না হওয়ায় কাকার কাছে একই আর্জি নিয়ে যায় সে। সেখানেও প্রত্যাখ্যান। অবশেষে সে একাই ট্রেনে চড়ে বসে মুম্বইবাসী সেলভিয়া মুট্টু থিভার। প্রায় ছ’টা স্টেশন পেরিয়ে গিয়েছিল, তখনও দেখতে পায়নি কেউ তাকে। শেষে সহযাত্রীদেরই তৎপরতায় মহিলা পুলিশ তাকে ফিরিয়ে নিয়ে আসে তার নিজের বাড়িতে।
|
সেতু ভাঙল ডিমা হাসাওয়ে |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
ডিমা হাসাও জেলার মাহুরে কাল রাতে একটি সেতু ভেঙে পড়ে। ইস্ট-ওয়েস্ট করিডর নির্মাণকারী সংস্থার দু’টি পাথরবোঝাই লরি সেতুতে উঠতেই সেটি ভেঙে পড়ে। একটি লরি খাদে গড়িয়ে পড়ে। অন্যটি সেতুর ভাঙা অংশে ঝুলে রয়েছে। দুই চালকই পলাতক। ঘটনার জেরে মাহুরের সঙ্গে হাফলং, মাইবাং, লামডিং প্রভৃতি অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপর্যস্ত বিদ্যুৎ, টেলিফোন ও জল সরবরাহ ব্যবস্থাও। পূর্ত জাতীয় সড়ক কর্তারা জানিয়েছেন, শিলচর-হাফলং-লামডিং-লঙ্কা-ডিফু সড়কের উপরে ওই সেতুটি এনেক দিন ধরেই দুর্বল। সেই জন্যই সেটির উপর দিয়ে নয় টনের বেশি মাল পরিবহণ নিষিদ্ধ ছিল। ঠিকা সংস্থাগুলি সেই নির্দেশ না মানাতেই এই বিপত্তি। বছর তিনেক আগে ডিমা হাসাওয়ের মারোয়াছড়ায় একটি সেতু ভেঙে পড়লেও সেখানে নতুন সেতু নির্মিত হয়নি। ফলে উদ্বিগ্ন স্থানীয় মানুষও।
|
হাফলঙে বিস্ফোরণ |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
বেশ কিছু দিন পর গ্রেনেডের শব্দে কেঁপে উঠল ডিমা হাসাও জেলার সদর-শহর হাফলং। অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ সিংহ পানিসর জানিয়েছেন, কাল রাত আটটা নাগাদ কে বা কারা পি ডব্লিউ ডি থার্ড কলোনির বাসিন্দা সাব্বির লস্করের বাড়িতে গ্রেনেড ছোড়ে। এতে অবশ্য কেউ জখম হননি। ইট-বালি-সিমেন্টের ব্যবসায়ী সাব্বির তখন বাড়িতে ছিলেন না। তাঁর বাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে। ঘরের কিছু জিনিসপত্রেরও ক্ষতি হয়। এ পর্যন্ত কেউ এই ঘটনার দায়স্বীকার করেনি। পানিসরের অনুমান, কোনও জঙ্গি এই ঘটনায় জড়িত নয়। স্থানীয় দুষ্কৃতীরাই এর পিছনে রয়েছে। তবে তাদের কাছে গ্রেনেড চলে আসা যে উদ্বেগের, সে কথা স্বীকার করেন তিনি।
|
মাওবাদী উপদ্রুত অঞ্চলে টাকা নগদে দেওয়ার ভাবনা |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
মাওবাদী উপদ্রুত এলাকাগুলিতে ১০০ দিনের প্রকল্পে ডাকঘরের পরিবর্তে শ্রমিকদের নগদে টাকা দেওয়া যায় কি না, তা ভেবে দেখছে কেন্দ্র সরকার। মঙ্গলবার বাঁকুড়ায় এ কথা জানান কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ। তিনি বলেন, “মাওবাদী উপদ্রুত এলাকায় ডাকঘরের মাধ্যমে টাকা ভাঙাতে লোকের কিছু সমস্যা হচ্ছে। তাই প্রকল্পে কাজ করা শ্রমিকদের হাতে নগদে টাকা দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে।” এ রাজ্যে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার জব-কার্ডধারীরা এর ফলে উপকৃত হবেন বলে মন্ত্রীর আশা। প্রসঙ্গত, গোড়ায় ১০০ দিনের প্রকল্পে নগদে টাকা দেওয়া হলেও পরে দুর্নীতি রুখতে ব্যাঙ্ক বা ডাকঘরের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। মন্ত্রী জানান, বাঁকুড়া জেলায় ফ্লোরাইড মুক্ত পানীয় জল দেওয়ার জন্য দু’দফায় ২,০০০ কোটি টাকার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, “ইতিমধ্যে ওই প্রকল্পের ১,০০০ কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। প্রথম দফায় ১৪টি ব্লকে কাজ শুরু করা হবে।” জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি বলেন, “দামোদর নদের জল পরিশোধিত করে পাইপের মাধ্যমে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে।”
|
টাওয়ার থেকে পড়ে মৃত দুই |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
বিদ্যুৎ বিভাগের টাওয়ার বানাতে গিয়ে প্রাণ হারালেন দুই শ্রমিক। জখম আরও তিন জন। পুলিশ জানিয়েছে, কার্বি আংলং জেলার জিরিগিটিংয়ে বিদ্যুৎ বিভাগের টাওয়ার বসাচ্ছিল মেঘালয়ের সাম পাওয়ার ইন্ডিয়া লিমিটেড নামে একটি সংস্থা। আজ হঠাৎই ওই নির্মীয়মান টাওয়ার থেকে নীচে পড়ে যান পাঁচ শ্রমিক। ঘটনাস্থলেই মারা যান মইনুদ্দিন (২৭) ও গিয়াসুদ্দিন (২৮)। দু’জনের বাড়িই মণিপুরের জিরিবাম মহকুমার আলগাপুরে। একই গ্রামের রিপনুদ্দিন জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় নগাঁও সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
|
ধৃত মাওবাদী নেতা |
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
তাঁর মাথার দাম ছিল ৪ লক্ষ টাকা। ঝাড়খণ্ডের মাওবাদী নেতা গিরিশকে পুলিশ অনেক দিন ধরেই খুঁজছিল। সঙ্গীসাথীদের নিয়ে চাইবাসা জেল ভেঙে পালিয়েছিলেন গিরিশ। শেষ পর্যন্ত ওড়িশার বড়গড় জেলায় ধরা পড়লেন তিনি। অস্ত্রশস্ত্র ছাড়াও তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে বড়গড় জেলা অস্ত্রাগারের স্কেচও।
|
বফর্স স্মৃতিচারণে বচ্চন |
সংবাদসংস্থা • রাজকোট |
বফর্স কেলেঙ্কারি নিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মিথ্যে ছিল। অথচ শেষ বার তিনি যখন এখানে এসেছিলেন সবাই তাঁকে বিশ্বাসঘাতক মনে করতেন বলে মন্তব্য করেন অমিতাভ বচ্চন। রাজ্যের পর্যটনের উন্নতি নিয়ে প্রচারে এখন গুজরাতে এসেছেন তিনি। কয়েক বছর আগে গুজরাতে এসে তাঁর কী অভিজ্ঞতা হয়েছিল তা নিয়ে একটি ব্লগে লিখেছেন অমিতাভ। সেখানে তিনি জানিয়েছেন, “সে বার বিমানবন্দর থেকে বেরোনোর পরে রাস্তার দু’ধারে সবাই কালো পতাকা দেখাচ্ছিলেন। এখন সময় অনেক বদলেছে। অনেকে সই চাইছেন, উপহার দিচ্ছেন।” পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনতে অনেক লড়াই করতে হয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, দর্শকদের এই ব্যবহারই প্রমাণ করেছে যে অভিযোগকারীরা ভুল ছিলেন। তবে এই ঘটনা থেকে অনেক শিক্ষাও পেয়েছেন বলে জানিয়েছেন অমিতাভ।
|
পাক বন্দিদের নিয়ে উদ্বেগ সুপ্রিম কোর্টের |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
শাস্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কয়েক জন পাকিস্তানি নাগরিককে জেলে রেখে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। আজ সর্বোচ্চ আদালত জানিয়েছে, “সরকারের ঢিলেমির জন্যই এমন হচ্ছে।” দুই বিচারপতি আর এম লোধা এবং এইচ এল গোখলেকে নিয়ে গঠিত বিশেষ বেঞ্চ জানিয়েছে, “শাস্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও যাদের জেলে রেখে দেওয়া হয়েছে, তাদের মুক্তি নিয়ে আমরা উদ্বিগ্ন।” কেন শাস্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও পাকিস্তানি নাগরিকদের জেলে রেখে দেওয়া হয়েছে, সরকার কী ভাবছে অবিলম্বে তা জানাতে বলেছে সুপ্রিম কোর্ট।
|
ভারতীয়-মার্কিন তরুণীকে হেনস্থা নয়াদিল্লিতে |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বসন্ত বিহার এলাকার এক অভিজাত হোটেলের স্পা-তে যৌন হেনস্থার শিকার হলেন ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন তরুণী। অভিযুক্ত স্পা-কর্মী সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে। তরুণীটি জানিয়েছেন, ১৩ জানুয়ারি তিনি মায়ের সঙ্গে ওই স্পাতে যান। প্রথমে তাকে মায়ের সঙ্গে বসানো হলেও পরে অন্যত্র একটি ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে আর কেউ ছিল না। সেখানেই তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকেও কোনও সাহায্য পাননি বলে ওই তরুণীর দাবি। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে।
|
শাশুড়িকে খুন |
সংবাদসংস্থা • ইরোড |
৯০ বছরের বৃদ্ধা শাশুড়িকে পুড়িয়ে মারল জামাই। অভিযুক্ত পন্নুস্বামী জানিয়েছে, মন্দিরে পুজোর জন্য শাশুড়ির ঘরের কাছে গাড়ি রাখতে চেয়েছিল সে। শাশুড়ি রাজি হননি। তাতেই ক্ষুব্ধ হয়ে সে ঘরে আগুন লাগিয়ে দেয়। |
|