টুকরো খবর
বেশি নম্বর দাবি, ঘেরাও রবীন্দ্রভারতীর নয়া উপাচার্য
দায়িত্ব নিয়েছেন দিন চারেক আগে। এর মধ্যেই ঘেরাও হলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিন্ময় গুহ। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি স্নাতকোত্তর প্রথম বর্ষের এক দল ছাত্রছাত্রী মরকতকুঞ্জে ঘেরাও করেন চিন্ময়বাবুকে। তাঁদের দাবি, পরীক্ষায় প্রাপ্ত নম্বর বাড়াতে হবে। বিভোক্ষকারীদের অভিযোগ, ৬০ শতাংশের অনেক বেশি নম্বর পাওয়ার মতো পরীক্ষা দিলেও তাঁরা ভীষণ কম নম্বর পেয়েছেন। অবিলম্বে নম্বর বাড়িয়ে দিতে হবে। উপাচার্য পরে জানান, গত শুক্রবার ওই পরীক্ষার ফল বেরিয়েছে। ২৮৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন মাত্র এক জন। ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর পেয়েছেন ১৮৩ জন। অথচ ওই পরীক্ষার্থীদের দাবি, ওঁরা অনেক বেশি নম্বর পাওয়ার মতো পরীক্ষা দিয়েছিলেন। চারটি পত্রে আট ভাগে পরীক্ষা নেওয়া হয়েছে। সব ক’টি পত্রের সব ভাগেরই পুনর্মূল্যায়নের ব্যবস্থা করতে হবে বলে দাবি জানিয়েছেন পড়ুয়ারা। সেই জন্যই ঘেরাও। উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সর্বাধিক তিনটি ভাগের পুনর্মূল্যায়ন করা যায়।” বিক্ষোভকারীদের অনেকে মার্কশিটও সংগ্রহ করেননি বলে জানান উপাচার্য। তিনি বলেন, “ছাত্রছাত্রীদের বলেছি, আগে মার্কশিট সংগ্রহ করতে হবে। পরীক্ষার্থীকে প্রমাণ করতে হবে যে, যত নম্বর পাওয়া উচিত ছিল, অনেক ভাগেই তিনি তার থেকে কম নম্বর পেয়েছেন। যদি কেউ তা প্রমাণ করতে পারেন, তা হলে তিনের বেশি ভাগের পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা হবে।”

বাড়তি নিরাপত্তা
কাল, বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২২টি মেট্রো স্টেশনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে পুলিশ। মঙ্গলবার যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম জানান, বুধবার দুপুর থেকেই শহরে ঢোকা ও বেরোনোর বিভিন্ন ‘পয়েন্ট’-এ তল্লাশি শুরু হবে। মোতায়েন হচ্ছে অতিরিক্ত পাঁচ হাজার পুলিশকর্মী। তিনি আরও জানান, রেড রোড ও সংলগ্ন এলাকায় ১০টি ওয়াচ-টাওয়ার, ১৪টি অ্যাম্বুল্যান্স থাকবে। ২০ জন ঘোড়সওয়ার, মোটরসাইকেলে ১২ জন টহলদার পুলিশের সঙ্গে থাকবেন অতিরিক্ত ৪ জন সার্জেন্ট। অতিরিক্ত ৯টি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকবে। পাঁচটি জায়গায় বসবে বুলেটপ্রুফ বাঙ্কার। বুধবার রাত থেকে ডেপুটি কমিশনার পদের এক পুলিশকর্মীর অধীনে আসবে ওই এলাকা।

চুরির ঘটনায় ধৃত
দু’টি পৃথক চুরির ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে, দমদম থেকে। ধৃতের নাম দীনেশ অগ্রবাল। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন মঙ্গলবার জানান, গত নভেম্বরে বিমলকুমার সাদাকা নামে পোস্তার এক ব্যবসায়ীর ব্যাগ চুরি যায়। তাতে ছিল ১ লক্ষ ৭০ হাজার টাকা এবং এটিএম কার্ড। ওই টাকা দিয়ে দীনেশ তিনটি মোবাইল কেনে বলে জেনেছে পুলিশ। এ দিকে, আলিপুরের বাসিন্দা সুস্মিতা ভাদুড়ী নামে এক মহিলার ব্যাগ চুরির পরে তাঁর ডেবিট কার্ড ব্যবহার করে ১৭ হাজার টাকা তোলে দীনেশ। ওই মহিলা কার্ডের গায়ে পিন লিখে রাখাতেই দীনেশ সেটি ব্যবহার করতে পেরেছিল বলে জেরায় জানিয়েছে।

যুবক গ্রেফতার
এক মহিলাকে অশ্নীল এসএমএস এবং ই-মেল পাঠানোর অভিযোগে সোমবার এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার শাখা। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন মঙ্গলবার জানান, ফজলুর রহমান নামে ওই যুবককে কার্ল মাক্স সরণিতে তাঁর বাড়ি থেকে ধরা হয়। অভিযোগ, গার্ডেনরিচের বাসিন্দা ওই মহিলাকে প্রথমে অশ্লীল এসএমএস পাঠায় ফজলুর। ওই মহিলা ফজলুরের পরিচিত। এর পরে অশ্লীল ই-মেল পাঠানো হয় বলেও অভিযোগ করেন ওই মহিলা।

বস্তায় বালিকার দেহ
পার্ক সার্কাস স্টেশন থেকে মঙ্গলবার ভোরে বস্তাবন্দি এক বালিকার মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি। অজ্ঞাতপরিচয় ওই বালিকার বয়স ৮-৯ বছর বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে। তাদের অনুমান, অন্য কোথাও ওই বালিকাকে খুন করেছে দুষ্কৃতীরা। তার পর দেহটি তারা বস্তাবন্দি করে পার্ক সার্কাস স্টেশনে ফেলে রেখে গিয়েছে।

আড়িয়াদহের মন্দিরে চুরি
বেলঘরিয়ার আড়িয়াদহ এলাকার একটি মন্দির থেকে প্রতিমার অলঙ্কার এবং পুজোর বাসনপত্র চুরি গিয়েছে। অতি প্রাচীন ওই মুক্তকেশী কালীমন্দিরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও পুজো করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.