টুকরো খবর
ভারতে কর্মী ছাঁটাই করবে সিটি গ্রুপ
ভারতে ১০০ কর্মী ছাঁটাই করবে সিটি গ্রুপ। অবশ্য কেন এই সিদ্ধান্ত তা নিয়ে মুখ খোলেনি মার্কিন ব্যাঙ্কটি। যদিও সংশ্লিষ্ট মহলের মতে, এর আগেই বিশ্ব জুড়ে ৪,৫০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিলেন ব্যাঙ্কের সিইও বিক্রম পণ্ডিত। তারই অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্যাঙ্কের সমস্ত ক্ষেত্রেই এই কর্মী ছাঁটাই করা হবে। তবে ম্যানেজিং ডিরেক্টর বা উচ্চ পদস্থ কর্মীদের ছাঁটাই করা হবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রসঙ্গত, ২০১১ সালেই দেশে ১,৫০০-র বেশি কর্মী নিয়োগ করেছে সিটি গ্রুপ। সব মিলিয়ে এখানে তাদের কর্মী সংখ্যা প্রায় ৭,০০০। আগামী দু’বছরে ব্যবসা বাড়াতে নানা পরিকল্পনাও নিয়েছে ব্যাঙ্ক।

আর আই এলের শেয়ার পুনঃক্রয় শুরু ১ ফেব্রুয়ারি
আগামী ১ ফেব্রুয়ারি বাজার থেকে নিজেদের শেয়ার পুনঃক্রয় শুরু করবে মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আর আই এল)। সংস্থা জানিয়েছে, ২০১৩-র ১৯ জানুয়ারি পর্যন্ত ১০,৪৪০ কোটি টাকায় প্রায় ১২ কোটি শেয়ার কেনা চলবে। শেয়ার পিছু দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৮৭০ টাকা। আরআইএলের দাবি, লগ্নিকারীরাও এতে উপকৃত হবেন ও ভবিষ্যতে বাজারে তাদের শেয়ার দরও বাড়বে। ২০১১-এ সংস্থার শেয়ার দর পড়েছে প্রায় ৩৫%। তা বাড়াতেই এই পদক্ষেপ।

কেয়ার্ন-বেদান্ত নিয়ে
ব্রিটিশ সংস্থা কেয়ার্ন এনার্জির ভারতীয় শাখা কেয়ার্ন ইন্ডিয়া কিনতে বেদান্ত রিসোর্সেস-কে মঙ্গলবার চূড়ান্ত সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রসঙ্গত, কেয়ার্ন-বেদান্ত চুক্তি নিয়ে নভেম্বরে কিছু প্রশ্ন তোলে স্বরাষ্ট্র মন্ত্রক। সংশ্লিষ্ট সূত্রের খবর সে কারণেই নতুন করে সায় জরুরি ছিল।

খুলছে জিআইএস কটন
তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার খুলছে চাঁপদানির জিআইএস কটন মিল। ২ কর্মীকে বরখাস্ত করায় ইউনিয়ন ধর্মঘট ডাকার ফলে সেটি বন্ধ হয়। মঙ্গলবার শ্রম কমিশনারের মধ্যস্থতায় কর্তৃপক্ষ ও ইউনিয়নের ত্রিপক্ষ বৈঠকে তা খোলায় ঐকমত্য হয়, জানান জিএম (এইচআর) দিলীপ কুমার সিংহ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.