নরওয়েতে বসবাসকারী বাঙালি দম্পতির দুই শিশু সন্তানকে ফেরানোর বিষয়ে আজ নরওয়ের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। নয়াদিল্লিতে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতকেও সাউথ ব্লকে ডেকে পাঠানো হয়েছিল। বিষয়টি নিয়ে নরওয়েকে শীর্ষস্তরে চাপ দেওয়ার পরে কৃষ্ণর বক্তব্য, “ নরওয়েতে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নরওয়ের বিদেশমন্ত্রী ও রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলার পরে মনে হচ্ছে, যত দ্রুত সম্ভব এর সমাধান খুঁজে বের করা যাবে।” বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ওই দম্পতি অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্যের ২ সন্তানকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে নরওয়ে। অনুরূপ নরওয়ের স্ট্যাভেনগারে একটি বহুজাতিক সংস্থায় জিওসায়েন্টিস্ট হিসেবে কর্মরত। গত বছরের ১১ মে তাঁদের কাছ থেকে দুই সন্তানকেই নিয়ে নেয় সে দেশের শিশু সুরক্ষা সংস্থা। সংস্থাটির অভিযোগ, অনুরূপ ও সাগরিকা সন্তানদের ঠিকমতো প্রতিপালন করছেন না। তিন বছরের অভিজ্ঞানকে চামচের বদলে হাত দিয়ে খাবার খাওয়ানো হতো ও সে তার বাবার সঙ্গে এক বিছানায় ঘুমোতো বলে ‘অভিযোগ’ করেছে এই সংস্থা। দুই শিশুর প্রতিপালন ‘ঠিক মতো হচ্ছে না’ বলে তাদের পালক অভিভাবকের কাছে পাঠানো হয়।
|
ইরানের কাছ থেকে তেল কেনার উপর নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন (ই ইউ)। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে সন্দিহান ই ইউ নতুন করে যে অবরোধ তাদের বিরুদ্ধে জারি করেছে, তারই আওতায় পড়ছে তেল কেনার উপর এই বিধিনিষেধ। দেশের শীর্ষ ব্যাঙ্কের সম্পদও তারা সিল করে দিয়েছে। তেহরান পরমাণু বোমা তৈরির দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে, রাষ্ট্রপুঞ্জের পরমাণু দফতরের এই বিবৃতির পরিপ্রেক্ষিতেই এই নিষেধাজ্ঞা। ব্রিটিশ বিদেশ সচিব উইলিয়াম হেগ জানান, ইরানকে আলোচনার টেবিলে আসার আর্জি তাঁরা জানিয়েছেন।
|
গ্রেফতারি এড়াতে পাকিস্তানে আসছেন না মেমোগেট কেলেঙ্কারির প্রধান সাক্ষী মনসুর ইজাজ। কাল পাক সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন বিচারপতিকে নিয়ে গঠিত কমিশনে সাক্ষ্য দেওয়ার কথা ছিল পাক বংশোদ্ভূত এই মার্কিন ব্যবসায়ীর। কিন্তু ইজাজ আজ এক বিবৃতিতে জানিয়েছেন, পাক সরকার তাঁর নিরাপত্তার ‘কোনও নিশ্চয়তা’ না দেওয়ায় তিনি আসছেন না।
|
ইরান থেকে আমদানি করা অশোধিত তেলের দাম মেটানোর ব্যাপারে ‘আন্তরিক প্রয়াস’ চালাচ্ছে ভারত। তেলমন্ত্রী এস জয়পাল রেড্ডি বলেছেন, ভারতের প্রতি ইরানের মনোভাব যথেষ্ট ইতিবাচক। তাই অন্য কোনও জোট যে সিদ্ধান্তই নিক, ভারত তাতে প্রভাবিত হবে না। |