দুর্ঘটনায় ট্যুরিস্ট বাস
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
দিঘা থেকে দুর্গাপুরে ফেরার পথে একটি বাস উল্টে জখম হলেন ২৯ জন। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার মড়ার গ্রামের কাছে, বাঁকুড়া-মেদিনীপুর ৬০ নম্বর জাতীয় সড়কে। আহতদের বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। চালক সহ বাসটিকে আটক করেছে পুলিশ। অন্য দিকে, ট্রাকের ধাক্কায় পাত্রসায়র থানার তেলিসায়েরে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পতিত বাউরি (১৮)। ওই গ্রামেই তাঁর বাড়ি। অন্য দিকে, হুগলির খানাকুলের হানুয়া এলাকায় শুক্রবার বিকেলে শ্মশান-ফেরত একটি মোটরভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায়। মৃত্যু হয়েছে স্বপন পাত্র (৪০) নামে এক যাত্রীর। আহত হন তাঁর ৩ প্রতিবেশী। পুলিশ জানিয়েছে, গ্রামের এক বৃদ্ধের মৃতদেহ সৎকার করে ফিরছিলেন স্বপনবাবুরা। |
চাল আটক
নিজস্ব সংবাদদাতা • ছাতনা |
পিকআপ ভ্যান বোঝাই ২১০ বস্তা চাল আটক করল পুলিশ। চাল পাচারের অভিযোগে স্বপন দত্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ছাতনা থানার অড়কোষা সেতুর উপরে শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা ওই পিকআপ ভ্যানটি আটক করে। পুলিশ জানিয়েছে, ২১০ বস্তা চাল অঙ্গনওয়াড়ি প্রকল্পের বলেই মনে করা হচ্ছে। চালক পলাতক। বাঁকুড়ার পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “চাল কোথায় পাচার করা হচ্ছিল এবং কারা এতে যুক্ত পুলিশ তা দেখছে।” |
ছাত্রী নিবাসে শিক্ষিকার অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
ছাত্রীনিবাসে মিলল শিক্ষিকার ঝুলন্ত দেহ। বাঁকুড়ার বিষ্ণুপুরের শিবদাস বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীনিবাস থেকে শুক্রবার রাতে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অঞ্জলি হাজরা (৫৭)। তিনি ইংরেজি পড়াতেন। বর্ধমানের বাসিন্দা ওই শিক্ষিকা ছাত্রীনিবাসেই থাকতেন। রাতের ছাত্রীনিবাসের কর্মীরা তাঁরা সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। সিলিং ফ্যানে বাঁধা কাপড়ে শিক্ষিকার গলায় ফাঁস ছিল। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। |
শিশুর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আরামবাগের কাবলে এলাকার একটি নয়ানজুলির ধার থেকে শনিবার সকালে এক অজ্ঞাতপরিচয় শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, মাস ছয়েকের ওই শিশুটির দেহে প্রাথমিক ভাবে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। মৃতদেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |