বিনোদন দর্শক আর নাট্যকর্মীর মেলবন্ধনে ‘নাট্যবন্ধু’
নাটকের মধ্যে দিয়েই উঠে আসে সমাজের ভিতরের নানা ঘাত-প্রতিঘাত। নাট্য কর্মীরা সমাজের কাছে পৌঁছে দেন বার্তা। তাই সফল নাট্যচর্চার অন্যতম প্রধান শর্ত হল সচেতন দর্শক। নাটক আর দর্শকের মেলবন্ধন ঘটাতে তাই শুধুমাত্র দর্শকদের নিয়েই কৃষ্ণনগরে তৈরি হল ‘নাট্যবন্ধু’। প্রতি মাসের শেষ শনিবারে কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে একটি করে নাটক মঞ্চস্থ করার প্রস্তুতি নিতে শুরু করেছেন নাট্যবন্ধুর কর্মীরা। নিজেদের ব্যানারে তারা কোনও নাটক মঞ্চস্থ করবেন না। জেলার বিভিন্ন প্রান্তের নাট্যদলকে উৎসাহিত করতে তাদের আমন্ত্রণ করবে এই সংগঠন।
এই কর্মযজ্ঞের অন্যতম উদ্যোক্তা নাট্যকর্মী তৃষিত মৈত্র বলেন, “নাট্যবন্ধু এমন একটা মঞ্চ যার এক মাত্র কাজ নাট্যচর্চার সঙ্গে দর্শকদের সেতুবন্ধন তৈরি। সারা বছর ধারাবাহিকভাবে নাটক প্রদর্শনের ব্যবস্থা করতে চায় নাট্যবন্ধু।” ছাপা হয়েছে সদস্য পত্র। একশো টাকার বিনিময়ে সদস্য হলেই পাওয়া যাবে তা। যার বিনিময়ে বছরে ১২টি নাটক দেখা যাবে। বর্তমানে সদস্য সংখ্যা খুব বেশি তা নয়, কিন্তু উদ্যোক্তাদের আশা এই শহরেই অন্তত ৬০০ জন সদস্য তাঁরা পাবেন। তৃষিতবাবু বলেন, “শহরে প্রায় ১০টি নাটকের দল আছে। প্রতিটি দলেরই নিজস্ব কিছু দর্শক রয়েছে। সব নাটক দেখতে বেশি ভিড় হয় না। এ বার সমস্ত দর্শককে এক ছাতার তলায় বেঁধে ফেলতে পারলে সব দলই সব ধরণের দর্শকের সঙ্গে যোগাযোদ করতে পারবেন। তাতে দর্শক সংখ্যাও বাড়বে। সংস্থার কাছে প্রতিটি সদস্যের ফোন নম্বর থাকবে। ফলে প্রতিটি দল তাদের উৎসবের সময়ে প্রয়োজনে ফোন করে দর্শকদের কাছে সরাসরি আবেদন রাখতে পারবেন। ”
কৃষ্ণনগর সংস্কৃতির শহর বলেই পরিচিত। এখান থেকেই উঠে এসেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো নাট্য ব্যক্তিত্ব। এখানকার নাট্যচর্চার বর্তমান ছবিটা খুব একটা সুখকর নয়। দু’একটা নাট্য উৎসবে কলকাতার নাট্যদল আসে। কিন্তু অপেক্ষাকৃত কম নামী মফঃস্বলের নাট্যদলের নাটক মঞ্চস্থ হলে বেশিরভাগ দর্শকাসন ফাঁকাই থাকে। নাট্যবন্ধুর সম্পাদক কাজল মিত্র বলেন, “আমরা নাট্যকর্মী নই। কিন্তু নাটক ভালোবাসি। নিয়মিত নাটক দেখতেও যাই। বড় দলের নাটক ছাড়া বাকি দিনগুলোর অভিজ্ঞতা খুব ভালো না। আমরা জানি নাট্যকর্মী কতটা ত্যাগ স্বীকার করে নাটক করেন। যখন দেখি দর্শকাসন ফাঁকা তখন নিজেরই খারাপ লাগে। দর্শক না পেলে এক দিন এই নাট্যকর্মীরা হতাশ হয়ে পড়বেন। ভালো নাটক করার খিদে আর থাকবে না। তাই এই প্রচেষ্টা।”
গত বছর দুর্গাপুজোয় মৈত্র বাড়ির পূজো মণ্ডপে নাট্যচর্চা থেকে নিছক আলোচনার মধ্যে দিয়ে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছিল আজ তা বাস্তব রূপ পেয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ শনিবার ‘নাট্যবন্ধু’র প্রথম অনুষ্ঠান। নাটক মঞ্চস্থ করবে ইছাপুর আলেয়া ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরা। অভিনব এই প্রয়াসে থেকে দিনে ভবিষ্যতের সূদুরপ্রসারী পরিকল্পনার কথাও ভাবতে শুরু করেছেন নাট্যবন্ধুরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.