|
|
|
|
স্তম্ভিত খাদ্য-সরবরাহ কমিটির সদস্য |
বাসিন্দার তুলনায় বেশি রেশন কার্ড |
রাজা বন্দ্যোপাধ্যায় • হলদিবাড়ি |
একেকটি এলাকায় যা জনসংখ্যা, তার তুলনায় রেশন কার্ড কয়েকগুণ বেশি। সরকারি নথি থেকেই এমন তথ্য পেয়ে স্তম্ভিত হলদিবাড়ির তৃণমূল নেতা তথা খাদ্য সরবরাহ দফতরের উপদেষ্টা কমিটির মনোনীত সদস্য অমিতাভ বিশ্বাস। তার পরেই ভুয়ো রেশন কার্ড বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে দলের তরফে ডিলার-ডিস্ট্রিবিউটরদের একাংশের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থার দাবি তোলা হয়েছে। ইতিমধ্যে সমস্ত কিছুই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। একই অভিযোগে জানানো হয়েছে জেলা খাদ্য ও সরবরাহ আধিকারিকেও। কোচবিহার জেলা খাদ্য ও সরবরাহ আধিকারিক মানিক সরকার বলেন, “অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। দুটি রেশন দোকানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।” তৃণমূলের অভিযোগ, হলদিবাড়ি পুরসভা এবং দক্ষিণ বড় হলদিবাড়ি, দেওয়ানগঞ্জ, হেমকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকার জনসংখ্যার থেকে রেশন কার্ড অনেক বেশি। ব্লকের ১৮টি রেশনের দোকানে ২১ হাজার ৭৭৯টি ভুয়ো কার্ড আছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর মেখলিগঞ্জ মহকুমা খাদ্য ও সরবরাহ দফতরের কমিটির সদস্য মনোনীত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অমিতাভবাবু। সম্প্রতি খাদ্য সরবরাহ দফতরের নানা জায়গায় খোঁজখবর করেন। নানা মহল থেকে তাঁর কাছে অভিযোগও যায়। বেশির ভাগ ক্ষেত্রেই ভুয়ো কার্ড রয়েছে বলে অভিযোগ পান তিনি। তার পরেই তথ্য-পরিসংখ্যান দিয়ে অমিতাভবাবুই দলের কাছে ওই তথ্য তুলে ধরছেন। তাতে দেখা গিয়েছে, জনসংখ্যার তুলনায় হলদিবাড়ি পুরসভা এলাকায় ৯৭৭টি, দক্ষিণ বড় হলদিবাড়িতে ১১ হাজার ৪০৬টি, দেওয়ানগঞ্জে ৮ হাজার ৫৮৫টি এবং হেমকুমারিতে ৮১১টি রেশন কার্ড বেশি রয়েছে। দলের নেতাদের বক্তব্য, ভুয়ো রেশন কাডের্র পাশাপাশি একাংশ রেশন ডিলার, ডিস্ট্রিবিউটরেরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। রেশনে ভাল চালের পরিবর্তে নিম্নমানের চাল সরবরাহ করা হয়। বহু রেশন ডিলার, ডিস্ট্রিবিউটার সরকারি নিয়ম নীতি না মেনে কাজ করেন। সমস্ত কিছুই খাদ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে পাঠানো হয়েছে। হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল রায় এ দিন বলেন, “বামফ্রন্টের জন্যই শহরের একাংশ রেশনের ডিস্ট্রিবিউটর এবং ডিলারেরা একে একে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। এ সবের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। খাদ্যমন্ত্রীর কাছে সেই দাবি জানানো হয়েছে।” হলদিবাড়ি ব্লক রেশন ডিলার অ্যাসোশিয়েশনের সম্পাদক সফিউল আলম সরকার কোনও মন্তব্য করতে চাননি। হলদিবাড়ি এলাকার একমাত্র রেশন ডিস্ট্রিবিউটর মুকুল কুণ্ডু বলেন, “দুর্নীতির প্রশ্ন ওঠে না। সরকারি নিয়ম মেনেই সমস্ত কাজকর্ম করা হয়।”
|
|
জনসংখ্যা |
রেশন কার্ড |
হলদিবাড়ি পুরসভা |
১৪,৪০৩ |
১৫,৩৮০ |
দক্ষিণ বড় হলদিবাড়ি পঞ্চায়েত |
১২,৪৩৯ |
২৩,৮৪৫ |
দেওয়ানগঞ্জ পঞ্চায়েত |
১৭,৪৬২ |
২৬,০৪৭ |
হেমকুমারী পঞ্চায়েত |
১৯,৫৫৩ |
২০,৩৬৪ |
|
|
|
|
|
|