খেলার টুকরো খবর
এড়াল অঞ্চল ফ্রেন্ডস ক্লাব আয়োজিত সুধীর মণ্ডল, রণজিৎ রাজা স্মৃতি মহিন্দ্রা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল বধর্মান লোকো কোচিং সেন্টার। শনিবার অভিরামপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে শেওড়াফুলি একাদশকে হারিয়ে দেয়। ম্যাচের প্রথমার্ধের ২২ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন বাপি দত্ত। ফাইনালের সেরা হন বিজয়ী দলের কার্তিক দাস। অন্যদিকে প্রতিযোগিতার সেরা হন বিজিত দলের সৌরভ পাঁজা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৮ টি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। এদিন পুরস্কার বিতরণি সভায় উপস্থিত ছিলেন অন্যতম উদ্যোক্তা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা’র ডিজিএম অরুণকান্তি কুমার, প্রাক্তন ফুটবলার দীপঙ্কর বিশ্বাস প্রমুখ। আয়োজক সংস্থার সভাপতি রবিলোচন মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে তাঁরা একটি ফুটবল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে আসছেন। এলাকায় ফুটবলের প্রসারের স্বার্থেই তাঁরা প্রতি বছর এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে থাকেন।

জয় পেল সুব্রত সঙ্ঘ
বর্ধমান সদর ক্রিকেট লিগের প্রথম ম্যাচেই সুব্রত স্মৃতি সঙ্ঘ ১৪৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তেওয়ারিবাগান সাথি সঙ্ঘকে। প্রথমে সুব্রত স্মৃতি করে ৩৫ ওভারে ১৯৫-৪। দলের নীলাদ্রি কপুর ৬৪, বিকাশ ভার্মা ৫৬ ও কৃষ্ণেন্দু মজুমদার ৩০ রান করেন। জবাবে তেওয়ারিবাগান মাত্র ৫২ রানে অলআউট হয়ে যায়। দলের সর্বোচ্চ ২০ করেছেন উজ্বল মুন্সি। সুব্রতর শুভম দত্ত হ্যাট্রিক সহ ১৪ রানে ৪ উইকেট দখল করেন। শেখ এস আলি  সাত রানে ২ উইকেট দখল করেছেন। দলের এই বড় ব্যবধানের জয়ে খুশি প্রশিক্ষক শিবশঙ্কর ঘোষ বলেন, “আমার ছেলেদের দিকে নজর রাখুন। ওরা ক্রিকেট দুনিয়াকে ভবিষ্যতে আরও ভাল ক্রিকেট উপহার দেবে।”

বর্ধমান গেল টিটি ফাইনালে
পূর্বাঞ্চল আন্তঃ বিশ্ববিদ্যালয় টিটির সেমিফাইনালে উঠেছে বর্ধমানের ছেলে ও মেয়েরা। ছেলেরা কোয়ার্টার ফাইনালে ৩-০ সেটে হারায় বেনারসকে। মেয়েরা একই ব্যবধানে হারিয়েছে রবীন্দ্রভারতীকে। গত বারের প্রতিযোগিতায় বর্ধমানের দু’টি দলই রানার্স হয়। সর্বভারতীয় প্রতিযোগিতায় মেয়েরা তৃতীয় হয়। সেমিফাইনাল পর্বের লিগে বর্ধমানের মেয়েরা ৩-১ সেটে উত্তরবঙ্গকে হারিয়েছে। সেমিফাইনালে ওঠার সুবাদে অবশ্য দু’টি দলই সর্বভারতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় টিটিতে সুযোগ পেয়েছে। সর্বভারতীয় প্রতিযোগিতা হবে নাগপুরে ২০ থেকে ২২ জানুয়ারি।

হেরে গেল গাড়ুলিয়া এসি
এইটসিএল দেশবন্ধু ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় রবিবারের খেলায় কলকাতার কাঁকুড়গাছি যুব সঙ্ঘ বিজয়ী হয়। এইচ সিএল লোয়ার কেসিয়া মাঠে শ্যামনগরের গাড়ুলিয়া এসিকে ৪-০ গোলে হারায়। এ দিন ম্যাচের সেরা হন বিজয়ী দলের প্রসেনজিৎ দত্ত। এই মাঠে শনিবারের খেলায় উত্তরপাড়া নেতাজি বিগ্রেড ২-০ গোলে হুগলির মানিক এফসিসিকে হারায়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের মানস মণ্ডল।

মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দুই দিনের ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল রবিবার। শনিবার আসানসোল স্টেডিয়ামে প্রতিযোগিতার সূচনা করেন আসানসোলের ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়। রবিবার পুরস্কার বিতরণি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। আয়োজক সংস্থার সম্পাদক অমল সরকার জানান, ৫৫ তম বার্ষিক এই প্রতিযোগিতায় ৯৪ টি ইভেন্টে ৪৩০ জন প্রতিযোগী অংশ নেন। দলগত ভাবে প্রথম হন পূর্ব রেলওয়ে স্পোর্টস ক্লাব।

বার্ষিক ক্রীড়া
নিউ আপার চেলিডাঙা এসি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল রবিবার। আয়োজক সংস্থার সম্পাদক উৎপল রায়চৌধুরী জানান, ২৩টি ইভেন্টে শ’খানেক প্রতিযোগী অংশ নেন। এ দিনই জামুড়িয়ার বাগডিহা সিদ্ধপুর বিদ্যাপীঠে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.