টুকরো খবর |
খোঁজ নেই ব্যবসায়ীর |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অপহরণ হওয়ার ৪৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি শিলিগুড়ির লোহার ব্যবসায়ী বিজয় কিল্লা’র। বিহার লাগোয়া ইসলামপুরের ভাঙাপুল এলাকা থেকে তাঁর গাড়ি উদ্ধারের পর পুলিশের অনুমান, উত্তর দিনাজপুর বা বিহারের কোথাও তাঁকে রাখা হয়েছে। গত মঙ্গলবার রাতের পর থেকে বৃহস্পতিবার রাত অবধি অবশ্য তাঁর পরিবারের লোকজনের কাছে মুক্তিপণ চেয়ে কোনও টেলিফোন আসেনি। বিহার এবং জলপাইগুড়ি পুলিশের একটি যৌথ দল বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। অপহৃত ব্যবসায়ী প্রদীপ কিল্লা বলেন, “ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা ছিল না। রোলিং মিল এবং লোহার ব্যবসার নিলাম থেকে শুরু করে সব আমিই দেখাশুনো করি। কী যে হল কিছুই বুঝতে পারছি না।” পুলিশ সূত্রের খবর, এদিন বিজয়বাবু গাড়িটি ইসলামপুর থেকে শিলিগুড়ি নিয়ে আসা হয়েছে। গাড়ির মধ্যে কয়েকটি ‘প্রেস’ লেখা স্টিকারও মিলেছে। স্টিকারগুলিতে দিল্লির একটি সংবাদ মাধ্যমের নাম রয়েছে। অপহৃতের দাদা বলেন, “কয়েকজন পরিচিত ব্যক্তির মাধ্যমে ভাই ওই প্রেস স্টিকারগুলি পেয়েছিল। কেন নিয়েছিল তা বলতে পারব না” এরমধ্যে ব্যবসায়ী অপহরণের ঘটনার জেরে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিপিএমের কাউন্সিলর কমল অগ্রবাল বলেন, “দ্রুত ওই ব্যবসায়ীকে খুঁজে বার করতে হবে। না হলে আতঙ্ক দূর হবে না।” তিনি জানান, শীঘ্রই শিলিগুড়ি অতিরিক্ত পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
|
হজের যাত্রা নিয়ে বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
হজ করতে শিলিগুড়ি থেকে মক্কায় যেতে বিমানের ব্যবস্থা-সহ উত্তরবঙ্গ থেকে হজ যাত্রীদের সুবিধা দিতে উদ্যোগী রাজ্য সরকার। বুধবার সরকারি তরফে শিলিগুড়ি সার্কিট হাউসে দার্জিলিং জেলা প্রশাসন এ ব্যাপারে বৈঠক করে। প্রশাসনের তরফে অতিরিক্ত জেলাশাসক গোপাল লামা, রাজ্য হজ কমিটির পক্ষে হাফিজুর রহমান, জেলার সংখ্যালঘু সেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গ থেকে যে সব সংখ্যালঘু মানুষেরা হজে যান, তাঁদের কলকাতায় দমদম বিমান বন্দর থেকে হজে যেতে হয়। ওই হজ যাত্রী বা তাঁদের আত্মীয়দের কলকাতায় ‘হজ হাউসে’ গিয়ে থাকতে হয়। উত্তরবঙ্গের ওই সব হজ যাত্রী বা তাঁদের আত্মীয়দের জন্য শিলিগুড়িতে ‘হজ হাউস’ করার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছিল। তাতে সাড়া দিয়ে উদ্যোগী রাজ্য সরকার। উত্তরবঙ্গ থেকে হজ যাত্রীদের সুবিধার জন্য শিলিগুড়ি থেকে কী কী ব্যবস্থা করা দরকার, বাগডোগরা থেকে মক্কা যাওয়ার ব্যবস্থা নিয়ে এ দিন আলোচনা হয়।
|
২৪শে শুরু |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
২৪ জানুয়ারি আলিপুরদুয়ারে শুরু হচ্ছে অষ্টম ডুয়ার্স উৎসব। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান উৎসবের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক তথা পুর চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায়। পুর চেয়ারম্যান জানান, অন্য বারের তুলনায় এ বার উৎসবে বেশি স্টল হচ্ছে। উত্তরবঙ্গ ছাড়া কলকাতা ও বাংলাদেশের ব্যবসায়ীরা নানা খাবার ও পণ্য সামগ্রী নিয়ে আসবেন। ২৪ জানুয়ারি শুরু হয়ে উৎসব চলবে ২ ফ্রেবুয়ারি পর্যন্ত। ২৪ জানুয়ারি দুপুর দেড়টায় তপসিখাতা থেকে ‘রান ফর ডুয়ার্স’ নামে একটি ম্যারাথন দৌড় শুরু হবে। শেষ হবে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। উদ্বোধন করবেন জেলাশাসক স্মারকী মহাপাত্র। মঞ্চে প্রথম দিন থাকবেন চিত্রতারকা মিঠুন চক্রবতী, সব্যসাচী চক্রবর্তী, সন্দীপ রায় ও তাঁর ‘রয়্যাল বেঙ্গল রহস্যে’র টিম। থাকবেন ক্রীড়াবিদ চুনী গোস্বামী। তনুশ্রী শংকর, অনুপম রায়, বাংলা ব্যান্ড ভূমি, বাবুল সুপ্রিয় ও অভিজিৎ অনুষ্ঠান পরিবেশন করবেন। ২ ফ্রেবুয়ারি সমাপ্তির দিন বেঙ্গালুরুর বিশেষ লেসার শো’র ব্যবস্থা থাকছে দর্শকদের জন্য।
|
বাগানে দল |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
চা শ্রমিকদের সমস্যার কথা শুনতে ডুয়ার্সে ঘুরল বিধানসভার শ্রম দফতরের স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল। বৃহস্পতিবার চার সদ্যসের ওই দল শহর সংলগ্ন মাঝেরডাবরি চা বাগানে গিয়ে কর্তৃপক্ষ ও চা শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেন। মহকুমাশাসক অমলকান্তি রায় জানান, কমিটির চেয়ারম্যান গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, সদস্য ধীমান রায়, মালা রায় ও সমীর পোদ্দার এলাকা ঘুরে দেখেন। সন্ধ্যায় মহকুমাশাসকের সঙ্গে শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনা করেন তাঁরা। গৌরাঙ্গবাবু জানান, বুধবার তাঁরা কোচবিহার জেলার চকচকা শিল্প তালুকে গিয়েছিলেন। বৃহস্পতিবার মাঝেরডাবরি চা বাগান এলাকা ঘুরে দেখেন। শ্রমিক-মজুরি, সামাজিক সুরক্ষা-সহ নানা বিষয়ে শ্রমিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। বিষয়টি নিয়ে তাঁরা বিধান সভায় রিপোর্ট পেশ করবেন। আজ, শুক্রবার তাঁরা কালচিনি ও সাতালি চা বাগান ঘুরে দেখবেন। ৪ জানুয়ারি বন্ধ হওয়া দলসিংপাড়া বাগান যেতে পারেন। শনিবার তাঁরা চালসায় যাবেন।
|
মা মেয়ের দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ধান খেত থেকে মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ নাগাদ আলিপুরদুয়ার জংশন এলাকার পশ্চিম জিৎপুরের বকুলতলায় ডিমা নদীর পাড়ে ধান খেত থেকে পুলিশ দেহ দুটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা মা এবং মেয়েকে খুন করেছে। মৃতেরা হলেন তাপসী চহ্বাণ (৩৮) এবং তাঁর মেয়ে আশা (১৯)। কয়েক বছর আগে আশার বিয়ে হয়। তাঁর এক শিশুপুত্র রয়েছে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাপের বাড়িতেই কয়েক মাস ধরে থাকছিলেন তিনি। তাপসীদেবীর স্বামী গঙ্গা চহ্বাণ মূক ও বধির। এ দিন আচমকা রাতে পাড়ার মধ্যে বিভিন্ন বাড়িতে গিয়ে তিনি কাঁদতে থাকায় বাসিন্দাদের সন্দেহ হয়। কয়েকজন তাঁর সঙ্গে গেলে গঙ্গার বাড়ির পিছনে ধান খেতে মৃতদেহ দু’টি পড়ে থাকতে দেখেন। পুলিশ জানিয়েছে, ধারাল অস্ত্র দিয়ে মা এবং মেয়ের মুখে আঘাত করা হয়েছে। আশার স্বামী উজ্জ্বল বর্মনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। রাতেই ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সওয়াল।
|
স্বীকৃতি চেয়ে সম্মেলন, মিছিল |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
রেজিস্টার্ড মেডিক্যাল প্র্যাকটিসনার্স (আরএমপি)-এর স্বীকৃতির দাবিতে সম্মেলন হল আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার শহরে রুরাল মেডিক্যাল প্র্যাকটিসনার্স অ্যাসোসিয়েশনের প্রথম জেলা সম্মেলন হয়। জেলা পরিষদের বাংলোয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায়। সংগঠনের তরফে সরকারি স্বীকৃতির দাবিতে মিছিলও হয়। সংগঠনের জেলা সম্পাদক আনন্দ মন্ডল বলেন, “বেসরকারি সংস্থায় প্রশিক্ষণ নিয়ে প্রত্যন্ত গ্রামে আমরাই চিকিৎসা পরিষেবা দিচ্ছি। গ্রামাঞ্চলের বাসিন্দাদের যাতে আরও ভাল চিকিৎসা পরিষেবা পান সে জন্য আধুনিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ এবং সরকারি স্বীকৃতির দাবি জানানো হয়েছে।
|
ছাই ১০টি বাড়ি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ছাই হয়ে গেল বস্তির ১০টি বাড়ি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ শিলিগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ডিজেল শেড লাগোয়া ধরমনগর বস্তিতে ঘটনাটি ঘটেছে। দমকলের ৩টি ইঞ্জিন যায়। যান কাউন্সিলর সঞ্জয় পাঠক, প্রধাননগর থানার আইসি দীপঙ্কর সোম। আগুন ছড়াতে বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে জিনিসপত্র বার করতে থাকেন তাঁরা। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকলের উত্তরবঙ্গের ডেপুটি ডিরেক্টর উদয় নারায়ণ অধিকারী বলেন, “আগুন লাগার খবর পেয়ে শিলিগুড়ি এবং মাটিগাড়া থেকে দমকল ঘটনাস্থলে পৌঁছয়। কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।” ঘটনাস্থল থেকেই কাউন্সিলর জানান, অন্তত ১০ টি বাড়ি পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কিছু বাড়ি।
|
শিলিগুড়িতে কম্পিউটার মেলা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির আইটি ডিলারদের উদ্যোগে শুরু হল ৪ দিনের উত্তরবঙ্গ কম্পিউটার মেলা। শিলিগুড়ির সিটি গার্ডেনে ওই কম্পিউটার মেলা হচ্ছে। প্রথম দিন থেকেই উৎসাহীদের ভিড় ছিল। ল্যাপটপ থেকে ডেস্কটপ, ট্যাবলেট, স্মার্ট ফোন-সহ বিভিন্ন ইলেক্ট্রনিক সামগ্রী রয়েছে মেলায়। তথ্য প্রযুক্তির কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার মানুষদের এক ছাদের তলায় এনে মেল বন্ধন ঘটাতে এই মেলা গুরুত্বপূর্ণ বলে দাবি তাঁদের। মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে উদ্যোক্তারা আশাবাদী। তাঁরা জানান, বিভিন্ন ব্র্যান্ডের সামগ্রী মিলবে এই কম্পিউটার মেলায়। বিভিন্ন দামের পছন্দ মতো সমগ্রী কেনার সুযোগও থাকছে। বিশেষ করে ল্যাপটপ, ট্যাবলেট কেনার জন্য অনেকেই উৎসাহী হয়ে এ দিন মেলায় এসেছেন।
|
সিটু-র প্রতিবাদসভা |
নিজস্ব সংবাদদাতা • ফুলবাড়ি |
ঠিকাদার সংস্থা বদল হওয়ার জেরে স্থানীয়দের কাজ থেকে বাদ দেওয়া হয়েছে অভিযোগ তুলে প্রতিবাদ সভা করল সিটু। বৃহস্পতিবার সিটুর ফুলবাড়ি-২ অঞ্চল কমিটির তরফে ফুলবাড়ি বাইপাসে ওই প্রতিবাদ সভা হয়। সিটুর অভিযোগ, ফুলবাড়ি বাইপাস সড়কে টোল চালুর শুরু থেকে স্থানীয় যুবকদের একাংশ কাজ করছিলেন। এক ঠিকাদার সংস্থা চুক্তির ভিত্তিতে তাদের কাছে নিযুক্ত করেন। মেয়াদ শেষ হওয়ার পর অন্য একটি সংস্থা ওই কাজের বরাদ্দ পায়। কংগ্রেস, তৃণমূল জোটের স্থনেতাদের একাংশ পুরনো ওই কর্মীদের বাদ দিয়ে নিজেদের পছন্দ মতো ছেলেদের কাজে নিয়োগ করেছেন।
|
বিষক্রিয়ায় মৃত্যু |
বিষক্রিয়ায় এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার রাতে শিলিগুড়ি খালপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার নাম সঙ্গীতা সাউ (৩৫)। ওই এলাকায় তাঁর বাড়ি। বিহারের গয়ার বাসিন্দা সঙ্গীতাদেবীর সঙ্গে বেশ কিছুদিন আগে অনিল সাউ-এর বিয়ে হয়। রাতে বাড়িতেই সঙ্গীতাদেবী বিষ খান বলে তাঁর পরিবারের লোকজন জানিয়েছেন। স্থানীয় একটি নার্সিংহোমে তিনি মারা যান। তবে এদিন রাত অবধি মৃতার পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
|
জাতীয় সড়ক অবরোধ |
রেশন দোকান থেকে পোকা ধরা চাল সরবরাহ করার অভিযোগে চাল ফেলে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে ধূপগুড়ি ব্লকের সজনাপাড়া গ্রামে। প্রথমে তাঁরা রেশন দোকানে যান। এরপর বেলা ১২ টা নাগাদ জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। ধূপগুড়ির বিডিও অর্ঘ্য অধিকারী বলেন, “বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।” |
|