সাত সাহসীকে বিবেক পুরস্কার
বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মজয়ন্তীর দিন ঝাড়গ্রামে জঙ্গলমহল উৎসবের মঞ্চে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার সমাজকর্মী, ক্রীড়াবিদ, অনগ্রসর ও সংখ্যালঘু ছাত্রছাত্রী, শারীরিক প্রতিবন্ধী মিলিয়ে ৫০ জনকে ‘বিবেক পুরস্কার’ দিয়ে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারই প্রবর্তিত হল এই পুরস্কার। সাহসিকতার জন্য পশ্চিম মেদিনীপুর থেকে ৭ জন বিবেক পুরস্কার পেয়েছেন। পুরস্কৃতরা হলেন বাসন্তী মাহাতো, ভোলানাথ রায়, ধনঞ্জয় খামরি, আকাশ মল্লিক, শুভ্রকমল প্রামাণিক, কঙ্কন সাউ ও মন্টু কুইল্যা। বাসন্তীদেবীর বাড়ি সাঁকরাইলের কিসমত ধানঘোরির কেন্দডাংরি গ্রামে। ২০১০-এর ২৫ জুলাই মাওবাদীদের হাতে খুন হন তাঁর স্বামী হেমন্ত মাহাতো। এর পর থেকে দুই মেয়েকে নিয়ে কোনও ভাবে সংসার চালাচ্ছেন বাসন্তীদেবী। তার মধ্যেই নিজের গ্রামে মাওবাদী-বিরোধী প্রচার গড়ে তুলেছেন। ভোলানাথের বাড়ি মেদিনীপুর সদর ব্লকের হরিশপুরে। ২০০৭-এর বন্যার সময়ে কালভার্ট ও গাছে আশ্রয় নেওয়া বিপন্ন ৯ জনকে বাঁচিয়েছিলেন ভোলানাথ। বছর ষাটেকের ধনঞ্জয়বাবুর বাড়ি গোপীবল্লভপুরের আলমপুরে। ২০০৯-এ সুবর্ণরেখা নদীতে ভেসে যাওয়া ৭ মহিলাকে উদ্ধার করেছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। আকাশের বাড়ি জামবনির যুগিবাঁধে। ২০১১-র ডিসেম্বরে একটি জ্বলন্ত পিক-আপ ভ্যান থেকে ১০ যাত্রীকে উদ্ধার করেছিলেন এই তরুণ। শুভ্রকমল, কঙ্কন ও মন্টুর বাড়িও জামবনিতে, চিচিড়া গ্রামে। তিন জন মিলে ২০০৭-এ খরস্রোতা ডুলুং নদী থেকে বিপন্ন ৭ জনকে উদ্ধার করেছিলেন। সাত সাহসীর হাতে স্মারক ও পুরস্কারের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.