টুকরো খবর |
প্রচার ছাড়াই শিবির, ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
প্রচার না করেই বৃহস্পতিবার কৃষ্ণগঞ্জে ধান শিবিরের আয়োজন করায় ক্ষুব্ধ কৃষকেরা। প্রচারের অভাবে এ দিনের ধান শিবিরে মাত্র ১৫ জন কৃষকের কাছ থেকে একশো কুইন্টাল ধান কিনেছে প্রশাসন। এ দিন মিল মালিকদের সঙ্গে নিয়ে ল্মীডাঙার একটি সমবায়ের গুদামে ধান শিবির হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক শ্রীকুমার চক্রবর্তী। স্থানীয় কৃষক অঞ্জন দেবনাথ বলেন, “ধান কেনার কথা জানানো হয়নি। আমরা কেউ ধান বিক্রির জন্য প্রস্তুত ছিলাম না। এ ছাড়া আজ বৃহস্পতিবার। লক্ষ্মীবারে অনেকেই ধান বিক্রি করতে রাজি নন।” মিল মালিক মহাদেব সাহা বলেন, “আমরা পাঁচশো কুইন্টাল ধান কেনার কথা ভেবেছিলাম। তবে মাত্র একশো কুইন্টাল ধান সংগ্রহ হয়েছে।” অতিরিক্ত জেলাশাসক বলেন, “মানুষ যে সংস্কারে বিশ্বাস করে ধান বিক্রি করতে আসবেন না তা বুঝিনি। কিছু দিনের মধ্যেই ফেরা ধান শিবিরের আয়োজন করার ব্যবস্থা করা হচ্ছে।”
|
নবদ্বীপে স্বামীজি স্মরণ |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
বছরের প্রথম থেকেই মেঘ-বৃষ্টি-মেঘ মুছে ঝাড়া বারো দিন পরে বৃহস্পতিবার রোদ দেখল নবদ্বীপ। বিবেকানন্দের সার্ধশতবর্ষের মেঘহীন মঠ-মন্দিরের শহরে ফিরল পর্যটক। সেই সঙ্গে নবদ্বীপের রামকৃষ্ণ মিশন সেবা সমিতি থেকে বিভিন্ন স্কুল-কলেজে পালিত হল বিবেকানন্দের জন্মদিন। পুরসভার পক্ষ থেকে বিভিন্ন সমাজকল্যাণমূলক অনুষ্ঠানের পাশাপাশি একই কাজে এগিয়ে এসেছিল শহরের নানান সমাজসেবী সংগঠনও। বিকেল থেকে ছিল বিবেকানন্দ যুব মহামণ্ডলের আলোচনা সভা এবং সন্ধ্যায় শাস্ত্রীয় সঙ্গীত। মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রমেন দাস বলেন, “টানা দশ দিন ধরে মায়াপুরের চেনা ছবিটা মেলাতে পারছিলাম না। এ দিন সব হিসেব মিলে গেল।” পযর্টন ব্যবসায়ী কৃষ্ণ ঘোষ বলেন , “বছরের শুরুতে এমন মন্দা বহু দিন দেখিনি। ভালো দিনেই আবহাওয়া বদলালো। আশা করছি এবার ক্ষতি পুষিয়ে যাবে।”
|
দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • দেবগ্রাম |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে দশম শ্রেণির এক ছাত্রীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রত্না খাতুন (১৮)। বৃহস্পতিবার কালীগঞ্জের দেবগ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনাটি ঘটে। রত্নার বাড়ি দেবগ্রামের নেতাজিনগরে। এ দিন বাড়ি ফেরার সময়ে রত্নাকে পলাশিগামী একটি লরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, লরি চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
|
কুপিয়ে খুন কংগ্রেস কর্মীকে |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
খুন হলেন রানিনগরের বিলচাটড়ার বাসিন্দা চাঁদ খান (৪০)। বৃহস্পতিবার সন্ধ্যায় দুষ্কৃতীরা তাঁকে কুপিয়ে খুন করে। রানিনগরের বিধায়ক ফিরোজা বেগম বলেন, “চাঁদ আমাদের কর্মী ছিলেন। সিপিএমের দুষ্কৃতীরা খুন করেছে।” সিপিএমের রানিনগর জোনাল কমিটির সম্পাদক শাজাহান আলি বলেন, “ওই ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী। সেই সূত্রেই খুন। এর সঙ্গে রাজনীতির যোগ নেই।” ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “তদন্ত হচ্ছে।”
|
রাস্তা বেহাল |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
পিচের রাস্তা তৈরির জন্য খোঁড়া হচ্ছিল রাস্তা। তবে দু’মাসেও তা শেষ হল না। কৃষ্ণনগর-১ ব্লকের পূর্ব ভাতজাংলা থেকে ঝাউতলা খ্রিস্টান পাড়া পর্যন্ত রাস্তা বেহাল। মাঝেমাঝেই দুর্ঘটনা ঘটছে। তাঁরা জানান, প্রশাসনের উদাসীনতার জন্যই এই হাল। পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তৃণমূল কংগ্রেসের হরিবন্ধু রায় বলেন, “রাস্তাটি দু’মাস ধরে বেহাল হয়ে পড়ে আছে। পিচ তো দূরের কথা, ইটটাও ফেলেনি। বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েছি।”
|
গাড়িতে লরির ধাক্কা, জখম মনোজ চক্রবর্তী |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
পথ দুর্ঘটনায় জখম হয়েছেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী মনোজ চক্রবর্তী। বৃহস্পতিবার সন্ধ্যায় মনোজবাবু সস্ত্রীক গাড়িতে পুরুলিয়ার ঝালদায় যাচ্ছিলেন। সন্ধে সাতটা নাগাদ রামপুরহাট শহরের কাছে পিছন দিক থেকে আসা একটি লরি তাঁর গাড়িতে ধাক্কা মারলে আহত হন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মুখে সামান্য আঘাত লেগেছে। পুলিশ ওই লরিটিকে আটক করেছে। গ্রেফতার করা হয়েছে চালককেও।
|
দুর্ঘটনায় জখম |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
গঙ্গাসাগরের মেলায় যাওয়ার সময়ে পথ দুর্ঘটনায় জখম হয়েছেন ১৯ জন। বৃহস্পতিবার সকালে নাকাশিপাড়া বেথুয়াডহরি ফরেস্টের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কে যাত্রীবোঝাই বাসের সঙ্গে পণ্যবোঝাই একটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত বাসযাত্রীদের বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
|
কংগ্রেস কর্মী খুন |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
খুন হলেন রানিনগরের বিলচাটড়ার বাসিন্দা চাঁদ খান (৪০)। বৃহস্পতিবার সন্ধ্যায় দুষ্কৃতীরা তাঁকে কুপিয়ে খুন করে। রানিনগরের বিধায়ক ফিরোজা বেগম বলেন, “চাঁদ আমাদের কর্মী ছিলেন। সিপিএমের দুষ্কৃতীরা খুন করেছে।” সিপিএমের রানিনগর জোনাল কমিটির সম্পাদক শাজাহান আলি বলেন, “ওই ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী। সেই সূত্রেই খুন। এর সঙ্গে রাজনীতির যোগ নেই।” ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “তদন্ত হচ্ছে।”
|
বিবেকানন্দ স্মরণ |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিবেকানন্দের ১৫০ তম জন্মবার্ষিকী পালিত হল বেলডাঙায়। বৃহস্পতিবার সকালে বিবেকানন্দ মূর্তি প্রতিষ্ঠা স্মারক সমিতির উদ্যোগে প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|
দুর্ঘটনায় মৃত্যু |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে দশম শ্রেণির এক ছাত্রীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রত্না খাতুন (১৮)। বৃহস্পতিবার কালীগঞ্জের দেবগ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। রত্নার বাড়ি দেবগ্রামের নেতাজিনগরে।
|
প্রত্নস্থল |
|
পদ্মের উপরে ‘ধ্যানমুদ্রায়’ বসা এক ফুট উচ্চতার একটি পাথরের ভগ্নমূর্তি উদ্ধার হল বহরমপুরের রাঙামাটি-চাঁদপাড়ার যদুপুর গ্রাম থেকে। রাজ্য পুরাতত্ত্ব দফতরের উপ-অধিকর্তা অমল রায় বলেন, “মূর্তিটি বুদ্ধেরই হতে পারে। যেহেতু কর্ণসুবর্ণ অঞ্চল বৌদ্ধ প্রত্নস্থল বলে প্রমাণিত। বৌদ্ধ স্তূপ বা মঠে এই ধরনের বুদ্ধ বিগ্রহ পূজিত হত।” |
|
মূর্তির পিছনে ষষ্ঠ-সপ্তম শতাব্দীর ব্রাহ্মী লিপিতে রচিত দুই পঙ্ক্তির একটি লেখ পাওয়া গিয়েছে। মূর্তিটিও সেই সময়ের বলেই অনুমান করা হচ্ছে। |
ছবি: গৌতম প্রামাণিক |
|