টুকরো খবর
বিবেকানন্দের টানে উলগা থেকে ব্যারেটো
স্বামী বিবেকানন্দের টানে সুদূর বেঙ্গালুরু থেকে কলকাতা এলেন উলগানাথন। এলেন ব্যারেটোও। ইস্টবেঙ্গল মাঠে বৃহস্পতিবার দুপুরে স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ পালনে বিবেকানন্দ ফুটবল গোল্ড কাপ আয়োজন করেছিল রাজ্য ক্রীড়া দফতর। সেখানে সত্তর-আশি-নব্বই দশকের ফুটবলারদের সঙ্গে খেলতে দেখা গেল উলগানাথনকে। মহারাজ একাদশ এবং ক্রীড়ামন্ত্রী একাদশ নামের দু’টি দলে ভাগাভাগি করে খেললেন প্রাক্তন ফুটবলাররা। ৩-১ জিতল মহারাজ একাদশই। মহারাজ একাদশের হয়ে গোল করেন বিশ্বজিৎ ভট্টাচার্য, অমিতাভ চন্দ, অমর গঙ্গোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রী একাদশের হয়ে গোল প্রশান্ত চক্রবর্তীর।
তারকাদের হাট: ম্যাচের ফাঁকে আড্ডায় উলগানাথন, মানস ভট্টাচার্য,
গৌতম সরকার, শ্যামল বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণেন্দু রায়। । -নিজস্ব চিত্র
এ ছাড়া খেললেন গৌতম সরকার-বাসুদেব মণ্ডলরা। সেখানেই এসেছিলেন শিকাগোর রিচ হোয়েলান। যিনি ভারতে আমেরিকান ফুটবলকে জনপ্রিয় করতে চান। তাঁদের উদ্যোগেই দেশে শুরু হতে চলেছে এলিট ফুটবল লিগ অব ইন্ডিয়া।

মোহনবাগান গোয়ায় নিয়ে যাচ্ছে মণীশকে
বড় ম্যাচে ভাল খেলার পুরস্কার পেলেন মোহনবাগানের মণীশ ভার্গব। বৃহস্পতিবারই আই লিগে রেজিস্ট্রেশন হল তাঁর। চার্চিল এবং স্পোর্টিং ক্লুব গোয়ার বিরুদ্ধে মারগাওগামী উনিশ জনের দলে সুযোগ পেলেন তিনি। শুক্রবার সকালে টিমের সঙ্গে গোয়া যাচ্ছেন সদ্য প্রয়াগ ইউনাইটেড থেকে মোহনবাগানে যোগ দেওয়া শুভাশিস রায়চৌধুরীও। তবে খারাপ খবর-- ব্যারেটো গোয়া গেলেও এখনও পুরো ফিট নন। থাইরয়েড সমস্যায় বৃহস্পতিবার মাঠেই মাথা ঘুরে গিয়েছিল অসীম বিশ্বাসের। দলে নেই তিনিও। সুনীল ছেত্রীর পায়ের প্লাস্টার কাটলেও মাঠে ফিরতে এখনও সময় লাগবে। সঙ্গে রয়েছে কার্ড সমস্যা। হাদসন লিমা ও গৌরাঙ্গ দত্ত দলের সঙ্গে যাচ্ছেন। কিন্তু চার্চিল ম্যাচে খেলতে পারবেন না। তবে দীর্ঘ দিন পর মাঠে ফিরছেন সুরকুমার। প্রথম লেগের ম্যাচে যুবভারতীতে চার্চিলের হয়ে চোটের জন্য খেলতে পারেননি বেটো। টিডি থেকে অধিনায়ক সবাই মানছেন বেটোর দিকে আলাদা নজর রাখতে হবে। সুব্রত ভট্টাচার্য বলছিলেন, “বেটো ভাল ফুটবলার ওর কথা মাথায় তো রাখতেই হবে।” বন্ধু বেটোকে নিয়ে চিন্তায় ব্যারেটোও। বলেন, “ও মোহনবাগান বা ডেম্পো দু’দলেই অসাধারণ খেলেছে। ওর জন্য আলাদা করেই ভাবতে হবে।”

কলকাতায় হয়তো ফ্রাঞ্চি কোলি
২৩ জানুয়ারি কলকাতায় যে প্রদর্শনী ম্যাচ হওয়ার কথা, তাতে নতুন সংযোজন হতে পারেন ফ্রাঞ্চি কোলি। এবং তিনিই সেরা আকর্ষণ হতে পারেন। কলকাতার সঙ্গে রোমান্টিক স্মৃতিকাতরতার সম্পর্কে। আশির দশকে কলকাতায় নেহরু কাপে খেলে গিয়ে গোটা বিশ্ব মাতিয়েছিলেন তিনি। সংগঠকদের দাবি, আসছেন ফোরলানের দেশের সর্বকালের সেরা ফুটবলার। পেলে, রোনাল্ডোদের মধ্যে কতজন শেষ পর্যন্ত আসবেন, এই নিয়ে প্রশ্ন অনেকেরই। বিভ্রান্তি রয়েছেই। তবে সংগঠকরা এ দিনও ফেডারেশন কর্তাদের আশ্বস্ত করেছেন, রোনাল্ডো-মালদিনি ছাড়া সবাই আসছেন। খুলিট, কাফু, বাজ্জোদের সঙ্গে সবচেয়ে পরিচিত নাম হিসেবে উঠে এসেছেন ফ্রাঞ্চি কোলি এবং জিয়ান ফ্রাঙ্কো জোলা। দেখার ব্যাপার, শেষ পর্যন্ত কত জন তারকা আসেন।

বি সি রায় ট্রফির জন্য আজ শিলিগুড়ি যাচ্ছে বাংলা
অনূর্ধ্ব উনিশ ফুটবল টুর্নামেন্ট বি সি রায় ট্রফি খেলতে বাংলা দল শিলিগুড়ি যাচ্ছে আজ। বাংলার প্রথম ম্যাচ বুধবার। দলের কোচ প্রশান্ত চক্রবর্তী। এই দলে মোহনবাগানের মণীশ ভার্গবকে চাওয়া হলেও আই লিগে রেজিস্ট্রেশন করানোর জন্য তাঁকে ছাড়তে চায়নি মোহনবাগান। তবে কলকাতা লিগে খেলা বেশ কয়েকজন প্রতিভাবান অনূর্ধ্ব উনিশ ফুটবলার দলে আছেন।

শুক্রবারে আই লিগে

পৈলান অ্যারোজ : স্পোর্টিং ক্লুব দ্য গোয়া (যুবভারতী, ২-০০)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.