রামপুরহাট কলেজের অধ্যক্ষের নিগ্রহের ঘটনার দিনই নিগৃহীত হলেন এক সরকারি আধিকারিক। বালিঘাটের পারমিট না পাওয়াকে ঘিরে মহম্মদবাজার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে ঢুকে এক কর্মীকে কয়েক জন যুবক মারধর করেছে বলে অভিযোগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার এ ব্যাপারে মহম্মদবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহম্মদবাজার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক রবিউল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহম্মদবাজারের বেশ কিছু এলাকায় ময়ূরাক্ষী নদীর বালিঘাটকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকেই কম বেশি গণ্ডগোল হয়। বালিঘাটের পারমিট পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে মহম্মদবাজারের ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে ইতিপূর্বে বহু বার বিক্ষোভও দেখিয়েছেন স্থানীয় লোকজন থেকে শুরু করে বালি ব্যবসায়ীরা। রেভিনিউ অফিসার দেবদাস গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, “আমি অফিসে বসে লেখালেখির কাজ করছিলাম। হঠাৎ একদল যুবক এসে আমায় জিজ্ঞেস করেন আপনিই দেবদাস গঙ্গোপাধ্যায়? হ্যাঁ বলতেই ওরা অফিসের আসবাবপত্র ভাঙতে শুরু করে। তারপরে আমাকে আক্রমণ করে চেয়ার ভেঙে তা আমার দিকে ছুড়ে মারে। এর পরে চলতে থাকে চড়। প্রায় মিনিট ১৫ ধরে অফিসে তাণ্ডব চালিয়ে শারীরিক নিগ্রহ করে তারা চলে যায়।”
মহম্মদবাজারের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রবিউল ইসলাম বলেন, “বালিঘাটের পারমিটের ব্যাপারে সুনির্দিষ্ট নিয়ম-নীতি আছে। তার মধ্যে একটি নিয়ম, কোনও ব্যারাজ থেকে কম করে ৫ কিমি বেশি দূরে না হলে বালিঘাটের পারমিট দেওয়া যায় না। দেবদাসবাবু ৬ জানুয়ারি ময়ূরাক্ষী নদীর তিলপাড়া ব্যারাজের পূর্বের বেহিড়া মৌজায় একটি বালিঘাটের আবেদনের ভিত্তিতে পরিমাপ করেন এবং রিপোর্ট দেন ব্যারাজ থেকে সেটি ২২ কিমি দূরে। নিয়মের মধ্যে থাকায় জেলা অফিস থেকে মঙ্গলবার আবেদনকারীদের বালিঘাটের পারমিট দেওয়া হয়।”
বুধবার দুপুর ১২টা নাগাদ একদল যুবক সিউড়ি জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরে গিয়ে ওই বালিঘাটের ব্যাপারে লিখিত আপত্তি জানান। তাঁদের আপত্তিতে দফতর থেকে অনুমতিপ্রাপ্ত বালিঘাট কর্তৃপক্ষকে কাজকর্ম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। ফের তদন্ত ও পরিমাপ হবে বলে জানানো হয়। পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে নির্দিষ্ট কারও নামে অভিযোগ হয়নি।
|
৩৮টি গরু-সহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গাংনাপুরের গুপিনগরের কাছ থেকে চাকদহ-বনগাঁ রাজ্য সড়কে ৬টি গাড়িও আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িতে করে ৩৮টি গরু নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশ সীমান্তে। |