টুকরো খবর |
অস্ত্র সমর্পণ করতে চলেছে আনলা জঙ্গিরা |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
প্রজাতন্ত্র দিবসের আগেই আনলা-সহ অসমের আরও ন’টি উপজাতি জঙ্গি সংগঠন অস্ত্র জমা দিতে পারে। আজ এ কথা জানান অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। এদের মধ্যে অধিকাংশই সরকারের সঙ্গে সংঘর্ষবিরতিতে রয়েছে। অসম আদিবাসী পিস মুভমেন্টের তরফে জানানো হয়, সম্ভবত ২৪ জানুয়ারি গোলাঘাটে আদিবাসী ন্যাশনাল লিবারেশন আর্মি বা আনলা অস্ত্র সমর্পণ করবে। সংগঠনের উপ-সেনাধ্যক্ষ পিটার ডাং-এর নেতৃত্বে ১০০ আনলা জঙ্গি অস্ত্র জমা দিতে পারেন। সংগঠনের সেনাধ্যক্ষ ডেভিড তিরকি আপাতত ঝাড়খণ্ড জেলে রয়েছেন। অস্ত্র সমর্পণে তাঁর সম্মতি রয়েছে। এ ছাড়াও বিরসা কম্যান্ডো ফোর্স, সাঁওতাল টাইগার ফোর্স, আদিবাসী কোবরা মিলিটারি, আদিবাসী পিপল্স আর্মির সঙ্গেও আলোচনা প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদের অধিকাংশই চা-জনগোষ্ঠীর সদস্য। তাদের মূল দাবি তফসিলভুক্ত উপজাতি তালিকার অন্তর্ভুক্ত হওয়া। আনলা ইতিমধ্যেই গোলাঘাট বা কার্বি আংলং, তিনসুকিয়া ও উদালগুড়িতে তিনটি সরকার স্বীকৃত শিবিরের দাবি জানিয়েছে। আদিবাসী এবং চা-জনগোষ্ঠীভুক্ত জঙ্গিদের পাশাপাশি কুকি ও মার জঙ্গিদের সঙ্গেও আলোচনা চালাচ্ছে সরকার। সব ঠিক মতো চললে ২৬ জানুয়ারির আগে তারাও অস্ত্র জমা দিতে পারে।
|
টু-জি নোটের বক্তব্য জানতেন প্রণব: সচিব |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টু-জি কেলেঙ্কারি নিয়ে অর্থ মন্ত্রকের বিতর্কিত নোটের বক্তব্য জানতেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি তা অনুমোদন করেছিলেন। যৌথ সংসদীয় কমিটির শুনানিতে অর্থনীতি বিষয়ক দফতরের সচিব আর গোপালন বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। টু-জি স্পেকট্রাম বন্টন নিয়ে অর্থ মন্ত্রকের একটি নোট প্রকাশিত হওয়ায় এই বিষয়ে নতুন বিতর্ক শুরু হয়। নিলামের মাধ্যমে স্পেকট্রাম বণ্টন করে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম টু-জি কেলেঙ্কারি এড়াতে পারতেন বলে ওই নোটে মন্তব্য করা হয়েছিল। এ-ও জানা যায়, অর্থমন্ত্রী নোটটি দেখেছিলেন। আইন মন্ত্রক সম্প্রতি একটি বিষয়ে মত দিতে গিয়ে জানিয়েছে, কোনও নথি ‘দেখা’-র অর্থ কেবল পাতা উল্টে যাওয়া নয়। এ দিন কমিটির সদস্যরা জানতে চান, নোটটি প্রণববাবু কী ভাবে ‘দেখেছিলেন’। যৌথ সংসদীয় কমিটির প্রধান পি সি চাকোর বক্তব্য, গোপালন জানিয়েছেন, বভিন্ন ফাইল বা নোটই অন্য কোথাও পাঠানোর আগে মন্ত্রীকে দেখানোই দস্তুর। মন্ত্রীরা তা দেখেনও, কিন্তু তার সঙ্গে অনুমোদন দেওয়ার সম্পর্ক নেই। কারণ, সাধারণত কোনও নীতির বিষয়ে মন্ত্রীর অনুমোদন চাওয়া হয়। এই ক্ষেত্রে অনুমোদন চাওয়ার প্রয়োজন ছিল না। এই নোট সরকারি মেমোর আকারে প্রধানমন্ত্রীর দফতরে পাঠাতে প্রথমে রাজি ছিল না অর্থ মন্ত্রক। প্রধানমন্ত্রীর দফতরের এক যুগ্ম সচিবের চাপেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে পরে জানিয়েছিলেন প্রণববাবু। বৃহস্পতিবারের শুনানিতে এই বক্তব্যকেই সমর্থন করেছেন গোপালন।
|
ফেসবুক এবং গুগলকে সতর্ক করল হাইকোর্ট |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এবং সার্চ ইঞ্জিন গুগলকে আজ সতর্ক করে দিল দিল্লি হাইকোর্ট। জানিয়ে দেওয়া হল, ওয়েব পেজগুলি থেকে বিভিন্ন ‘আপত্তিকর’ লেখা, ছবি ইত্যাদি খতিয়ে দেখতে এবং সেগুলি বাদ দিতে তারা যদি উদ্যোগী না হয়, তবে চিনের মতোই এ দেশেও ওই সব ওয়েবসাইট ‘ব্লক’ করে দেওয়া হবে। বিচারপতি সুরেশ কাইতের এই বক্তব্যের প্রেক্ষিতে গুগল ইন্ডিয়ার আইনজীবী মুকুল রোহতগি বলেন, “পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ক্রমাগত লেখা, ছবি পোস্ট করে চলেছেন। তার মধ্যে কিছু নিশ্চয়ই আপত্তিকর। কিন্তু এগুলো খুঁজে খুঁজে বের করা সত্যিই সম্ভব নয়।” রোহতগি আরও জানান, গুগল ইন্ডিয়া মার্কিন সংস্থা গুগলের হয়ে কাজ করে মাত্র। সংস্থার হয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গুগল ইন্ডিয়ার নেই। তাই কোনও ছবি, লেখা ইত্যাদির উপর নজরদারি চালানো এবং সেগুলি বাতিল করার এক্তিয়ার তাদের নেই।
|
জারোয়া-কাণ্ডে এফআইআর পুলিশের |
সংবাদসংস্থা • পোর্ট ব্লেয়ার |
জারোয়াদের নিয়ে ভিডিও তোলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল আন্দামান-নিকোবর পুলিশ। খাবারের লোভ দেখিয়ে লুপ্তপ্রায় জারোয়া উপজাতির মহিলাদের নাচতে বাধ্য করার একটি ভিডিও প্রকাশিত হওয়ায় বিতর্ক শুরু হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থানীয় পুলিশ ঘুষ নিয়ে পর্যটকদের জারোয়া-অধ্যুষিত জঙ্গলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আন্দামান-নিকোবর প্রশাসন। অন্য ঘটনায় জারোয়া-অধ্যুষিত এলাকায় ঢোকার অভিযোগে বৃহস্পতিবার ১৫ জনকে ধরা হয়েছে। ভিডিওটি কোন সময়ে তোলা তা নিয়ে প্রশ্ন আছে। এই বিষয়ে সঠিক তথ্য জানতে কেন্দ্রীয় গোয়েন্দাদের সাহায্য নেবে আন্দামান-নিকোবর পুলিশ।
|
সুড়ঙ্গবাসী ভাইবোনদের জলদি ‘সভ্য’ করার প্রয়াস |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সুড়ঙ্গবাসীদের রাতারাতি ‘সভ্য’ করার প্রয়াস শুরু হয়েছে। চার সুড়ঙ্গবাসী ভাইয়ের খবর চাউর হতেই তাদের বিড়ম্বনার একশেষ! যারা গত এক দশকের বেশি সময় মাটির নীচে নিজেদের মতো দিন কাটাচ্ছিল, তারাই এখন মেরাপানির ‘অষ্টম আশ্চর্য’। সংবাদমাধ্যমের পাশাপাশি মানুষ গাড়ি ভাড়া করে ‘আদিম মানব’ দেখতে আসছেন। মনোবিদদের কথামতো, ‘ধীরে চলো’ নীতি নয়, রীতিমতো টেনে হিঁচড়ে উলঙ্গ চারটি ছেলেমেয়েকে সভ্য সমাজের পোশাক পরানো হয়েছে। দু’দিন ধরে নিজেদের ঠাঁইয়ে ফিরতে দেওয়া হয়নি তাদের। বেতনিপট্টি গ্রামের চার ভাইবোন---মেমেরা, মুনিয়া, নীরদা ও হরেন। জন্মের পর তারা স্বাভাবিকই ছিল। কিন্তু, বছর দুই পরেই, প্রত্যেকে কথা বলা কমিয়ে দেয়। ছাড়ে পোশাক পরা, কথা বলা। দিনের আলোও সইতে পারে না। বাবা-মা বাধ্য হয়ে বাড়ির ভিতরেই তাদের সুড়ঙ্গ বানিয়ে দেন। তবে এখন তাদের সুড়ঙ্গে ফেরা দূর অস্ৎ। জামা-প্যান্টে মুড়ে ফেলা হয়েছে তাদের। ধকল নিতে না পেরে চার জনই ধুঁকছে। তবে প্রচারে লাভও হয়েছে। চার জনের মনোরোগ সারাবার সামর্থ্য পরিবারের ছিল না। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ চার কিশোর-কিশোরীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে। মনোবিদ জয়ন্ত দাস বলেন, “হুড়োহুড়ি করে বা জোর করে চার জনকে ‘সভ্য’ করতে গেলে হিতে বিপরীত হবে। দীর্ঘদিন ধরে, বিজ্ঞানসম্মতভাবে চারজনের মনোজগতে পরিবর্তন আনা দরকার। জোর করলে ওদের মন আরও বিদ্রোহী হয়ে উঠতে পারে।”
|
জখম প্রাক্তন জঙ্গি |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গুলিতে জখম হলেন এক প্রাক্তন বড়ো জঙ্গি। পুলিশ জানায়, গত রাতে বাক্সা জেলার গজেন বসুমাতারির বাড়িতে হানা দেয় দুই সশস্ত্র জঙ্গি। গজেনবাবুকে গুলি করে তারা পালায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে একে ৪৭ ও পিস্তলের খালি কার্তুজ মিলেছে। পাশাপাশি, গত কাল রাতে তেজপুরের জিয়াভরালি সেতুর কাছে একটি ট্রাক বনবিভাগের চেকপোস্টে ধাক্কা মারে। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান অসম কৃষি বিপণন বিভাগের দুই কর্মী জয়রাম দাস ও দেব হাজরিকা। জখম হন ট্রাকের খালাসি। |
|