দেহ ব্যবসায় নামানোর উদ্দেশ্যে এক তরুণীকে বিক্রির চেষ্টার অভিযোগে এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তরুণীটিকে। সম্প্রতি পূর্ব পুঁটিয়ারিতে ধৃত ওই দু’জনের নাম সবিতা মিত্র ও ফকরে আলম। সবিতার বাড়ি হরিদেবপুর থানার পঞ্চাননতলায়।
|
দলীয় পতাকা ও শহিদ বেদী পোড়ানো হয়েছে বলে তপসিয়া থানায় অভিযোগ দায়ের করলেন সিপিএম নেতারা। পুলিশ জানায়, গোবরার বামুনপাড়া বাজারে সিপিএমের দলীয় কার্যালয় রয়েছে। ওই কার্যালয়টি কলকাতা জেলার মধ্য-পূর্ব জোনাল কমিটির। কার্যালয়ের সামনে দলের পতাকা এবং শহিদ বেদী রয়েছে। বুধবার গভীর রাতে পতাকা ও বেদী পোড়ানো হয় বলে অভিযোগ। পুলিশ জানায়, জোনাল সম্পাদক মণি রায় বৃহস্পতিবার সকালে অভিযোগ দায়ের করলেও, কারও বিরুদ্ধে নির্দিষ্ট ভাবে কোনও অভিযোগ জানাননি। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
|
কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের নামে একটি চেয়ার প্রোফেসরের পদ তৈরির জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। বৃহস্পতিবার বিবেকানন্দের ১৫০তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই আবেদন জানান তিনি। উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ে এখন রবীন্দ্রনাথ ঠাকুর, তারকনাথ পালিত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু প্রমুখের নামে চেয়ার প্রোফেসর পদ রয়েছে। সেই তালিকায় বিবেকানন্দের নামও যোগ করার জন্য আবেদন জানিয়েছি রাজ্য সরকারের কাছে। ওই মনীষীর নামে একটি পদক চালু করার প্রস্তাবও দিয়েছি।”
|
রাতের শো চলাকালীন নিউ এম্পায়ার প্রেক্ষাগৃহে জানলার পাশে আগুন লেগে গেল। বৃহস্পতিবার রাতের ওই আগুনে কেউ হতাহত হননি। ভিতরের দর্শকেরা টের না-পাওয়ায় আতঙ্ক ছড়ায়নি। দমকলের দু’টি ইঞ্জিন যায়। তার আগেই প্রেক্ষাগৃহের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। দশটা নাগাদ তেতলায় বাইরের দিকে জানলার উপরে একটি অংশে আগুন দেখতে পান আশপাশের দোকানি ও পথচারীরা। |