টুকরো খবর
সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব তীব্র পাক সরকারের
শীর্ষ আদালতের সঙ্গে টানাপোড়েন আছেই। তার মধ্যেই সেনাবাহিনীর সঙ্গে গিলানি-সরকারের সংঘাত চরমে পৌঁছল। দিন দুয়েক আগে পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সেনাবাহিনীর বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, স্মারকলিপি-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা দেওয়ার সময় সরকারের অনুমতি নেননি সেনাপ্রধান আশফাক পারভেজ কিয়ানি বা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশা। গিলানির ভাষায় কাজটি ‘অবৈধ’ ও ‘সংবিধানবিরোধী’। আজ গিলানির এই মন্তব্যের তীব্র সমালোচনা করে সেনাবাহিনী এক বিবৃতিতে গিলানিকে ‘হুমকি’ দেওয়া হয়েছে, “প্রধানমন্ত্রীর এই মন্তব্যের সুদূরপ্রসারী ও মারাত্মক ফল হতে পারে।” এতে অবশ্য মাথা নোয়াচ্ছেন না প্রধানমন্ত্রী। তিনি কিয়ানি-ঘনিষ্ঠ প্রতিরক্ষাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল খালিদ নাইম লোধিকে বরখাস্ত করেছেন। রাতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী। রাওয়ালপিন্ডি ১১১ নম্বর ইউনিটের প্রধানকে সরিয়ে তার দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার সরফরাজ আলিকে। অতীতের অনেক সেনা অভ্যুত্থানেই সব থেকে সক্রিয় ছিল এই ইউনিটের। রাতে গিলানি সাংবাদিকদের বলেন, “দেশকে গণতন্ত্রের পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করে লাভ হবে না। গণতন্ত্রই পাকিস্তানের ভবিতব্য।”

ঢাকায় গ্রেফতার গোলাম আজম
বাংলাদেশের স্বাধীনতা লাভের ৪০ বছর পর মানবতা-বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আজ গ্রেফতার করা হল জামাতে ইসলামির প্রাক্তন প্রধান গোলাম আজমকে। সরকারের আইনজীবী মন্তব্য করেন, এ দেশে উগ্র ধর্মকেন্দ্রিক রাজনীতি আমদানি করার ক্ষেত্রে আজমের অন্যতম প্রধান ভূমিকা রয়েছে। আজমের বিরুদ্ধে মোট ৬২টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতা, পাক-সেনাকে সাহায্য, রাজাকার, আল-বদর, বাহিনী গঠন-সহ খুন ও লুঠ করার অভিযোগ রয়েছে।

হাসপাতালে মেহেদি হাসান
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন গজল-গায়ক মেহেদি হাসান। কাল রাতে করাচির এক হাসপাতালে আইসিইউ-তে তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানান মেহেদির পুত্র আরিফ হাসান। আর্থিক সমস্যার জন্য তাঁর চিকিৎসার জন্য পাক সরকারের কাছে সাহায্য চেয়েছে হাসানের পরিবার। ১২ বছর ধরে মেহেদি ফুসফুসের সমস্যায় ভুগছেন। কাল রাতে শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.