টুকরো খবর
কিডনির ক্যানসারে নতুন চিকিৎসা
কিডনিতে ক্যানসার হয়েছে ৭১ বছরের বৃদ্ধের। চিকিৎসকেরা তাঁর শরীরে ছোট্ট একটি ফুটো করে তা দিয়ে একটি ইলেকট্রোড কিডনির টিউমারের উপর রাখলেন। তার মধ্যে দিয়ে বিদ্যুৎপ্রবাহ চালিয়ে টিউমার পোড়ানো শুরু হল। আশপাশের কোলন ও অন্ত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কিডনি, কোলন ও অন্ত্রের মধ্যে প্রচুর জল ঢুকিয়ে প্রত্যঙ্গগুলিকে পরস্পরের থেকে দূরে সরিয়ে দেওয়া হল।কিডনি ক্যানসার সারানোর অপেক্ষাকৃত নতুন এই প্রক্রিয়ার নাম ‘রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন’ (আরএফএ)। সম্প্রতি এই পদ্ধতিতে শহরের এক বেসরকারি হাসপাতালে ওই বৃদ্ধের অসুখ সারানো গিয়েছে বলে দাবি চিকিৎসকদের। তাঁদের অন্যতম শুভ্র রায়চৌধুরীর কথায়, “কিডনির ক্যানসার প্রাথমিক পর্যায়ে থাকলে ও টিউমার ৪ সেন্টিমিটারের বেশি বড় না হলে এই পদ্ধতিতে সাফল্য মেলে।”তবে বিপরীত মতও আছে শহরের চিকিৎসকদের মধ্যে। কিডনি বিশেষজ্ঞ অভিজিৎ তরফদার যেমন জানান, ‘আরএফএ’ কতটা কার্যকর, তা এখনই নিশ্চিত ভাবে প্রমাণিত নয়। এর জন্য ‘কনক্লুসিভ র্যান্ডমাইজড ট্রায়াল’ এখনও হয়নি। কিডনি বিশেষজ্ঞ অমিত ঘোষও বলেন, “এই প্রক্রিয়া নিয়ে এখনই কিছু বলাটা তাড়াহুড়ো হবে। হয়তো একেবারে প্রথম স্তরের টিউমারে কিছুটা কাজ করতে পারে, তা বলে একে ভাল বলার সময় আসেনি। বহু পরীক্ষা দরকার।”

থ্যালাসেমিয়া পরীক্ষা চালু
থ্যালাসেমিয়া কেয়ার ইউনিট চালু হল সিউড়ি সদর হাসপাতালে। হাসপাতালের বহির্বিভাগে সোমবার এই ইউনিটের উদ্বোধন হয়। হাসপাতালের সুপার মানবেন্দ্র ঘোষ বলেন, “প্রতি সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত সাধারণ মানুষদের থ্যালাসেমিয়া পরীক্ষা করা হবে। শুক্রবার শুধুমাত্র প্রসূতিদের থ্যালাসেমিয়া পরীক্ষা হবে। বিনা খরচায় আক্রান্ত রোগীদের নির্ধারিত গ্রুপের রক্ত দেওয়া হবে।” তিনি জানান, থ্যালাসেমিয়া আক্রান্তদের রক্ত দেওয়ার জন্য ৪টি শয্যা চালু হয়েছে। তবে গ্রীষ্মে ওই হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের টানাটানি থাকে। তাই বিভিন্ন সংগঠন যাতে বেশি করে ওই সময় রক্তদান শিবিরের আয়োজন করে তার জন্য আবেদন করেছেন মানবেন্দ্রবাবু। তিনি বলেন, “শীঘ্রই সিউড়ি শহরের স্কুলগুলির পড়ুয়াদের থ্যালাসেমিয়া পরীক্ষা করা হবে।”

কম ওজনের শিশুই ৪২%, বলছে রিপোর্ট
দেশের ৪২% শিশুই অপুষ্ট, কম ওজনের বলে একটি রিপোর্টে জানা গিয়েছে। বিভিন্ন দলের সাংসদ এবং নাগরিক সমাজের সমীক্ষায় দেখা গিয়েছে, গত সাত বছরে কম ওজনের শিশুর হার ৫৩% থেকে ৪২% নামানো গেলেও অপুষ্টি যথেষ্টই। দেশের ১০০টি জেলায় শিশু অপুষ্টির হার উদ্বেগজনক। ওই জেলাগুলোতে ৬০% শিশুর বাড়বৃদ্ধি হয়নি এবং ৪০% শিশুর ওজনই যা হওয়া উচিত, তার চেয়ে অনেক কম। রিপোর্টটি প্রকাশ করে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ আজ বলেন, দেশের আর্থিক বিকাশ সত্ত্বেও এই শিশু অপুষ্টি জাতীয় লজ্জা। এই সমস্যা মেটাতে শুধু নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের (আইসিডিএস) উপরেও নির্ভর করতে রাজি নন তিনি। তাঁর সরকার আইসিডিএস প্রকল্প ঢেলে সাজা ছাড়াও ২০০টি জেলায় বিশেষ কর্মসূচি এবং অপুষ্টি নিয়ে জাতীয় সচেতনতা কর্মসূচি গ্রহণ করবে।

চিকিৎসকদের দাবি
ভারতে প্রথম শব-ব্যবচ্ছেদটি হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজে, ১৮৩৬ সালের ১০ জানুয়ারি। ওই দিনটিকে এ বার থেকে ‘মেডিক্যাল শিক্ষা দিবস’ হিসেবে পালন করার দাবি জানাল ন্যাশনালিস্ট ডক্টর্স ফোরাম। মঙ্গলবার এই উপলক্ষে এনআরএসে এক অনুষ্ঠান হয়। সংগঠনের তরফে অভিজিৎ ভক্ত বলেন, “সে দিন গোটা দেশকে পথ দেখিয়েছিল এই রাজ্য। প্রথম শব-ব্যবচ্ছেদটি করেন চিকিৎসক মধুসূদন গুপ্ত। তখন তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অথচ মেডিক্যাল শিক্ষার অগ্রগতির পথে তা ছিল অত্যন্ত জরুরি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.