টুকরো খবর |
অশোকের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
|
ছবি: বিশ্বরূপ বসাক। |
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পরিচালন কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করে ক্রীড়ামন্ত্রী খেলাধূলায় রাজনীতি আনতে চাইছেন বলে অভিযোগ তুললেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে দলের দুই নেতা তথা স্টেডিয়াম কমিটির সদস্য অজিত সরকার, পরিমল ভৌমিকদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি ওই অভিযোগ তুলেছেন। বিধায়ক থাকার সুবাদে দীর্ঘ ২০ বছর স্টেডিয়াম কমিটির সদস্যও ছিলেন তিনি। তাঁর অভিযোগ, “সোসাইটি রেজিস্ট্রেশন আইন অনুসারে স্টেডিয়াম কমিটি গড়া হয়েছে। মন্ত্রী ঘোষণা করে এ ভাবে তা ভাঙতে পারেন না। তিনি অগণতান্ত্রিক এবং বেআইনি কাজ করছেন। খেলাধূলায় রাজনীতি আনতে চাইছেন। তা উদ্বেগের এবং বিপজ্জনক। নিয়ম না মেনে কমিটি ভাঙা হলে আন্দোলন করবেন। প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন।” অশোকবাবুর দাবি, কমিটি ভাঙতে গেলে নিয়ম মতো স্টেডিয়াম কমিটির সাধারণ সভা ডেকে তিন চতুর্থাংশ সদস্যদের সমর্থন থাকা জরুরি। সরকারের অনুমতিও প্রয়োজন। তিনি বলেন, “স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে মদনবাবুরা দলীয় রাজনীতি করছেন। এখন খেলার জায়গাতেও দলীয় রাজনীতির নিয়ন্ত্রণ চান। পুরনো কমিটিতে সিপিএমের লোক রয়েছে অভিযোগ তুলে ভাঙতে চাইছেন। আমরা সমস্ত ধরনের লোকদের নিয়েই এ ধরনের কমিটি তৈরি করতাম।”
|
বাজার-বরাদ্দ পড়ে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ফুলের পাইকারি বাজার তৈরির জন্য ‘ন্যাশনাল হর্টিকালচার মিশন’ প্রকল্পে ১কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ হয়ে পড়ে থাকলেও জায়গার অভাবে টাকা ফেরত যাওয়ার উপক্রম হয়েছে। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে পুষ্প প্রদর্শনী নিয়ে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির কর্মকর্তারা। তাঁদের দাবি, ফুলবাজার তৈরি হলে ফুল চাষ এবং ব্যবসায় যুক্তরা উপকৃত হবেন। শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির সাধারণ সম্পাদক প্রশান্ত সেন বলেন, “বছর দু’য়েক আগে ওই টাকা এসেছে। আগামী মার্চের মধ্যে ওই কাজ না হলে টাকা ফেরত যাবে।” তিনি জানান, সম্প্রতি এসজেডিএ চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে তাঁদের কথা হয়েছে। রুদ্রবাবু তাঁদের জানিয়েছেন, এ ধরনের ফুলবাজার তৈরি করতে উদ্যোগী এসজেডিএ। দাগাপুরে না-করে পরিবহণনগরীতে ওই ফুলবাজার করা গেলে তাঁরা জমির বন্দোবস্ত করবেন। শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি ওই বাজার তৈরি করলে ন্যাশনাল হর্টিকালচার মিশন থেকে ৪০ শতাংশ টাকা ভর্তুকি দেওয়া হবে। সরকারি উদ্যোগে হলে পুরো টাকাই মিলবে। তাই সরকারি উদ্যোগেই ওই কাজ চাইছেন সোসাইটির কর্তারাও। এ দিন তাঁরা জানান, আগামী ২৭ জানুয়ারি থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলার মাঠে পুষ্প প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি তা করার কথা থাকলেও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ওই সময় উত্তরবঙ্গ উৎসবের সূচনা অনুষ্ঠানের জন্য মেলার মাঠ পাওয়া যাবে না। সে জন্য প্রদর্শনী আগে করা হচ্ছে।
|
সভায় শূন্যপদ পূরণের দাবি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শূন্যপদ পূরণের দাবিতে সরব হল ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেন (এনএফআইআর)। মঙ্গলবার নিউ জলপাইগুড়িতে সংগঠনের কার্যকরী কমিটি সভায় ওই দাবি তোলা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম রঘুভাইয়া। তিনি অভিযোগ করেন, রেলে প্রায় দুই লক্ষ শূন্যপদ পড়ে আছে। তা পূরণ না করার জন্য নানা সমস্যা হচ্ছে। অভিযোগ, প্রতিদিন প্রায় ১৯ হাজার ট্রেন চলাচল করে। ২ কোটির উপরে যাত্রী যাতায়াত করছেন। এত পদ শূন্য থাকায় সমস্যা হয়েছে। একজন চালককে ৮ ঘন্টার জায়গায় দ্বিগুন ডিউটি করতে হচ্ছে। ফলে তাঁদের মনোসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে। এনএফআইআর স্বীকৃত এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদ মণীন্দ্র সইকিয়া বলেন, “রেলের শূন্যপদ পূরণের দাবিতে আমরা বর্তমান রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করেছি। মে মাসের মধ্যে অধিকাংশ শূন্য পদ তিনি পূরণ করার হবে বলে আশ্বস্ত করেছেন।” সভায় কেন্দ্রীয় জাহাজ দফতরের প্রতিমন্ত্রী মুকুল রায়, রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং প্রতিমন্ত্রী সুনীল তিরকিকে আমন্ত্রণ জানানো হয়। এ ছাড়াও শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য, মাটিগাড়া-নকশালবাড়ির কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার এবং আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায়কেও আমন্ত্রণ জানান সংগঠনের কর্তারা। একমাত্র শঙ্করবাবু ছাড়া কেউ ওই মিটিংয়ে যাননি।
|
বন্ধ চা-বাগান খোলার দাবি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ডুয়ার্সের বন্ধ দলসিংপাড়া চা বাগান খোলার জন্য ব্লক আধিকারিকের দফতরে স্মারকলিপি দিলেন চা বাগানের শ্রমিক নেতারা। মঙ্গলবার কালচিনি ব্লকের ছয়দিন ধরে বন্ধ থাকা ওই চা বাগান খোলার দাবিতে ছয়টি শ্রমিক সংগঠনের তরফে স্মারকলিপি পেশ করা হয়। আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায় জানান, গত ৪ জানুয়ারি দলসিং পাড়া চা বাগান ছেড়ে চলে যান মালিক পক্ষ। বন্ধ হয়ে যায় বাগান। এ দিন চা শ্রমিক সংগঠনের নেতারা কালচিনি বিডিও অফিসে চা বাগান খোলার জন্য জেলাশাসকের সঙ্গে বৈঠকে বসার আবেদন জানিয়েছেন। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক বাবলু মুখোপাধ্যায় এ দিন জানান, চা বাগানটি ছয় দিন ধরে বন্ধ থাকলেও মালিক পক্ষ বাগানে ফিরে আসতে চাননি। শুধুমাত্র নিরাপত্তার অজুহাত দেখিয়ে প্রায় দেড় হাজার শ্রমিককে বিপাকে ফেলে তাঁরা বাগান ছেড়ে চলে গিয়েছেন। দ্রুত চা বাগান খোলার জন্য এ দিন বিডিও অফিসে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
|
চা বাগানে জলকষ্ট
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
মালবাজার মহকুমার মেটেলি ব্লকের ইনডং গ্রাম পঞ্চায়েতের এলাকার জুরান্তি চা বাগানের আপার টিলা লাইনের শ্রমিক বস্তিতে তীব্র জলকষ্ট শুরু হয়েছে। ভৌগলিক অবস্থানের কারণে সেখানে নলকূপ বা কুয়ো খননও সম্ভব নয়, এতে সমস্যা আরও বেড়েছে। ২০১১ সালে স্থানীয় পঞ্চায়েত একটি সমীক্ষা চালিয়ে দেখে, সামসিং লাগোয়া পাহাড়ের ঝোড়া থেকে জল এনে তা জলাধারের মাধ্যমে সঞ্চয় করে এলাকার পানীয় জলের সমস্যা দূর করা যেতে পারে। জলপাইগুড়ি জেলা জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ সমীক্ষা রিপোর্ট দেখে প্রকল্পটি অনুমোদনও করে। তার পরে ৬ মাস চলে গেলেও এই খাতে বরাদ্দের জন্যে কোনও টাকা বলে অভিযোগ। শীতকালে নদীর জলও শুকিয়ে যাওয়ার জন্য সমস্যা আরও বেড়েছে। মঙ্গলবার জল সঙ্কটের স্থায়ী সমাধান চেয়ে জুরন্তি বাগানের এনইউপিডব্লুউ -র ইউনিট সম্পাদক আশিস মুণ্ডার নেতৃত্বে ইনডংপঞ্চায়েতের প্রধান হরেন্দ্রনাথ দে’কে স্মারকলিপি দেয়। আশিসবাবু জানান, ৫০০ পরিবার জল কষ্টে ভুগছে। সমস্যা না মিটলে আন্দোলন করা ছাড়া উপায় নেই।
|
শিলিগুড়িতে শুরু পুরসভার অভিযান
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দৃশ্য দূষণ রুখতে পুরসভার তরফে অভিযান চালিয়ে শহরের হিলকার্ট রোডের একাংশ থেকে খুলে ফেলা হল অবাঞ্ছিত হোর্ডিং, ব্যানার। মঙ্গলবার সকাল ৭ টা থেকে টানা দু’ ঘণ্টা অভিযান চলে। হাসমিচক থেকে মহানন্দা সেতু লাগোয়া মোড় পর্যন্ত বিভিন্ন অবৈধ হোর্ডিং, ব্যানার খুলে নেওয়া হয়। রাজনৈতিক দলের কিছু হোর্ডিং, ব্যানারও রয়েছে তার মধ্যে। পুরসভার ট্রেড লাইসেন্স বিভাগের মেয়র পারিষদ দেবশঙ্কর সাহা বলেন, “অবৈধ ভাবে লাগানো অনেক হোর্ডিং রয়েছে শহরের বিভিন্ন এলাকায়। রাস্তার ধারে যত্রতত্র বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু ব্যানার, হোর্ডিংও রয়েছে। যেগুলি শহরের দৃশ্য দূষণের অন্যতম কারণ। অভিযান চালিয়ে সেগুলি খুলে নেওয়া হচ্ছে।”
|
গাড়ি সমেত গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
আন্তঃ রাজ্য গাড়ি পাচার চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। শনিবার রাতে ডুয়ার্সের ৩১(সি) জাতীয় সড়ক থেকে শামুকতলা ও কুমারগ্রাম থানার পুলিশ দুটি দামি চোরাই গাড়ি উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে পাচার চক্রের দুই পাণ্ডাও। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম কুলদীপ চৌহ্বান ও রোমান ছেত্রী। ধৃতদের একজন উত্তরপ্রদেশের তিনসুকুরি ও অপরজন মণিপুরের বাসিন্দা। কুমারগ্রামের আইসি ধ্রুব প্রধান ও শামুকতলা থানার ওসি প্রবীন প্রধান জানান, দিন সাতেক আগে দিল্লি থেকে গাড়ি দু’টি চুরি হয়েছিল। অসমে পাচারের চেষ্টা হচ্ছিল গাড়িগুলি। গাড়ির কোনও বৈধ কাগজ ছিল না। ঘটনার তদন্ত চলছে।
|
১৭ দফা দাবিতে স্মারকলিপি পেশ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
নবনিযুক্ত শিক্ষকদের সার্ভিস বুক চালু, গুচ্ছ বিমার আওতায় আনা, শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ, শিক্ষক-শিক্ষিকাদের বকেয়া প্রদান-সহ ১৭ দফা দাবি জানাল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার তাদের উত্তর মণ্ডলের তরফে অবর বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি দেওয়া হয়। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষ নিগ্রহের ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষায় নৈরাজ্য, সন্ত্রাস বন্ধের দাবিও তোলা হয়েছে। সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা মিছিল করে গিয়ে স্মারকলিপি জমা দেন।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
গাড়ি উল্টে এক কিশোরীর মৃত্যু হল। জখম হয়েছেন গাড়ির চালকও। মঙ্গলবার সকালে ফাঁসিদেওয়া থানার ঘোষপুকুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের নাম লাকি যাদব (১৩)। বাড়ি বিহারে। বিহারগামী একটি পরিচিত ট্রাকে করে ওই কিশোরী বাড়ি যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ওই কিশোরীর মৃত্যু হয়। আহত চালককে উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।
|
ক্রীড়া প্রতিযোগিতা
সৌমিত্র কুণ্ডু • শিলিগুড়ি |
|
ছবি: বিশ্বরূপ বসাক। |
জেলাস্তরে হাই জাম্পে মিট রেকর্ড গড়লেন শিলিগুড়ির দাদাভাই ক্লাবের অশেষচন্দ্র রায়। মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শিলিগুড়ি জেলা ক্রীড়া প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৮ বিভাগে ১.৯১ মিটার লাফিয়ে তিনি সেরা হয়েছে। সেই সঙ্গে রেকর্ড গড়লেন। সম্প্রতি জুনিয়র জাতীয় ক্রীড়ায় সোনা পেয়েছে অশেষ। এ দিন ১০০ মিটার দৌড় ১২.৮ সেকেন্ডে শেষ করে রেকর্ড গড়েন অনূর্ধ্ব ২০ বিভাগের মেয়ে মৌসুমী রায়। বুধবার পর্যন্ত প্রতিযোগিতা চলবে।
|
স্মারকলিপি পেশ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
চলতি শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তি হতে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করে মঙ্গলবার সিপিএমের জলপাইগুড়ি ২ লোকাল কমিটির তরফে জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরে স্মারকলিপি দেওয়া হয়। সব ছাত্রছাত্রীদের দ্রুত স্কুলে ভর্তি করা, গৃহশিক্ষকতা নিয়ে সরকারি নির্দেশের জটিলতা কাটানো, এবং মিড ডে মিল প্রকল্প চালিয়ে যাওয়ার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।
|
স্মারকলিপি পেশ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
চলতি শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তি হতে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করে মঙ্গলবার সিপিএমের জলপাইগুড়ি ২ লোকাল কমিটির তরফে জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরে স্মারকলিপি দেওয়া হয়। সব ছাত্রছাত্রীদের দ্রুত স্কুলে ভর্তি করা, গৃহশিক্ষকতা নিয়ে সরকারি নির্দেশের জটিলতা কাটানো, এবং মিড ডে মিল প্রকল্প চালিয়ে যাওয়ার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।
|
শিলিগুড়িতে শুরু পুরসভার অভিযান
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দৃশ্য দূষণ রুখতে পুরসভার তরফে অভিযান চালিয়ে শহরের হিলকার্ট রোডের একাংশ থেকে খুলে ফেলা হল অবাঞ্ছিত হোর্ডিং, ব্যানার। মঙ্গলবার সকাল ৭ টা থেকে টানা দু’ ঘণ্টা অভিযান চলে। হাসমিচক থেকে মহানন্দা সেতু লাগোয়া মোড় পর্যন্ত বিভিন্ন অবৈধ হোর্ডিং, ব্যানার খুলে নেওয়া হয়। রাজনৈতিক দলের কিছু হোর্ডিং, ব্যানারও রয়েছে তার মধ্যে। পুরসভার ট্রেড লাইসেন্স বিভাগের মেয়র পারিষদ দেবশঙ্কর সাহা বলেন, “অবৈধ ভাবে লাগানো অনেক হোর্ডিং রয়েছে শহরের বিভিন্ন এলাকায়। রাস্তার ধারে যত্রতত্র বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু ব্যানার, হোর্ডিংও রয়েছে। যেগুলি শহরের দৃশ্য দূষণের অন্যতম কারণ। অভিযান চালিয়ে সেগুলি খুলে নেওয়া হচ্ছে।”
|
যুবকের দগ্ধ দেহ উদ্ধার শামুকতলায়
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
অগ্নিদগ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করল শামুকতলা থানার পুলিশ। সোমবার রাতে দক্ষিণ মহাকালগুড়ি এলাকা থেকে নিরূপম দেবনাথ (২৮) নামে অগ্নিদগ্ধ ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশি সূত্রে জানা গিয়েছে, এটি গায়ে কোরোসিন তেল ঢেলে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও, সেই ব্যাপারে নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এ দিন একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে নিরূপমের দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
আন্দোলনের হুমকি |
জেলা প্রশাসনের হিসাবে এলাকাটি পিছিয়ে পড়া। আদিবাসী অধ্যুষিত বাসিন্দার সংখ্যাই বেশি। তাও শিলিগুড়ির অদূরে খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ কালকূট সিংহ হাই স্কুলে পঞ্চম শ্রেণি ভর্তির জন্য ২৪০ টাকা নেওয়া হচ্ছে কেন সে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গত বছর ভর্তির জন্য ৬৩ টাকার বেশি দিতে হয়নি।
|
আন্দোলনের হুমকি |
জেলা প্রশাসনের হিসাবে এলাকাটি পিছিয়ে পড়া। আদিবাসী অধ্যুষিত বাসিন্দার সংখ্যাই বেশি। তাও শিলিগুড়ির অদূরে খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ কালকূট সিংহ হাই স্কুলে পঞ্চম শ্রেণি ভর্তির জন্য ২৪০ টাকা নেওয়া হচ্ছে কেন সে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গত বছর ভর্তির জন্য ৬৩ টাকার বেশি দিতে হয়নি।
|
পরিচালন সমিতির বৈঠক পণ্ড |
প্রতিনিধি মনোনয়ন কেন্দ্র করে অভিভাবক বিক্ষোভে পণ্ড হল স্কুলের পরিচালন সমিতি গঠনের বৈঠক। মঙ্গলবার বাগডোগরার শুভমায়া সূর্যনারায়ণ হাই স্কুলের পরিচালন সমিতির বৈঠক হয়। |
|