বিবেকানন্দের সার্ধশতবর্ষ জন্মজয়ন্তী পালন করবেন শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এ কথা জানান মেয়র গঙ্গোত্রী দত্ত, ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা। শিলিগুড়ির স্বামী বিবেকানন্দ সার্ধশতবর্ষ জন্ম উৎসব উদযাপন কমিটির সঙ্গে যৌথ উদ্যোগে ওই কর্মসূচি নেওয়া হয়েছে। ১২ জানুয়ারি সকালে শোভাযাত্রা হবে। সেবক মোড়-কে বিবেকানন্দ স্কোয়ার নামকরণও করেছেন পুর কর্তৃপক্ষ। এ দিন সেখানেও অনুষ্ঠান হবে। এর পর দিনভর বাঘাযতীন পার্কে নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবির-সহ বিভিন্ন অনুষ্ঠান। শিলিগুড়ি কলেজের দর্শন বিভাগের সহায়তায় ১৩ জানুয়ারি বিবেকানন্দের উপর আলোচনা চক্রের আয়োজন হয়েছে। ১৪ জানুয়ারি দীনবন্ধু মঞ্চে রয়েছে বিবেকানন্দকে নিয়ে নাটক। শিলিগুড়ির স্বামী বিবেকানন্দ সার্ধশতবর্ষ জন্ম উৎসব উদযাপন কমিটির সভাপতি কে সি মিত্র জানান, পুরসভার উদ্যোগে তাঁরা খুশি। তাঁদের তরফেও সমস্ত সাহায্য করা হবে। বাঘা যতীন পার্কে বিবেকানন্দের উপর লেখা বইয়ের স্টলও থাকবে। নকশালবাড়ি বিবেকানন্দ সার্ধশতবর্ষ জন্ম উৎসব উদযাপন কমিটি, বাণেশ্বর মোড়ের বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগেও দিনটি পালনের সিদ্ধান্ত হয়েছে। নকশালবাড়ি বিবেকানন্দ সার্ধশতবর্ষ জন্ম উৎসব উদযাপন কমিটির উদ্যোগে আজ, বুধবার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হবে। ওই দিন বেলা ২ টা থেকে দু’দিন ব্যাপী নন্দপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ছাত্র এবং যুবকদের প্রতি বিবেকানন্দের পরামর্শ নিয়ে হবে আলোচনা সভা। সন্ধ্যায় ভারতীয় সাংস্কৃতি ঘরানায় শ্রাস্ত্রীয় সঙ্গীত, যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। বাণেশ্বর মোড়ের বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির তরফে ১২ জানুয়ারি শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিবেকানন্দ শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়াদের মেধা পুরস্কার দেবে। এ দিন রাজগঞ্জেও স্বামী বিবেকানন্দ জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে অঙ্কন ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা হয়। রাজগঞ্জ বিবেকানন্দ চ্যারিটেবল ইউনিয়নের উদ্যোগে ওই প্রতিযোগিতা হয়। |